Wednesday 9 December 2020

ফরাসিতে Relative Pronoun গুলোর ব্যবহার

 Relative Pronoun

Relative Pronoun বলতে আমরা Who, which, whom, that ইত্যাদি বুঝে থাকি।  ইংরেজিতে আমরা অনেক সময় ইচ্ছে করলে এটিকে বাদ দিতে পারলেও ফরাসিতে কখনো বাদ দেয়া যায় না। গুরুত্বপূর্ণ Relative Pronoun গুলোর ব্যবহার : 

                1.  Que বা Qu'

Whom, Which, That ইত্যাদি অর্থে সাধারণত que ব্যবহৃত হয়। Que সব সময় verb- এর object কে Replace করে।

Voici Mr Rahman que tu connais déjà.

C'est un livre français que j'aime

J'aime la voiture que Dilu a achetée.

               2. Qui

Who,which, That  ইত্যাদি অর্থে Qui ব্যবহৃত হয়।  এটি সবসময় verb-এর Subject কে Replace করে। 

Je voudrai acheter le livre qui est écrit par Mr Rahman.

               3.Où 

এটি সম সময় Time ও space কে Replace করে।তাই সাধারণত Où + Subject বসে।

Voici la maison où Mr Rahman vit.

              4. Ce que 

Which, বা What অর্থে এটি ব্যবহৃত হয় যার অর্থ দাঁড়ায় that, which এটি verb এর object হিসাবে ব্যবহৃত হয় : j'ai écrit  tout ce que vous avez dit.

je vais vous dire ce que j'ai fait.

                5. Ce qui 

এটি verb-এর  subject হিসাবে ব্যবহৃত হয়ে উপরেরটির মতো একই অর্থ প্রকাশ করে :

Dites-moi ce qui est arrivé.

Il n'y pas de libre française, ce qui EST important.

               6. Dont

এটি whose, of whom, of which অর্থে ব্যবহৃত হয়। 

Les livres dont nous avos parlé.

Sylhet est un endroit dont le thé est célèbre.

                7. Lequel 

which বা whom অর্থে এটি ব্যবহৃত হয়।  এটির আরো তিনটি রূপ আছে। laquelle, lesquels, lesquelles.

এটি সব সময় preposition -এর পূর্বে বসে এবং subject - এর Number ও gender-এর  সাথে agree হয় : 

La maison, à laquelle je vais vous conduire.

La fenêtre par laquelle est entré.

Sunday 22 November 2020

যারা অাগামি দিনে বাড়ী নির্মাণ করবেন তাদের জানা উচিত।

 যারা অাগামি দিনে বাড়ী নির্মাণ করবেন তাদের জানা উচিত।


> ১০" ওয়াল গাথুনীতে প্রতি ০১' (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।

> ০৫" ওয়াল গাথুনীতে প্রতি ০১' (স্কয়ার ফিট) > গাথুনীতে ০৫ টি ইট লাগে।

> গাথুনীর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।

> নিচের ছলিং এ প্রতি ০১' (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।


*পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।

-------------------------------------------------------

> ০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।

> সিএফটি অর্থাৎ ঘনফুট।

এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।

কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।

ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০" ÷ ১২ = ০.৮৩৩)

এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।

* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।

* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।

* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে


সিমেন্ট লাগে ২ ব্যাগ।

* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট

দিতে হয়।প্লাস্টারের ফ্রেশ সাইডে মসলার পুরুত্ব আধা ইন্চি এর রাফ সাইডে মসলার পুরুত্ব পনে এক ইঞ্চি বা 15 মিমি . . সিলিং প্লাষ্টারে ১:3 অনুপাতে সিমেন্ট দিতে হয়। এবং মসলার পুরুত্ব 6-7 মিমি . . বীম এবং কলাম সিলিং এর মতো

* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে =

০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।

* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২"*৪

১/২"*২ ৩/৪")

মসলাসহ = (১০"*৫"৩")

10 mm =1 cm

100 cm = 1 m (মিটার)

Convert

1" = 25.4 mm

1" = 2.54 cm

39.37" = 1 m

12" = 1' Fit

3' = 1 Yard (গজ)

1 Yard = 36"

72 Fit = 1 bandil.


# রডের হিসাব

---------------------------------------------

1" = 8 sut (সুত)

1/2" = 4 sut (সুত)

1/4 = 2 sut (সুত)

1/8 = 1 sut (সুত)

.125"

# রডের ওজন

--------------------------------------------------------

৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।

১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।

১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।

১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।

২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।

২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।

২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।


# খোয়ার হিসাব


* ১ টি ইটে = ০.৯ cft খোয়া হয়।

* ১০০ টি ইটে = ৯ cft খোয়া হয়।

* ১০০০ টি ইটে = ৯০ cft খোয়া হয়।


বালির হিসাব

* ১০০ sft ৫" গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।

* ১০০ sft ১০" গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।

ঢ়ালাই এর হিসাব

* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।

* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।


--------------------------------------------------------------------

কোন কাজ কখন শুরু হবে তা নির্ধারণের জন্য আসলে একটি নির্মানক্রমের প্রয়োজন হয়। এই নির্মানক্রম কে ইংরেজিতে প্রকৌশলীরা ‘কনস্ট্রাকশন সিকোয়েন্স’ বলে থাকেন। বাড়ি তৈরীর নির্মানক্রম কে দুই ভাগে ভাগ করা যায়।


১) কাঠামোগত বা স্ট্রাকচারাল কাজ।

২) সৌন্দর্য বর্ধণ বা ফিনিশিং কাজ।


এই দুই অংশ কে কয়েকটি ধাপে বা পর্যায়ে ভাগ করা যেতে পারে:-

ক) কাঠামোগত বা স্ট্রাকচারাল কাজ:-

---------------------------------------------

১- সরঞ্জাম সন্নিবেশ বা সাইট মোবিলাইজেশন।

২- ভূমি জরিপ ও ভূগর্ভস্থ মাটি পরীক্ষা।

৩- আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল নকশা চুড়ান্ত করা।

৪- ভবনের লে-আউট ও লেভেল দেয়া।

৫- পাইলিং করা (যদি প্রয়োজন হয়) ও মাটি কাটা।

৬- ফাউন্ডেশনের নিচে ব্লাইন্ড বা লীন কংক্রীট ঢালাই ও ইটের সোলিং করা।

৭- ফাউন্ডেশন ঢালাই।

৮- কলাম ঢালাই।

৯- বীম ও ছাদ ঢালাই।

১০- মেঝেতে ইটের লে-আউট দেয়া।

১১- ইটের গাঁথুনী করা।


খ) সৌন্দর্য বর্ধণ বা ফিনিশিং কাজ:-

--------------------------------------------

১- দরজার চৌকাঠ লাগানো।

২- জানালার গ্রীল লাগানো।

৩- বাথরূম ও কিচেন সহ ছাদের বাগানের স্যানিটারী ও প্লাম্বিং এর সব ধরণের পাইপ ফিটিং করা।

৪- বৈদ্যুতিক সুইচবোর্ডের দেওয়ালের ভিতরের অংশ লাগানো।

৫- ভিতরের প্লাষ্টার করা।

৬- বাইরের দিকের প্লাষ্টার করা।

৭- কিচেন ও বাথরূমের বেসিন বা সিঙ্কের স্ল্যাব ঢালাই ও কনসিল অংশ লাগানো।

৮- থাই-এলুমিনিয়াম জানালা বা দরজা লাগানো (গ্লাস সহ)।

৯- বাথরূম ও কিচেনের দেওয়ালের টাইলস লাগানো।

১০- সিলিং রং এর ১ম কোট দেয়া (সিলার বা পুটি সহ)।

১১- ঘরের ভিতরে বা বাইরে মেঝেতে ও সিড়িতে বা লিফটের দেওয়ালে টাইলস বা মার্বেল লাগানো।

