Sunday, 24 September 2023
আওয়ামিলীগের ভয় এবং কৈশোর
ছোটবেলায় হাটের বারে বাজার করতে যেতাম। বাড়ি ফিরতে সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার হয়ে যেতো। গ্রামের মূল রাস্তা থেকে হেঁটে শাখা রাস্তা দিয়ে বাড়ী যেতে হতো। শাখা রাস্তার দুপাশে পুকুর, নারিকেল-সুপারি বাগান এবং কবরস্থান। অন্ধকারে ঝোঁপঝাড়ের পাশে দিয়ে হাটতে ভয় পেতাম, কবরস্থানের পাশে গেলে ভয় আরো বেড়ে যেতো।
এই ভয়কে জয় করার চেষ্টা করেছিলাম কৈশোরে। ঝোপঝাঁড়, কবরস্থান অতিক্রম করার সময় চিৎকার করে বাংলা সিনেমার গান গাইতাম, কখনো সূরা-কেরাত পড়তাম জোরে জোরে। কবরস্থান পার হওয়ার সময় গলা শুকিয়ে আসতো।
তখন মনে হতো এই বুজি অশরীরী আত্মা এসে আমাকে ধরে নিয়ে যাবে, জীন-ভুত এসে আমার ঘাড় মটকাবে !!! তখন আরো জোরে গান গাইতাম, সূরা-কেরাত পড়তাম।
আমি যে ভয় পাচ্ছি সেটা বুজতে দিতামনা।
শেখ হাসিনা এবং তার সমর্থকদের অবস্থা আমার কৈশোরের মতো !!! তারা ভয় পায় কিন্তু প্রকাশ করেনা। দৃশ্যমান ভয়কে তারা "চাপাবাজি" "মিথ্যা" "কথিত চেতনা" দিয়ে জয় করতে চায়।
আমার ভয় ছিলো অদৃশ্য, কাল্পনিক। কিন্তু আওয়ামীলীগের ভয় বাস্তব, দৃশ্যমান এবং অপ্রতিরোধ্য।
আজিমুল হক খাঁন
প্যারিস
২৪/০৯/২০২৩
Subscribe to:
Posts (Atom)