Thursday 30 November 2023

কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ

কুমিল্লা বোর্ডের সুইসাইড করা ১১ জন ছাত্রের মধ্যে ১ জনের সুইসাইড নোটঃ • আগামি বছর আবার পরীক্ষা দিবো। মা, বাবাকে বুঝাইছি। সবাই স্বাভাবিক ছিলো, আমিও। কিন্তু একের পর এক প্রতিবেশী সহপাঠীরা মিষ্টি আর কথার খোঁচা নিয়ে হাজির হতে লাগলো। আমার মায়ের মাথা খারাপ হয়ে গেলো। • বাবাও আমাকে গালিগালাজ করলো। যে মা বাবা গতকাল আমার মাথায় হাত রেখে বলছিলো চিন্তা করিস না, বুড়ো হয়ে যাস নাই। সামনের বার আবার পরীক্ষা দিস, বছর যাইতে কয়দিন। অথচ, প্রতিবেশীদের মিষ্টি পেয়ে সেই বাবা মা আমাকে জুতা দিয়ে পিঠলো, শুধু তাই নয়, আমার উপর রাগ করে বাবাপাতের ভাত লাথি মেরে ফেলে দিলো। • অনেক চেষ্টা করেছি লুকিয়ে থাকার, পারলাম না। প্রতিবেশীরা এক হাত জিহ্ববা বের করে অনুশোচনা করলো, শুধু অনুশোচনা নয়, আমার জন্য নাকি আমার মা দায়ী। মায়ের আস্কারা পেয়ে আমি নষ্ট হয়ে গেছি। • তাদের কৈফিয়ত পেয়ে আমার বাবা মাকে উঠানে প্রচুর মেরেছে। মা এখনো বেহুঁশ। মার জ্ঞান ফিরার আগেই পৃথিবীকে বিদায় জানালাম...! ভালো থাকবেন প্রতিবেশীরা...! ভালো থেকো সহপার্ঠী বন্ধুরা...! পিতামাতাদের উপদেশ আমাদের মানায় না...! তবু ও বলছি সমাজ কি বললো...! প্রতিবেশী কি বললো সেটা শুনে, নিজের ছেলে মেয়েকে অপমান করে, মৃত্যুর দিকে ঠেলে দিবেন না...! মনে রাখবেন ছেলেমেয়েটা আপনার তাদের(প্রতিবেশীর নয়)...….....!!!! নয় সংগৃহীত

Tuesday 28 November 2023

DALO letter

Honnerable Sir/Madame i am ......,,, a refugee , an exiled Film maker and blogger, struggling to get a home since 2017. I have been granted refugee status in May 2017. I requested for social housing in 2017 but it was cancelled in 2018 due to miscommunication with local council. I waited long time but I did not get any update from local council. I contacted with the local council again and they said they haven't got it. Then local council advised me to apply again over online. Hereafter i requested for social housing again in 2019 and I got my Reference number which is 11112....... Now it's been 03 years and 08 months of my file with Logement Social, which is active. I did not get any housing proposition. Every year I renew the application over online. Despite of the Logement social, I also made application to the several organisations including Action logement, Adoma, Loc announce, OPH villjuif and local housing agencies. But I haven't got any response. I have no stable house, today I am here tomorrow another place. I always have to depend on other people to stay their house. This is how last 08 years passed. I had to share the room with 3/4 people which is inhabitable and overcrowded too. As a law abiding resident, after 08 years of living in this situation, I deserve a house. I am working full time on CDI contract. Now I believe I have the full rights to have a housing to avoid the disastrous situation. I humbly request you to accept my housing request and provide me a housing as soon as possible. I really want to write a poem, I want to think about film making. But my desires can't fly. I had the Domiciliation in 93500 Pantin but I can't use it anymore. Few days ago someone allowed me to use his home domiciliation in Paris 75018. Because of this, I am using below mentioned address. ........... I cordially seek your kind attention and consideration on my application as if I can get a home to continue my creative works. I would be grateful if you can consider my application. Sincerely Azimul haque khan

Monday 27 November 2023

ঝরা পাতা,আগাছা এবং দাদা দাদী

একসময় এই উঠনটা পরিস্কার ঝকঝকে ছিলো, ভোরে দাদা ওই বড় ঘরটার দরজার পাশে মোড়া নিয়ে বসে চা খেতেন লাঠি হাতে। আর আমরা ঘুম থেকে না উঠলে লাঠি দিয়ে দরজায় বাড়ি দিতেন আর বলতেন " কত ঘুমাবি, আয় চা মুড়ি খাই" দাদী বলতেন, " থাক না কয়দিনের জন্য বেড়াতে আসছে, বাসায় তো স্কুলের জন্যে ঘুমাতে পারেনা" দাদার ভালো লাগতোনা কখন আমরা উঠবো, কখন আমি এসে বকবক করবো আর দাদা বলবে " তুই আমার চেয়েও বেশি কথা বলিস রে" দাদী আমাদের নামে নামে রাখা মোরগ গুলো এনে মাটির চুলায় রান্না করতো, ওমন মুরগির মাংসর ঘ্রান আর পাইনা। দাদা গাছ গুনতে দিতো, ওই যে তোদের নামে নামে কাঠ গাছ আছে, গোন তো কয়টা। আমি গুনতাম কিন্তু মনে রাখিনি কেনো জানিনা। ঢাকায় ফিরলে প্রতিদিন সকাল রাতে দুইবার ফোন দিতেই হতো , না দিলেই অভিমান করতো। আর এখন এই উঠোনটায়
চলে যাবার পর কত বছর যাইনা মনেও পড়ছেনা।শেষ যেবার গেছিলাম,কোনো এক ভাঙা টিনে দাদার নাম দেখে চোখ ভিজে আসছিলো।এখনো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমার সবচেয়ে প্রিয় মানুষ কে আমি দাদার কথাই বলবো।