১২- বৈদ্যুতিক তার টানা।

১৩- বাইরের ও ভিতরের দেওয়ালের রং এর ১ম কোট দেয়া।

১৪- দরজার পাল্লা ফিটিং করা।

১৫- বাথরূম ও কিচেনের ফিটিংস লাগানো।

১৬- বৈদ্যুতিক সুইচ বা সকেট লাগানো।

১৭- টাইলসের পয়েন্টিং করা।

১৮- ছাদের উপরের বাগানে মাটি ভরা ও সুইমিং পুলের টাইলস লাগনো।

১৯- বেজমেন্ট বা ছাদের উপর পেটেন স্টোন করা।

২০- কাঠের বার্নিশ ও দেওয়ালের চুড়ান্ত রং করা।


------------------------------------------------------------------------

কোয়ালিটি বা গুনগত মান::

.-----------------------------------------------------------------------

ক) কনস্ট্রাক্শন এর পুর্বে :

• সয়েল টেষ্ট বা মাটি পরিক্ষা: ভাল জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার দ্বারা মাটি পরিক্ষা করাতে হবে। কেননা এই পরিক্ষার উপর ভিত্তি করেই ইঞ্জিনিয়ার পরবর্তিতে ডিজাইন করবেন।

• পানি টেষ্ট: কনস্ট্রাকশন কাজে যেই পানি ব্যবহার করা হবে তা অবশ্যই পরিক্ষা করে নিতে হবে। কেননা পানির গুনাগুনের উপর কংক্রিট এর গুনাগুন নির্ভরশীল।

• পোকা-মাকড়: শুরুতেই যদি পোকা-মাকড় নিয়ন্ত্রন না করা যায় তাহলে ভবিষ্যতে বড় ধরণের দুর্ঘটনা ঘটাতে পারে।

.

খ) আর সি সি : 

• ডিজান ইঞ্জিনিয়ার প্রতিটি কাজের ধাপ গভীর ভাবে পর্যবেক্ষন করবেন এবং স্বাক্ষর দিবেন।

• কংক্রিট এর সুষম মিশ্রন হতে হবে।

• কংক্রিট ল্যব টেষ্ট করতে হবে নিয়মিত (সিলিন্ডার টেষ্ট)।

• আর সি সি কাজে অবশ্যই ভাইব্রেটর ব্যবহার করতে হবে এবং এই ব্যবহার হতে হবে সঠিক।

• সাটারিং অবশ্যই সময়ের আগে খোলা যাবে না।

• কংক্রিট এর কিউরিং সঠিক সময়ে এবং সঠিকভাবে করতে হবে।

.

গ) ব্রিক ওয়ার্ক ও প্লাস্টার

• শুকনা ইট ব্যবহার করা যাবে না। ভেজা ইট ব্যবহার করতে হবে।

• ১.২ মিটার এর বেশি উচ্চতায় একদিনে ইটের দেয়াল করা উচিৎ নয়।

• ৫ ইঞ্চি দেয়াল এর ক্ষেত্র প্রতি ৩.৫ ফুট পর পর ৬ মিলি রড দেওয়া ভাল। এতে ক্র্যাক হওয়ার সম্ভাবনা কম থাকে।

• জানালাতে সিল লেভেলে লিন্টেল ব্যবহার করা ভাল।

• বিম এবং দেয়াল এর জয়েন্টে মর্টার সাথে ধাতু মিশ্রিত পানি প্রতিরোধক কেমিক্যাল ব্যবহার করা উচিৎ।

• পাইপ এর উপর প্লাস্টার করার সময় চিকেন মেশ বা তার জালি ব্যবহার করতে হবে।.

.

ঘ) প্লাম্বিং

• এমন উপাদান ব্যবহার করতে হবে যা সহজে ক্ষয় বা ছিদ্র হয় না।

• প্রতিটি পাইপ এর প্রেসার বা চাপ শক্তি অবশ্যই পরিক্ষা করে নিতে হবে।

• পানি প্রতিরোধী হতে হবে। অর্থাৎ পানি যেন চুইয়ে বাইরে না আসে সেদিকে খেয়ার রাখতে হবে।

• বাথরুম বা গোসলখানা বা পায়খানাতে প্রয়োজনীয় স্লোপ বা ঢাল থাকতে হবে।

.

ঙ) ইলেকট্রিক

• ব্র্যান্ড ক্যাবল ব্যবহার করতে হবে।

• সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। যাতে করে দুর্ঘটনা না হয়।

• আর্থিং করতে হবে।

• লাইটেনিং এরেস্টার বা বজ্রপাত প্রতিরোধক ব্যবহার করতে হবে।

.

চ) কর্মদক্ষতা

• দক্ষ কর্মি নিতে হবে।

• সময় মত তদারকি করতে হবে

.

ছ) ভাল মানের মালামাল

• ব্র্যান্ড মালামাল ব্যবহার করতে হবে

• সব মালামাল গ্রহনের পুর্বে ভালভাবে পরিক্ষা করে নিতে হবে।

Collected:

Friday 23 October 2020

জঙ্গীলতা

 জলদি ৭১টিভিকে ডাইকা আন 😃দেশে জঙ্গীলতা পাওয়া গেছে🤪🥴

Wednesday 30 September 2020

পুনর্বিবেচনা বা রিএক্জামাঁ

 পুনর্বিবেচনা বা রিএক্জামাঁ

(ডম আজিল Dom'Asile এর ওয়েবসাইট থেকে সংগৃহীত)


আশ্রয়ে আবেদনের ‘পুনর্বিবেচনার’ জন্য অনুরোধ করতে প্রয়োজনীয় শর্ত কি?


আপনা আশ্রয়ের আবেদনের পুনর্বিবেচেনার জন্যে অনুরোধ করতে প্রয়োজনীয় শর্ত কি ?


যাতে অফপরা আশ্রয়ের জন্যে আপনার পুনর্বিচার এর আবেদন গ্রহন করে , আপনি আপনার দেশে এক বা একাধিক কোনো নতুন উপাদান যে প্রানবন্ত হুমকি ইঙ্গিত করে প্রস্তুত করতে হবে |


গুরুতপূর্ণ : যদি আফ্প্রা আপনার তথ্য নতুন তথ্য হিসাবে গ্রহণ না করে আপনার পুনর্বিচারের আবেদন গ্রহন করা হবে না |


নতুন ঘটনা বলে স্বীকার করা হবে ওইসব ঘটনা বা তথ্য যে আপনি আপনার পূর্ববর্তী আশ্রয় আবেদনের মধ্যে অফপরা বা CNDA কে জানান নি কারন এই ঘটনা আপনার আবেদনের চুড়ান্ত প্রত্যাখানের পরে জানতে পেয়েছেন |


নতুন তথ্য অগত্যা একটি লিখিত প্রমান নয় | আপনি ঘটনাটি সহজভাবে লিখে তার বিবেরণ প্রস্তুত করতে পারেন |


মনে রাখবেন- পুরাতন ঘটনার সংক্রান্ত কোন নতুন প্রমান, নতুন তথ্য নয় |


আপনার আশ্রয়ের পুনর্বিচারের আবেদন গ্রহন করা হবে না যদি আপনি যা ঘটনা প্রস্তুত করতেছেন তার উপরে অফপরা ইতিমধ্যে বিচার করে থাকে |


আমার কাছে নতুন তথ্য আছে - ‘পুনর্বিবেচনার’ পদ্ধতি কি?


