Sunday, 3 May 2020

মুসলমান 👉বনাম 👈 মুসলমান

###
মুসলমান 👉বনাম 👈 মুসলমান ###
=============================
" তুই শিয়া 👉 👳👈 তুই সুন্নী "
" তুই তাবলীগ পন্থী  👉👳👈 তুই পীর পন্থী "
"তুই সাদ পন্থী  👉👳👈তুই যুবায়ের পন্থী"
"তুই আলিয়া👉👳👈 তুই কওমিয়া"
"তুই তরিকা পন্থী👉👳👈 তুই ওহাবী"
" তুই জামায়াত 👉👳👈 তুই আহলে হাদিস "
" তুই ইলিয়াছী 👉👳👈 তুই মওদুদী "
" তুই চরমোনাই 👉👳👈 তুই শর্ষিনা "
" তুই হেফাজত 👉👳👈 তুই মাইজভান্ডারী "
"তুই ইহুদিদের দালাল 👉👳👈তুই কাফের"
"তুই দেওবন্দী 👉👳👈তুই নকশোবন্দী "
"তুই মাজহাবী 👉👳👈তুই লা মাজহাবী"
"তোর জামা ফাড়া 👉👳👈তোর টুপি ছিদ্র"
"তুই রাসূলের দুশমন 👉👳👈তুই সাহাবিদের দুশমন"
:
বিধর্মীরা যখন আমাদের পিঠের চামড়া তুলে ফেলছে, তখন আমরা নিজেরাই এধরনের কু-তর্কে লিপ্ত।
এই কু-তর্ক, এই বিভক্তি-ই মুসলমান নির্যাতনের মূল কারণ।

সারাবিশ্বের মুসলমান ভাই, ভাই। ইসলামের এ-ই মূল আকিদায় যদি আমরা এক হতে পারতাম তবে আমাদের নির্যাতন তো দূরের কথা আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস তাদের হতোনা।