Sunday, 17 May 2020

বসন্ত ....... প্যারিস,১৮ মে ২০২০

মেঘমালা উড়ছে নীলিমার বুকে, শেষ বিকেলের সোনা রোদে ভাসছে পত্র পল্লব। মহাকালের সাক্ষী ঠায় দাঁড়ানো জরা জীর্ণ অট্টালিকা, গির্জা থেকে ভেসে আসে টুং টাং শব্দ। চিরায়ত বসন্ত ফিরে আসে বার বার, তবু মনে হয় কোথাও কেউ নেই, কেউ নেই।









No comments:

Post a Comment