আবেদন পর্যালোচনা পদ্ধতি


পর্যালোচনা [ রি-আপিল ] অনুরোধ জন্য কোনো সময় সীমা নেই| আপনি যত তাড়াতাড়ি একটি নতুন তথ্য পান আবেদন করতে পারবেন|


আবেদনের জন্য , আশ্রয়ের প্রথম পদ্ধতি অনুসরণ সর্ব প্রথম আপনার এলাকার একটি পাদা অফিসে প্রস্তুত হবা উচিত |

গুরুত্পূর্ন


2018 সালের একটি “ নতুন এসাইলাম আইন ” অনুযায়ী, প্যারিস অঞ্চলে [Ile de France-এ ] সবই আশ্রয় প্রার্থীকে একটি পূর্ববর্তী অ্যাপয়েন্টমেন্ট নিয়ে SPADA-এ ['আশ্রয় প্রার্থীদের প্রথম অভ্যর্থনা কেন্দ্র [SPADA ] প্রস্তুত হতে হবে |


২ মে 2018-এর নতুন আইনের মোতাবিক (প্যারিসের অঞ্চলে) সমস্ত নতুন আশ্রয় প্রার্থী [অথবা যে ব্যক্তি 'পুনরায় আপীল (রেয়েক্সামা)’ করতে চান) এই নম্বরে 01 42 500 900 করে একটি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে |


এই কল সেন্টারটি [call centre] OFII দ্বারা চালানো হচ্ছে । ফোনে, আপনাকে নিম্নলিখিত তথ্য প্রদান করতে হবে: আপনার নাম, জন্ম তারিখ, জাতীয়তা এবং আশ্রয় অনুরোধ (প্রথমবার বা পুনরায় আপীল) । টেলিফোন শুধুমাত্র একটি সেল ফোন [mobile phone] থেকে করতে হবে [কারণ এই ধরনে ofii জানতে পারবে যে আপনি কোন এলাকা থেকে ফোন দিচ্ছেন | সে এলাকার ['আশ্রয় প্রার্থীদের প্রথম অভ্যর্থনা কেন্দ্রে- SPADA] তে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে |


অ্যাপয়েন্টমেন্টের তারিখ ও সময় এবং SPADA-এর ঠিকানাটি আপনাকে SMS এর মাধ্যমে পাঠানো হবে।


আপনার এপয়েন্টমেন্টের দিনে আপনি এই SMS ' SPADA তে উপস্থাপন করবেন | SPADA তে আপনি আপনার চিঠি পত্র প্রয়োজনে একটি ঠিকানা [ডমিসিলিয়েশান] এবং প্রিফেকচার (Guichet Unique)এর একটি অ্যাপয়েন্টমেন্টের পাবেন|


পরবর্তিতে গিছে ইউনিক [একক দফতের] থেকে ‘ অফপরা বই এবং আশ্রয় প্রার্থীদের প্রত্যায়েন [ADDA] পাবেন | অফপরা বই পূর্ণ করে ৮ দিনের ভিতরে অফপরা কে পাঠাতে হবে |


OFPRA দ্বারা আপনার রি-আপিলের আবেদ প্রত্যাখ্যানের পরে, আপনি যদি সিএনডিএ-তে আপীল করেন তবেও ফ্রান্সে আপনার লিগাল স্টেটাস বাতিল| প্রিফেকচার আপনার রিসিপিসী রিনিউ করবে না এবং আপনাকে একটি চিঠির মাধ্যমে ফ্রান্স ছাড়ার আদেশ জারি করতে পারে |

Sunday 16 August 2020

French Lesson


Hi 

J'ai faim_ জে_ ফা=আমার আছে খিদে/i'am hungry 
J'ai soif _জে সোয়াফ _আমার আছে তৃষ্ণা /আমার তৃষ্ণা পেয়েছে ।

J'ai mal_জে মাল=আমার আছে ব্যথা।
J'ai mangé _ জে মজে =আমি খেয়েছি।
J'ai joué _জে জুয়ে =আমি খেলেছি।
J'ai parlé _ জে পাখলে =আমি কথা বলেছি।

eux/aux/an/en/👈উচ্চারণ (অ) হবে😊

Merci 😑












Saturday 13 June 2020

ফ্রান্সে চুরের সাজা এবং টম জেরি খেলা

গতকাল একটা সাইকেল চুরির ভিডিও দিয়েছিলাম,
১ মিনিটের কম সময় চুরিটা করেছে।
সেখানে বেস কয়েকজন কমেন্ট করেছে পুলিশ কেন ফোন না করে ভিডিও করতে গেলাম, এক ভদ্রলোক ফ্রান্স ভাসায় আমাকে গালিও দিয়ে দিলেন।

gare saint lazar কাজ করার সুবাদে চুরের কি বিচার দেখা হয়ে গিয়েছে,  হাতে নাতে চুর ধরা পরার পরেও সুদু মাল ফিরত নিয়ে একটা মামলা লিখে চুর ছেরে দেয়া হয়।
গারের ভিতর চুর পুলিশের খেলা হয়, চুর আর পুলিশ একি সাথে বসে কফি খায়।

এক আরবি চুরকে বললাম চুরি করলে এই দেশে আদলি কেন?
চুর বললো এই দেশে চুরি করলে কিছু করে না, আলজেরিয়াতে মানুষ ধরে মেরে ফেলে।

আমি নিজেই চুরির শিকার হয়েছি গত বছর,
আমার ম্যারির বাসা ছিলো।
বাসার সামনে থেকে ৫ দিনে ৩ বার চুরি হয়েছে, আমার উপর হামলা হয়েছে, মামলা করেছি ২ টা।
পুলিশের কাছে অনুরোধ করেছি যে আমার সাথে চল ওরা ওখানে প্রতিদিন বসে আড্ডা দেয়, আমি চিনি।
পুলিশ আসে নাই, পরের দিন চুর আমাকে বলে মামলা করছি কেন?
চুর আমার কপাল ফাটিয়ে দিলো, একজন দুইজন না ১৫ থেকে ২০ জনের চুরের দল ছিলো,  এমি আর আমার এক বন্ধু ছিলাম ।
শেষমেশ ম্যারির বাসা ছেরে চলে আসতে হল।

প্লাস ক্লিশিতে কাজ করার সময়, চুর ধরলাম আমি আর আমার খালাতো ভাই।
চুর ধইরা যেনো অপরাধ করে ফেললাম,  পুলিশ আসলো এক ঘন্টা তুরি বকবক করে দোকান বন্ধ রাখলো।
চুর সাথে নিয়ে গিয়ে রন্দেভু ধরিয়ে দিলো, থানায় যাওয়ার পরে চুর নাই।
বলে দিলো মামলা করলে অনেক যামেলা, কিছুতো নিতে পারে নাই। ছেরে দেই আর যাবে না।

যেই দোকানে দারিয়ে ভিডিও করেছি, এক দোকানে ও চুরি হয়েছিল,
ভিডিও পুলিশের হাতে ধাকার পরেও ১ বিছর লেগেছে চুরকে ধরতে, ১ বছর পর মালিককে থানায় থেকে ফোন দিয়েছে চুর কি এটাই ছিলো  জানার জন্য।
মালিক বলে আসছে চিনি না, কারণ চিনলে আবার আসবে, না হলে চুরের দল পাঠাবে।

এই দেশে চুরেরাই সাধিন, না হলে জিলে জোন আন্দোলনের সময় এই ভাবে ডাকাতি করে পার পেয়ে যেতো না।

