Tuesday, 18 January 2022

শেখ মুজিবের এই কার্টুনটি সম্ভবত স্বাধীন বাংলদেশের কোন রাজনীতিবিদ’কে নিয়ে করা প্রথম কার্টুন।

 শেখ মুজিবের এই কার্টুনটি সম্ভবত স্বাধীন বাংলদেশের কোন রাজনীতিবিদ’কে নিয়ে করা প্রথম কার্টুন। 


নিউ ইয়র্ক টাইমসের স্কেচ শিল্পী ওয়ারল কার্লসন সিডনী এইচ শ্যানবার্গের ৯ এপ্রিল ১৯৭২ এর একটি বিশেষ আর্টিকেলের জন্যে শেখ মুজিবের এই ক্যারিকেচারটি করেছিলেন। 


সিডনী আর্টিকেলটির কিছু অংশে যেমনটি লিখেছিলেনঃ 


“The government is disorganized. Some politicians are taking advantage of the disarray to grab off lucrative contracts, occupy businesses vacated by West Pakistani owners and profiteer in food and other relief goods. Lawlessness is growing as hoodlum and warlord elements with guns left over from the guerrilla struggle operate openly in some areas” 


Courtesy The New York Times archive.