Monday, 23 March 2020

বিপদে আছে করোনা ভাইরাস নিজেই !!! 😂😂😂

বিপদে আছে করোনা ভাইরাস নিজেই!! 😷🐸

#আমরাইএকমাত্রজাতি,#যারষোলকোটিমানুষেরতেরকোটিইকরোনাবিশেষজ্ঞ।।

১৮৩ দেশে লাখ লাখ লোকের মাঝে ছড়িয়ে বাংলাদেশে এসে বিপদে পড়েছে। সে তার স্টান্ডার্ড বাংলাদেশে ধরেই রাখতে পারছেনা।

প্রথমতঃ সে আওয়ামীলীগ না বিএনপি এটা নিয়ে টানাটানি শুরু করেছে।

দ্বিতীয়তঃ সে কয়জনকে ধরেছে সেটা নিয়ে মানুষের নানা অভিমত। সরকারি হিসাব ২৪ ,পাবলিকারী হিসাব ২৪০০০🙆

পৃথিবীর সব ঠান্ডা দেশ কাঁপিয়ে বাংলাদেশে এসে গরমে তার ঘাম ছুটে যাচ্ছে...😪

যখন পৃথিবীর সেরা সেরা দেশ তাকে নির্মুলের ভ্যাকসিন আবিস্কার করতে পারেনি, অথচ বাংলাদেশে এসে সে দেখছে রাস্তার মোড়ে মোড়ে হোমিও ডাক্তার'রা বোতলে করে ১০০% গ্যারান্টি দিয়ে তার ঔষধ বিক্রি করছে, আবার মাইকিং হচ্ছে বিফলে "মূল্য ফেরত" সেটা নিয়ে সে চরম লজ্জায় বিপর্যস্ত!😂😅

এর মধ্যে আবার কিছু চপ বিক্রেতা করোনা চপ বানিয়ে তাদেরকে খেয়েও ফেলছে। এতে করে করোনার ইজ্জত নিয়ে টানাটানি পড়েছে।😊😊😊

যাও কয়েকজনকে আক্রান্ত করেছিলো, পরে শুনতে পারে তারাও নাকি সুস্থ হয়ে বাড়ি চলে গেছে...😟

ইতালী/চায়না/জার্মানি/সৌদি আরব/বাহরাইন/কুয়েত থেকে আগত কিছু বাঙালির শরীরে ভর করে এদেশে ঢুকেছিলো, কিন্তু তারা বাড়ি গিয়ে কেউ পিকনিকে, কেউ শালীর বিয়েতে, কেউ গরুর খামার করেছে, কেউ নিজেই বিয়ে করেছে... এতেও চরম ইমেজ সংকটে পড়েছে করোনা ভাইরাস!😣

তাছাড়া বাংলাদেশের ফেসবুকে তাকে নিয়ে জনগন আর মন্ত্রী'রা যেই হারে ট্রল করছে তাতে পৃথিবীর হাজার হাজার মানুষকে হত্যা করেও বাংলাদেশ থেকে পলাইতে চাচ্ছে "করোনা ভাইরাস"!

আল্লাহ সবাইকে হেফাজত করুন।ভাল খারাপ বুঝার তৌফিক দান করুন।এই গরীব জাতীকে রক্ষা করুন।

#কার্টেসী Saima Sultana Munni