চুরের শাস্তির একটা উদাহরণ দিয়ে যাই, এক চুর প্রতিদিন কফি খেতে আসে, একদিন বলতেছে কয়দিন ভাল হয়ে থাকতে হবে, আমি জানতে চাই কেনো?
চুর বলে তার সাজা হয়েছে,  জানতে চাইলাম কি সাজা?
চুর বললো ২ মাস শনিবার গিয়ে থানায় মিছামিছি করে দিতে হবে সারাদিন।

এই হলো চুরের সাজা।

যারা মনে করতেছেন পুলিশকে ফোন দিলেই মহান কাজ হয়ে যেতো,  তারা ভুল ভাবতেছেন।

এই দেশে চুরি করার জন্যে অসংখ্য চুর এসেছে এই কারণে যে এখানে চুরি করলে কিছু হয় না, ২ বছর চুরি করবে দেশে চলে যাবে।

২ বছর চুরি করে নেশা হয়ে যায়, আর ফিরে যায় না।
তাই আমরা মাঝে মাঝেই চুরের খপ্পরে পরে যাই।

Tuesday 9 June 2020

Links of 2000 books

এখানে দুই হাজার বই এর লিংক দেয়া আছে। প্রায় সকল প্রকার দেশী বিদেশী বই পেতে পারেন। কিছু ওয়েব সাইড ব্লকড দেখাতে পারে। সেক্ষেত্রে VPN ব্যাবহার করুন। BCS/চাকরির বইসহ প্রয়োজনীয় প্রায় ২ হাজার বইয়ের pdf, বইগুলো লেখকের নাম ও ধরন অনুযায়ী আলাদা ফোল্ডার করা আছে।

বন্ধের সময়টা বাসায় পড়ার মত বই না পেলে এখান থেকে নিতে পারেন।
✅ ২,০০০ বইয়ের ডাউনলোড লিংকঃ

https://drive.google.com/drive/u/0/mobile/folders/1QJq0YHa7ZL0HDhsS7LrJ6CCWRwLmjmkA

✅ ১৪০০ বইয়ের ডাউনলোড লিংকঃ
https://drive.google.com/drive/mobile/folders/1dgkfYgaG9HksnFL1MWyTH8ivwPb8CFev?fbclid=IwAR33xEa3jkGOcU71d1Pzs0YQGN_1ApYypOpKzt_uue0H5dCvEMKl9CvAhMI

✅ নিজের পছন্দের তালিকা থেকে পড়ে ফেলুন বইঃ

১.মিছির আলি সিরিজ
https://bdebooks.com/genre/misir-ali/
2.আনিসুল হক
https://bdebooks.com/genre/anisul-hoque/
৩.বেগম রোকেয়া
https://bdebooks.com/genre/begum-rokeya/
৪.আহমদ ছফা
https://bdebooks.com/genre/ahmed-sofa/
৫.সমরেশ মজুমদার
https://bdebooks.com/genre/samaresh-majumdar/
৬.ফেলুদা সিরিজ
https://bdebooks.com/genre/feluda/
৭.কাকাবাবু সিরিজ
https://bdebooks.com/genre/kakababu/
৮.শুভ্র সিরিজ
https://bdebooks.com/genre/shuvro/
৯.গোয়েন্দা সিরিজ
https://bdebooks.com/tin-goyenda-pdf-books/
১০.মাসুদ রানার ৪৫০+ বই
https://bdebooks.com/masud-rana-books/
১১.বঙ্কিমচন্দ্রের বই
https://bdebooks.com/genre/bankim-chandra-chattopadhyay/
১২.হুমায়ূন আহমেদের বই
https://bdebooks.com/genre/humayun-ahmed/
১৩.হুমায়ুন আজাদ
https://bdebooks.com/genre/humayun-azad/
১৪.ইমদাদুল হক মিলন
https://bdebooks.com/genre/imdadul-haq-milon/
১৫.জীবনানন্দ দাশ
https://bdebooks.com/genre/jibanananda-das/
১৬.কাজী নজরুল ইসলাম
https://bdebooks.com/genre/kazi-nazrul-islam/
১৭.মাইকেল মধুসূদন দত্ত
https://bdebooks.com/genre/michael-madhusudan-dutta/
১৮.মুহাম্মদ জাফর ইকবাল
https://bdebooks.com/genre/muhammed-zafar-iqbal/
১৯.তসলিমা নাসরিন
https://bdebooks.com/genre/taslima-nasrin/
২০.সৈয়দ শামসুল হক
https://bdebooks.com/genre/syed-shamsul-haque/
২১.তাহনিমা আনাম
https://bdebooks.com/genre/tahmima-anam/
22.কাশেম বিন আবু বকর
https://bdebooks.com/genre/kasem-bin-abubakar/
২৩.মুনীর চৌধুরী
https://bdebooks.com/genre/munier-choudhury/
২৪.আখতারুজ্জামান ইলিয়াস
https://bdebooks.com/genre/akhtaruzzaman-elias/
২৫.জহির রায়হান
https://bdebooks.com/genre/zahir-raihan/
২৬.সুমন্ত আসলাম
https://bdebooks.com/genre/sumanto-aslam/
২৭.আল মাহমুদ
https://bdebooks.com/genre/al-mahmud/
২৮.সৈয়দ মুজতবা আলী
https://bdebooks.com/genre/syed-mujtaba-ali/
২৯.আহমদ শরীফ
https://bdebooks.com/genre/ahmed-sharif/
৩০.মানিক বন্দোপাধ্যায়
https://bdebooks.com/genre/manik-bandopadhyay/
৩১.রবীন্দ্রনাথ ঠাকুর
https://bdebooks.com/genre/rabindranath-tagore/
৩২.আশাপূর্ণা দেবী
https://bdebooks.com/genre/ashapurna-devi/
৩৩.শরৎচন্দ্রের বই
https://bdebooks.com/genre/sarat-chandra-chattopadhyay/
৩৪.সত্যজিৎ রয়
https://bdebooks.com/genre/satyajit-ray/
৩৫.আত্মজীবনী
https://bdebooks.com/genre/autobiography/
৩৬.গল্পসমগ্র
https://bdebooks.com/genre/samagra/
৩৭.হরর বুকস
https://bdebooks.com/genre/horror/
৩৮.ঐতিহাসিক
https://bdebooks.com/genre/historical/
৩৯.মুক্তিযুদ্ধের বই
https://bn.bdebooks.com/genre/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%87/

✅ Cambridge IELTS  1 - 14 সকল বইয়ের ডাউনলোডের লিঙ্কঃ (Mega Apps ) https://bit.ly/2x69Zyv
তারপরেও ডাউনলোডে সমস্যা হলে
২ নম্বর লিঙ্ক (Onedrive) http://tiny.cc/f79onz

