Sunday, 17 May 2020

জ্ঞানপাপী আনিসুজ্জামান এবং রাতের ভোটের ফ্যাসিবাদের সমর্থক


এই যে একজন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান মারা গেলো। উনার জন্য শোক জানানোর কথা ছিল দল-মত ভুলে সমগ্র জাতির।
অথচ খেয়াল করে দেখেন পত্রিকার মন্তব্য গুলো। প্রায় ৮০% মন্তব্য হচ্ছে নেগেটিভ! জীবনে এরা সাধারণ মানুষের কাছ থেকে কি পরিমাণ ঘৃণা অর্জন করেছে এটা বুঝা যায় এদের মৃত্যুর পর।

একজন জাতীয় অধ্যাপক যেখানে হতে পারতেন সাধারণ মানুষের ভোকাল সেখানে উনি সাধারনের বিরুদ্ধে গিয়ে হয়ে উঠেছিলেন ভোটার বিহীন এবং রাতের ভোটের ফ্যাসিবাদের সমর্থক ভোকাল। এর জন্য আপনি দোষারোপ করতে পারবেন না সাধারণ মানুষকে।

কারন হিংসা ও নোংরা রাজনীতির সমর্থক ছিলেন এই অধ্যাপক।মানুষের খুন গুম নির্যাতন ও cross fire এ হত্যার বিরুদ্ধে কথা না বলে এসবের সমর্থক ছিলেন এই জ্ঞানপাপী।এসব বুদ্ধিজীবীদের রোপণ করা ঘৃণার বীজ থেকে গাছ উঠে আজ মহিরুহ হয়েছে। বীজ যেহেতু লাগিয়েছেন অধ্যাপক সাহেব, তাই আপনার রোপন করা গাছের ফল খাবেন না,তা কি করে হয়?

No comments:

Post a Comment