Wednesday, 5 January 2022

মনে আছে মায়ের গর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়ার কথা?

 মনে আছে শিশু সুরাইয়ার কথা? 

মায়ের গর্ভে গুলিবিদ্ধ সেই সুরাইয়া স্কুলজীবন শুরু করেছে। 


বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা মাতৃগর্ভ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে সেই মাতৃগর্ভে থেকেও গুলিবিদ্ধ হয়েছিল মাগুরার শিশু সুরাইয়া।


মাগুরা শহরের দোয়ারপাড়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে গিয়েছিলেন অন্তঃসত্ত্বা নাজমা বেগম। সংঘর্ষ থেকে ছোড়া গুলি লাগে নাজমার পেটে। এতে গর্ভে থাকা শিশু গুলিবিদ্ধ হয়। ওই দিন রাতেই জেলা সদর হাসপাতালের ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে জন্ম নেয় শিশুটি; তার নাম দেওয়া হয় সুরাইয়া। ২০১৫ সালের ২৩ জুলাইয়ে জন্ম নেওয়া সুরাইয়ার বয়স এখন সাড়ে ছয় বছর। এবার সে স্কুলেও ভর্তি হয়েছে। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হওয়ার কারণে সুরাইয়ার ডান চোখে দৃষ্টিশক্তি নেই। দুই পায়ে শক্তি নেই। অন্য শিশুরা যখন হেঁটে স্কুলে গেছে, সুরাইয়া গেছে মায়ের কোলে চড়ে। এভাবেই শুরু হলো তার স্কুলজীবন।


এক বছর আগে সুরাইয়াকে গণশিক্ষা কার্যক্রমের একটি প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল। তবে করোনার কারণে সেটা নিয়মিত হয়নি। এবার মাগুরা শহরের পুলিশ লাইনস প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে সুরাইয়াকে ভর্তি করা হলো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আক্তার প্রথম আলোকে বলেন, ‘শিশুটির দুটি পা, একটি হাত ও একটি চোখ অকার্যকর। মায়ের কোলে চড়ে প্রথম দিন এসেছিল সে। ওর যেহেতু এমন প্রতিবন্ধকতা রয়েছে, এ কারণে ওর প্রতি আমরা একটু বেশি যত্নশীল থাকব। একটি হুইল চেয়ার হলে আর সমস্যা হবে না।’


নাজমা বেগম বলেন, ‘আমার বাচ্চা যদি স্বাভাবিকভাবে জন্ম নিত, আজ তাহলে ও নিজেই হেঁটে স্কুলে যেত। অন্য শিশুদের মতো খেলাধুলা করত। কিন্তু এখন কারও সাহায্য ছাড়া সে কিছু করতে পারে না। কোমর থেকে পা পর্যন্ত বল নেই। ডান হাত কাজ করে না। ডান চোখও দৃষ্টিহীন। তবে যত কষ্টই হোক, ওকে পড়ালেখা শিখিয়ে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।’


সুরাইয়া বড় মানুষ হোক, সুরাইয়ার জীবন প্রদীপের আলোতে ধ্বংস হোক “ছাত্রলীগ” নামক সন্ত্রসীরা। 




Sunday, 2 January 2022

কোন মৃত ব্যক্তি জীবিতদের চেয়ে শক্তিশালী এটা বলা কি কোনো প্রধান বিচারপতির কাজ !!!

 বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শপথ নিয়েই বললেন “জনৈক মৃত ব্যক্তি, জীবিত ব্যক্তির চেয়েও শক্তিশালী” !!!!! 

অথচ নাগরিকরা আশা করেছিল তিনি বলবেন “আইনের শাসন, বিচার পাওয়ার অধিকার, বাক স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা” সম্পর্কিত বিষয়ে। 


কোন মৃত ব্যক্তি জীবিতদের চেয়ে শক্তিশালী এটা বলা কি কোনো প্রধান বিচারপতির কাজ !!! এছাড়াও বিচারপতি ফয়েজ বলেছেন “প্রত্যেকটা বিচারপতি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে কথা বলেছেন” ব্যক্তি বিশেষের প্রতি ব্যক্তির শ্রদ্ধা থাকতেই পারে তাই বলে একথা গণমাধ্যমে বলতে হবে !!! 


শপথ নিয়েই একজন প্রধান বিচারপতি এমন “দলদাস” সুলভ আচরণ, বালখিল্য মন্তব্য করবেন এটা সত্যিই হতাশাজনক। 


নব নিযুক্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। হাসান ফয়েজ সিদ্দিকী প্রায় দুই বছর প্রধান বিচারপতির আসনে থাকবেন। 


২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশের পরবর্তী নির্বাচন হওয়ার কথা।এই সময় তাঁর এই নিয়োগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে তাঁর এই মন্তব্য আমাদের মতো গণতন্ত্রকামি এবং স্বাধীন বিচার ব্যবস্থার সমর্থকদের জন্য বিশাল হতাশা।