✅ IELTS Listening and Speaking Skills ভালো করার জন্য পুরো বইয়ের ডাউনলোডের লিঙ্ক (উত্তরপত্র এবং অডিও সহ)
পুরো সিরিজ ডাউনলোডের জন্য লিঙ্ক ১ (Mega Apps)
https://bit.ly/2VxjTTf
✅ বিসিএস প্রিলিমিনারি ও লিখিত সিলেবাস এবং বোর্ড বই ।
গুগল  ড্রাইভ ডাউনলোড লিংক :
#BCS SYLLABUS
1. Preliminary Syllabus - http://bit.ly/2PWBKyW
2. Written Syllabus - http://bit.ly/2r3DPR1
#বিসিএস এর প্রয়োজনীয় বোর্ড বই (৬ষ্ঠ শ্রেণি)
১. গণিত - http://bit.ly/2M8p6vH
২. বাংলা ব্যাকরণ ও নির্মিতি - http://bit.ly/2rQoTX4
৩. বিজ্ঞান - http://bit.ly/2rYTPV0
৪. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - http://bit.ly/2tnPP0v
৫. বাংলাদেশ ও বিশ্বপরিচয় - http://bit.ly/2S4fLZx
#বিসিএস এর প্রয়োজনীয় বোর্ড বই (৭ম শ্রেণি)
১. বাংলা ব্যকরণ ও নির্মিতি - http://bit.ly/2sCKQJ2
২. গণিত - http://bit.ly/2tqWRS9
৩. বিজ্ঞান - http://bit.ly/36OsXpA
৪. বাংলাদেশ ও বিশ্বপরিচয় - http://bit.ly/36N5CEv
৫. English Grammar and Composition- http://bit.ly/2YZBFys
৬. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - http://bit.ly/2rYHXCn
#বিসিএস এর প্রয়োজনীয় বোর্ড বই (৮ম শ্রেণি)
১. বাংলা ব্যকরণ ও নির্মিতি - http://bit.ly/2Z0yUwM
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - http://bit.ly/2rYHXCn
৩. English Grammar and Composition- http://bit.ly/2S3pxeo
৪. বাংলাদেশ ও বিশ্বপরিচয় - http://bit.ly/2sFZr6m
৫. বিজ্ঞান - http://bit.ly/2r5kK0Z
৬. গণিত - http://bit.ly/2sDFtcz
#বিসিএস এর প্রয়োজনীয় বোর্ড বই (৯ম শ্রেণি)
১. বাংলা ভাষার ব্যাকরণ - http://bit.ly/36TGAE1
২. গণিত - http://bit.ly/2S32lNd
৩. English Grammar and Composition - http://
bit.ly/2PAUhSl
৪. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - http://bit.ly/38NzWAJ
৫. বিজ্ঞান - http://bit.ly/38TwXqo
৬. পদার্থবিজ্ঞান - http://bit.ly/2PWwpHH
৬. রসায়ন - http://bit.ly/35BmIF8
৭. জীববিজ্ঞান - http://bit.ly/38USgrY
৮. উচ্চতর গণিত - http://bit.ly/34zhfgW
৯. ভূগোল ও পরিবেশ - http://bit.ly/34EJZ8c
১০. পৌরনীতি ও নাগরিকতা - http://bit.ly/36MVMm7
১১. বাংলাদেশ ও বিশ্বপরিচয় - http://bit.ly/2rQs1SO
১২. বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা - http://bit.ly/2r9ZV4A

✅ বাংলা একাডেমী প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ -দ্বিতীয় খণ্ড
[গুগোল ড্রাইভ লিংক](https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fdrive.google.com%2Fopen%3Fid%3D1VtKcbU42VYyzk47VspgZIaqLbXIxnoiV%26fbclid%3DIwAR3bMUeLAr7fotJ-jxuoFPc-e8PaNlJmQED01BPg08xPFpVqxBjKhWaupOY&h=AT3H9_XmtA_BY2IFHq6gxsib9PdUB9T0VoeP1lytkI1U443KgdqHzUNRd5ZjtrQmbgdV6wSkT5-vSmpsPQvEpRREWQ3FEMVRGM82bLUCYalLN7swE53v8jnCPGEfhHRhN4eZ)

✅ MP3 সিরিজ ২০২০ এর সকল বইয়ের ডাউনলোড লিংকঃ
https://onlinebcs.com/2020/04/26/mp3-books-pdf-download-2020/

✅ বি‌সিএস প্রি‌লির জন্য দরকারী বই‌য়ের পি‌ডিএফ ডাউন‌লোড লিংকঃ

♦MP3 বাংলা
https://drive.google.com/file/d/1m2uxC7ciQ2P9l-lpcDd62SWpY-eXZgUK/view?usp=drivesdk
♦বাংলা বিদ্যার সিস্টেম
http://www.mediafire.com/file/l73dva2ok14nfkb/Bangla+Bidyar+System.pdf
♦বিসিএস প্রিলি বাংলা সাহিত্য
http://www.mediafire.com/file/haayf1fll8vxqww/Bangla+Litarature+By+Mirazul+Islam.pdf
♦শীকর - মহসীনা নাজিলা
http://www.mediafire.com/file/mrhkhiy109dsopo/Shikar+by+Mohsina+Nazila.pdf

ইংরেজি
♦জর্জ MP3 English Review
http://www.mediafire.com/file/qb4r9fxnvn7cvn0/MP3+English+Review.pdf
♦English for competitive exam
http://www.mediafire.com/file/hi9wmasxotifmz9/
♦ A Compilation of Preli Questions of English Literature of last 18 years by Samad Azad
http://www.mediafire.com/file/x7lt8mle2y7mpmh/A+compilation+of+last+18+years%27+preli+questions+of+English+Literature+by+Samad+Azad.pdf

গণিত
♦প্রফেসরস গণিত স্পেশাল
http://www.mediafire.com/file/30qij721lvkqm2y/Professor%27s_Gonit_Special.pdf
♦আরিফুর রহমানের শর্টকাট ম্যাথ
http://www.mediafire.com/file/le33km2eet3wouk/Short+Cut+Math+by+Arifur+Rahman.pdf
♦ওরাকল মানসিক দক্ষতা
https://drive.google.com/file/d/1tRPSTM5uYYkNhSzdfNsbZhEtYadYfZkM/view?usp=drivesdk

বাংলাদেশ ও আন্তর্জাতিক
♦জর্জ MP3 বাংলাদেশ
https://drive.google.com/file/d/17IkvSs2Nus9MYBeUES8SPFPbmxgrYoNN/view?usp=drivesdk
♦জর্জ MP3 অান্তর্জাতিক
https://drive.google.com/file/d/1FHlu-LaKk91rK_Rd9mFWtUCLclWig71L/view?usp=drivesdk
♦সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান - মান্না দে রচিত (কনফিডেন্স রিসার্চ ওয়ার্ক প্রকাশিত)
http://www.mediafire.com/file/66dzs0wbjwj38h8/

বিজ্ঞান ও প্রযুক্তি
♦জর্জ MP3 দৈনন্দিন বিজ্ঞান
https://drive.google.com/file/d/1_Za1a5qNyZv8ZvRHDHBNEymNQOOzwucw/view?usp=drivesdk
♦ ইজি কম্পিউটার
https://drive.google.com/file/d/1EmmC2lz5mlZTsvC6I2nKEQ_zu4umJ4vb/view?usp=drivesdk

ভূগোল ও নৈতিকতা মূল্যবোধ
♦ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বিসিএস প্রিলিমিনারি
১- জর্জ সিরিজ -
http://www.mediafire.com/file/g2f27s6uf4k2lt3
২- জয়কলি প্রকাশন -
http://www.mediafire.com/file/idec7dyyvr4fu8y
♦সামাদ আজাদ ভাইয়ের ভূগোল নোট
http://www.mediafire.com/file/zq8r0dr7oqi11x1/ভূগোল-ও-পরিবেশ-Notes.pdf
♦অ্যাসিউরেন্স ভূগোল,নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন
http://www.mediafire.com/file/400n4dobkdmou0i/Assurance+Ethics%2C+Values%2C+Good+Governance+and+Geography.pdf
♦ ভূগোল ও পরিবেশ বোর্ড বই
http://www.mediafire.com/file/h2qq66bavr2wbae/Bhugol+o+Poribesh+%289-10%29.pdf

এমপ্রি থ্রি ইজি কম্পিউটার।
https://drive.google.com/file/d/1MYQbjgdmRVXrLs-jDv-lAdffgtlon6-c/view?usp=drivesdk

জর্জ আন্তর্জাতিক
https://drive.google.com/file/d/1-KjV162Ua19Nwe8VoxizTIMoFiZsAvuv/view?usp=drivesdk

✅  ১০ টি বইয়ের PDF ফাইলের লিংক

◑ MP3 সাধারণ জ্ঞান - বাংলাদেশ | MP3 Bangladesh Affairs -PDF Download
https://book.exambd.net/2019/07/mp3-mp3-bangladesh-affairs-pdf-download.html

◑ MP3 International Affairs | MP3 সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক - PDF কপি
https://book.exambd.net/2019/07/mp3-internal-affairs-mp3-pdf.html

◑ নবম-দশম শ্রেণির পুরাতন রসায়ন বিজ্ঞান বই - Pdf Download
https://book.exambd.net/2020/02/class-9-10-chemistry-old-book-pdf.html

◑ Govt. Bank Recruitment Guide - By Arifur Rahman - PDF ফাইল
https://book.exambd.net/2020/04/govt-bank-recruitment-guide-by-arifur.html

⊕ Professor's Job Solution Edition 2019 - Part1 pdf ]
https://book.exambd.net/2020/01/professos-job-solution-part-1-2019-pdf.html
.
◑ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf সহ
https://www.exambd.net/2020/04/int-org-headquarters.html

◑ Khairul's Bank Written Math- Full Book Pdf ফাইল
https://book.exambd.net/2020/04/khairul-bank-written-math-full-book-pdf.html

◑ প্রাইভেট ব্যাংক রিটেন ম্যাথ স্যলুশন ২০১৮ - PDF ফাইল
https://book.exambd.net/2019/03/private-bank-written-math-solution-2018.html

◑ ব্যাংক ডাইজেস্ট বাংলা সাহিত্য - PDF ফাইল
https://book.exambd.net/2020/04/bank-digest-bangla-literature-pdf_8.html

◑ Phenom's Recent Bank Solution 2016 - 2019 -PDF ফাইল
https://book.exambd.net/2020/04/phenom-recent-bank-solution-2016-2019.হত্মল

প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করে নিবেন।

✅ অতি প্রয়োজনীয় কিছু বই যা বিসিএস,ব্যাংকসহ অন্যান্য চাকরির পরীক্ষায় খুবই সহায়ক।
ব্যাংকের জন্য indiabix এবং  Pearson's Guide বইঃ

Board Books
Class 6 Mathematics
(Bangla) http://www.mediafire.com/file/rbf68mzn0f9ukn0/Mathematics+%28S ix%29.pdf

Class 7 Mathematics
(Bangla) http://www.mediafire.com/file/171p4idmn2xyod5/Mathematics+%28S even%29.pdf

Bangladesh o Bissho
Porichoy http://www.mediafire.com/file/bnujon5yosdq1vb/Bangladesh+o+Biss ho+Porichoy+%28Class+7%29.pdf

Class 8 Mathematics
(Bangla) http://www.mediafire.com/file/5i67nz8wjx42her/Mathematics+%28Ei ght%29.pdf

Bangladesh o Bissho
Porichoy http://www.mediafire.com/file/nnbc14d0bg1c6yu/Bangladesh+o+Biss ho+Porichoy+%28Class+8%29.pdf

Class 9-10

Bangla Shahitto
Shongkolon http://www.mediafire.com/file/gdshl4q9bcqs8jz/Bangla+Shahitto+
Shongkolon+%289-10%29.pdf

Maddhomik Bangla
Bakoron http://www.mediafire.com/file/9ewqg6clcrh661g/Maddhomik+Bangla +Bakoron.pdf

Rochona
Shombhar http://www.mediafire.com/file/ao72vj6pjm4f95q/Rochona+Shombh ar.pdf

English Grammar and
Composition http://www.mediafire.com/file/06i9r10uabpb0yv/English+Gramm ar+and+Composition+%28Class+9-10%29.pdf

Higher
Math http://www.mediafire.com/file/ti0kw1jv97t6b9e/Ucchotoro+Gonit+%28Cl ass+9-10%29.pdf


Bangladesher Itihash o
Bishshoshobbhota http://www.mediafire.com/file/dc62n8h6fci2akb/Bangladesh er+Itihash+o+Bisshoshobbhota+%289-10%29.pdf

Bangladesh and Global Studies (English
version) http://www.mediafire.com/file/la75h2n5ukytd3n/Bangladesh+%26+Gl obal+Studies+%289-10%29.pdf

Mathematics
(Bangla) http://www.mediafire.com/file/1a6h2ojbsxhkh0s/Mathematics+%28Ni ne-Ten%29+%28English+Version%29.pdf

Mathematics
(English) http://www.mediafire.com/file/1a6h2ojbsxhkh0s/Mathematics+%28N ine-Ten%29+%28English+Version%29.pdf

Science http://www.mediafire.com/file/xzo7j1x5ezr4dbf/Science+%289-
10%29.pdf

Physics http://www.mediafire.com/file/jfx6xc9tg4xyu47/Physics+%289-
10%29.pdf

Chemistry http://www.mediafire.com/file/h9u0trf7czf93v6/Chemistry+%289-
10%29.pdf

Biology  http://www.mediafire.com/file/igzjyxsy71d05yb/Biology+%28910%29.pdf

Pouroniti http://www.mediafire.com/file/5j15lxvzs1mx6le/Pouroniti+%289-
10%29.pdf

Bhugol o
Poribesh http://www.mediafire.com/file/h2qq66bavr2wbae/Bhugol+o+Poribesh +%289-10%29.pdf

 
BCS Preliminary Ebook

Assurance
Digest http://www.mediafire.com/file/lva8ib1s3vqithl/Assurance+Digest.pdf


BCS Written Ebooks


35 BCS Professor Bangla
http://www.mediafire.com/file/q9 nyq88jjz7lu28/35+BCS+Professor+Bangla.pd f

35 BCS Professor English
http://www.mediafire.com/file/60gt205f5xh1ux9/35+BCS+Professor+English.p df

MP3 English Review
http://www.mediafire.com/file/qb4r9fxnvn7cvn0/MP3+English+Review.pdf

35 BCS Professor Bangladesh
http://www.mediafire.com/file/g1k02z8pub47220/35+BCS+Professor+Banglad esh.pdf

35 BCS Professor International Affairs
http://www.mediafire.com/file/13pltz84gntat5q/35+BCS+Professor+Internatio nal.pdf

35 BCS Oracle Mathematical Reasoning
http://www.mediafire.com/file/rbopvo84e67a4r6/35+BCS+Oracle+Mathematic al+Reasoning.pdf

35 BCS Oracle Mental Ability
http://www.mediafire.com/file/y3la2fzuk369cqf/35+BCS+Oracle+Mental+Abili ty.pdf

35 BCS Professor General Science and Tech.
http://www.mediafire.com/file/hqcfdpngb56k4qo/35+BCS+Professor+General+ Science+and+Tech..pdf

 
Assurance Ethics, Values, Good Governance and Geography
http://www.mediafire.com/file/400n4dobkdmou0i/Assurance+Ethics%2C+Val ues%2C+Good+Governance+and+Geography.pdf


English Ebooks


The Anatomy of English Sentence
http://www.mediafire.com/file/1y8cbd1z2ssbs69/The+Anatomy+of+English+Se ntence.pdf

Effective Writing Skills for Advanced Learners
http://www.mediafire.com/file/k3885tiwvaadwbe/Effective+Writing+Skills+for +Advanced+Learners_2.pdf

Common Mistakes by T J Fitikids
http://www.mediafire.com/file/x7ix1bh7ns8n6l6/Common+Mistake+by+TJ+Fit ikids%28english+to+bangla%29.pdf

A Systematic Approach to Critical Reasoning [Analytical Ability Book I] http://www.mediafire.com/file/4brua26na2kc8 dd/A+Systematic+Approach+to +Critical+Reasoning+%26+Analytical+Ability+Book+I.pdf

English Grammar and Composition by Wren N Martin
http://www.mediafire.com/file/9egp6ybvzr98uv4/English+Grammar+and+Com position+by+WrenN+Martin.pdf

How English Works - A Grammar Practice Book by Michael Swan and Catherine Walter
http://www.mediafire.com/file/k5uu64cac0qo8l7/How+English+Works++A+Grammar+Practice+Book.pdf

English Irregular Verbs by McGRAW HILLS
http://www.mediafire.com/file/6zli2jyu50j39j4/English+Irregular+Verbs+by+ McGraw+Hills.pdf

WordMap Version 2.0
http://www.mediafire.com/file/zmvoobo2vc493lk/WordMap-Version-2.0.pdf




Bangla Ebooks

Sheikh Mujib Amar Pita By Sheikh Hasina
http://www.mediafire.com/file/6vqr59m7qo45vm6/%E0%A6%B6%E0%A7%87
%E0%A6%96+%E0%A6%AE%E0%A7%81%E0%A6%9C%E0%A6%BF%E0%A6 %AC+%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0+%E0%A6%AA%
E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE+-
+ %E0%A6%B6%E0%A7%87%E0%A6%96+%E0%A6%B9%E0%A6%BE%E0%A
6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE.pdf

Shikar By Mohsina Nazila http://www.mediafire.com/file/mrhkhiy109dsopo/Shikar+by+Mohsina+Nazila.
pdf

Bangla Bidyar System
http://www.mediafire.com/file/l73dva2ok14nfkb/Bangla+Bidyar+System.pdf

Ashamapto Attojiboni By Sheikh Mujibur Rahman
http://www.mediafire.com/file/7xin4l1grw4qfw1/Ausamapta+Atmajiboni+by+S heikh+Mujibur+Rahman+%5Bamarboi.com%5D%282%29.pdf

Lal Nil Dipaboli By Humayun Azad
http://www.mediafire.com/file/jmx3exni3pbtb10/Lal+ Nil+Dipaboli+by+Humay un+Azad.pdf

Kato Nadi Sharobar By Humayun Azad
http://www.mediafire.com/file/l35b447vhide2x6/Kato+Nadi+Sharobar+Ba+Ba ngla+Bhashar+Jiboni+-
+ So+Many+Rivers+and+Lakes+or+A+Biography+of+the+Bengali+Language+b y+Humayun+Azad.pdf

Shadhinota Juddher Dolilpotro By Hasan Hafizur Rahman
http://www.mediafire.com/file/qd6w32g9881l99o/Sadhinota+Juddher+Dolilpo tro+-Hasan+Hafijur+Rahman.pdf

Charompatro By M. R. Akhter Mukul
http://www.mediafire.com/file/kwi0e8ygr5gjgl6/Charompatra+by+M.+R.+Akht ar+Mukul.pdf

Ami Bijoy Dekhechi By M. R. Akhter Mukul
http://www.mediafire.com/file/gn8gua78v0eafa1/Ami+Bijoy+Dekhechi.pdf Amar Dekha Rajnitir Ponchash Bochor By Abul Monsur Ahmod
http://www.mediafire.com/file/qh6y784xyhylsow/Amar_Dekha_Rajnitir_50_B ochor_by_Abul_Monsur_Ahmod.pdf

Chotoder Rajniti Chotoder Orthoniti By Prof. Nihar Kumar Sarker
http://www.mediafire.com/file/v4w0bgw4o4otz2g/Chotoder_Rajniti_Chotoder _Orthoniti.pdf

Madhya Juger Sreshtho Kabita
http://www.mediafire.com/file/qzsgug8y91d298c/Madhyo+Juger+Shrestho+Ko bita.pdf

 
Computer/ICT Related Ebooks

Easy Computer
http://www.mediafire.com/file/r7nnio2hbltde9b/Easy+Computer.pdf
 
Computer and Technology
http://www.mediafire.com/file/i7ag043dxave87e/Computer_and_Technology.p df  

Information and Communication Technology (Class XI-XII) By Mujibur Rahman http://www.mediafire.com/file/nyi7djob10j4s1c/Information+%26+Communica tion+Technology+by+Mujibur+Rahaman+%5BClass+XI-XII%5D.pdf  

Information and Communication Technology (Class XI-XII) By Gobindo Chndro Ray
http://www.mediafire.com/file/asf591ovg6xobmq/Information+and+Communic ation+Technology-Class+XI-XII+%282013+Edition%29.pdf

Other Ebooks

Principles of International Relations By Md Abdul Halim
http://www.mediafire.com/file/39tlrf78f977rh0/Principles+of+International+R elations_Md_Abdul_Halim.pdf

Antorjatik Shomporko, Shongothon o Pororashtroniti By Shah Md. Abdul Hi http://www.mediafire.com/file/jslo55akeofx99j/Antorjatik+Shomporko%2C+Sh ongothon+o+Pororashtroniti+by+Shah+Md.+Abdul+Hi.pdf


A Brief History of Liberation War
http://www.mediafire.com/file/e1u99f8qnl7fwd7/A+Brief+History+of+Liberati on+War.pdf

A Compilation of Collections for 35 BCS Written By Dream-Catcher Mozahid http://www.mediafire.com/file/o1lc6kop6afk464/A+compilation+of+collections +for+35+written-pdf+by+Dream-catcher+Mozahid.pdf

Economic Review 2015 (Bangla)
http://www.mediafire.com/file/mios4p72bc3qbux/Bangladesh+Economic+Revi ew+2015+%28Bangla%29%282%29.pdf  

Economic Review 2016 (Bangla)
http://www.mediafire.com/file/v3nvv9fp8qeuerr/Bangladesh+Economic+Revie w+2016+%28Bangla%29.pdf

Bangladesh in 2015: Progress and Development
http://www.mediafire.com/file/6rpmugy5m9zdupx/Bangladesh+in+2015+Progress+and+Development%282%29.pdf

Shortcut Math by Arifur Rahman
http://www.mediafire.com/file/le33km2eet3wouk/Short+Cut+Math+by+Arifur
+Rahman.pdf

Bhugol o Pribesh note (class 9-10) by Samad Azad http://www.mediafire.com/file/x7lt8mle2y7mpmh/A+compilation+of+last+18+ years%27+preli+questions+of+English+Literature+by+Samad+Azad.pdf

BCS Preliminary Subjective Notes by Samad Azad
http://www.mediafire.com/file/6rzby3y03fs683p/BCS_Preliminary_Subjective
_Notes_by_Samad_Azad.pdf

Ten Recent Articles for BCS Written by Samad Azad
http://www.mediafire.com/file/56592w9eafx861a/Ten_Recent_Articles_for_W ritten_By_Samad_Azad_Print_Version_.pdf

A Compilation of Preli Questions of English Literature of last 18 years by Samad Azad http://www.mediafire.com/file/x7 lt8mle2y7mpmh/A+compilation+of+last +18+ years%27+preli+questions+of+English+Literature+by+Samad+Azad.pdf Noitikota
http://www.mediafire.com/file/80dsg8bdgxzm8d3/Noitikota_3.pdf

Bangla Probad-Probochon
http://www.mediafire.com/file/ck05f146nt9lrfn/bangla_pravada.pdf

GMAT Official Guide 2016
http://www.mediafire.com/file/x9cnchyv79humw9/GMAT+Official+Guide+201
6.pdf

Longman Toefl Complete Course 2001
http://www.mediafire.com/file/ju3qmwyghxna3wo/LONGMAN+TOEFL+COM
PLETE+COURSE+2001.pdf

Nova GRE Math Bible
http://www.mediafire.com/file/7w3ehnbdh301f4d/Novas+GRE+Math+Bible.pd f

Bank Related pdf/ebooks

The Pearson Guide to Quantitative Aptitude Test for MBA Entrance Examinations http://www.mediafire.com/file/g4091a3y25lynxl/The+Pearson+Guide+to+Qua ntitative+Aptitude+for+MBA+Entrance+Examinations.pdf

The Pearson Guide to MBA Entrance Examinations
http://www.mediafire.com/file/1buqvu6gwsv7uhr/The+Pearson+Guide+to+MB A+Entrance+Examinations.pdf

✅ ৪১ তম বিসিএস প্রিলিমিনারি ও অন্যান্য সকল জব পরীক্ষার জন্য প্রয়োজনীয় ৩০ টা বইয়ের পিডিএফ একসাথে দিলাম।

 (Professor Job Solution + MP3 Series + Assurance Digest+ Oracle+ Professor + khairuls+ Master + জয়কলি+ Aggarwal+ pc das )

#HAPPY_READING

https://drive.google.com/drive/mobile/folders/1ZEvRVGj2hbfGV2w4e8Q1CFYkAgGfNeXA... Professor Job Solution (Edition 2019)

https://drive.google.com/drive/mobile/folders/1ZEvRVGj2hbfGV2w4e8Q1CFYkAgGfNeXA?fbclid=IwAR1RqeFMk26BEqDYrrZ38fkax1P9gOKGbcU2e0LumUpYjA-crH03KWEno-M... Professor Job Solution (Edition 2018)

https://drive.google.com/drive/mobile/folders/1mKnMsVpak_6KxafAfSJ5S6vCwPRzTELx?fbclid=IwAR1QkGGLgBj90CkGZhMXqs_m7DUiiIzrcpflweClgBde4mXC9pU2jf-RPkE  #George_MP3-Bangla

https://drive.google.com/drive/mobile/folders/1hqDAjK-2aRTs3XPUyTTrEpta1Ofeh1SD?fbclid=IwAR31uP_omMTv9Zc4YkmXEH37E4jPtH88r0lgldWJ_sN4HZDrrRvT0pdoK4o... George MP3 English

https://drive.google.com/file/d/1tPxkmS1xbNtRuvSqI652bmGvCJSgrhip/view... Objective General English (R.S. Aggarwal)

https://drive.google.com/drive/mobile/folders/1TAlPTIiMhl_zayowRmB3y0i9U5Ww3n48?fbclid=IwAR0gsncMq1jy3wwWo8G6YZzAa9AqWWYtaWaiSzqCgB1peklOlL6pVp0ng0M... প্রফেসর গণিত স্পেশাল + ওরাকল মানসিক দক্ষতা + খাইরুল'স মানসিক দক্ষতা

https://drive.google.com/uc?id=109Z7QD3_nNVS41eiO0Q4HvwYtU0Cgnuu&export=download&fbclid=IwAR1zJx1WVT12cMiWJZ7OXFkC66fg0MPfcsa5_jPlBevO2NJpoja30XL6iKc... Khirul's Basic Math 4th Edition ( পাটিগণিত + বীজগণিত)

https://drive.google.com/file/d/16Yri1fX24pnRge3L64r2MoCODPGLBTUJ/view?fbclid=IwAR0qSfBoPEyDR5d9Uf1syQMzNcsXJHU5_mvnHl1KrUgXECw0vOLyozeVRFA... Khirul's Basic Math

https://drive.google.com/file/d/1-LSvHOFD1pSDjgj00TfYF_sYLoy5qdcO/view?fbclid=IwAR2qxg23eni9MzYwfKShNrfkN4fifPpueIb4kq2DZZauGDq9koGzP7qGgYk... Khirul's Advanced Math

https://drive.google.com/file/d/1qGo3DITEgyHi5NvN1AMWxLmEGD2pptxl/view?fbclid=IwAR3MUWkv4vSNTQZw4FUuv-mpmCtZhGhUBwmp_KSsDrUNOFKom-6tIbL1eko... Khirul's Bank Written Math

https://drive.google.com/file/d/1lyImM2OO2sIs-gU2zPaA3LoQznHd96BD/view?fbclid=IwAR0myk0YE95ujyyvTGNFhkNY3fW9TIMkBVCcEhFr4WMo45T-KlxfZIu7quw... Quantative Applitude (R.S. Aggarwal)

https://drive.google.com/drive/mobile/folders/1FK7yi1zhSwANU0Mo68cVV_fS4ngzkEIC?fbclid=IwAR2yIq0VmWQ80_gkP8a1EI38KHNZgoVkpnqO5BdiG7NeDg06y4JRd7rFgdM... George MP3 Bangladesh Affairs

https://drive.google.com/drive/mobile/folders/15Vl-FPC9n7Ui2HM0k4xHW7i9Jwz7A2VP?fbclid=IwAR3G5Bi7zoPQEBV4f-JPr7Ud9deWIFGPlq5c_QvfgfT9fRYTFiBJfkOzKsA... George International Affairs

https://drive.google.com/drive/mobile/folders/1lD9WdbW_NO0BPLFUBLBAPAaUaJ8QSLbx?fbclid=IwAR3wYKEEf8VJL1G5dKFbNoENQLKoSuR-GOTEVo2pLEYwuz3dqu_19j-uR-M... George MP3 Geography & Diseaster Management

https://drive.google.com/drive/mobile/folders/1VvL0uH3SBNP8ch1ISSDxdbTnwuK6vGVd?fbclid=IwAR0EiZkVVKSoKr-yzfy7q9cyeNNlfS8W5PbLj4GG8k744OA-le2xIUJJvhE... George MP3 Science

https://drive.google.com/drive/mobile/folders/1Sw8aLCzRpfBo9Wj5c42GH5uzZTEDIE29?fbclid=IwAR0u4cf5Hi4TwWtPlSkNvc7cTnFFuRAQ2EoYBj0umPxDZ6hV_OMUeo7e8VM... George Easy MP3 Computer

https://drive.google.com/drive/mobile/folders/1_cxZNjcdBDgaNCFlkE2rbRlJvXgLIh4I?fbclid=IwAR2re11ZV2gOVN1U1XEf4A_vNT_UwYm_z-V6fTftla-yX4q8LdTAYG2K5Xg... জয়কলি নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন

https://drive.google.com/file/d/1EwWAtFmr3xXdSz7Df1jRiF2IS47lK4J4/view?fbclid=IwAR12raJjT-jvdyfqWV29X5SdGbeyW9J-vb7KsaAqzfyGvokqPqOx2xIHeAg... 40th BCS Assurance Digest

https://drive.google.com/drive/mobile/folders/15Xuao997koM_GCNQxa2-MwEyaIw1Zo3D?fbclid=IwAR3rxbWkItoSEoMH6pRV4CBZp2pSEH0aMrYnWShV3Q28XTYI4dbVQu9luos...BCS Preliminiary Analysis (Gazi Mizanur Rahman )

https://drive.google.com/file/d/1E_B2ow7MD2PRnI1cpeWYpTAOE-tw9oJH/view?fbclid=IwAR30Ne5q_85CwywLv0HmjwKbIvtlkkAJgL5Omq2HtATGBJYZGl4QnGII9iw... Oracle Vocabulary With Mnemomic

https://drive.google.com/file/d/1IAk3TjMMvHNBChgUJgC6IqVNZ9q3n5Z9/view?usp=drivesdk&fbclid=IwAR1c2fFcOU-6wL2UTr9jaLu23bx-i8I7uPsUmzq677T1kL8BqGN7x8olx24...# master half pdf-2020

#master pdf half-2020
https://drive.google.com/file/d/1IAk3TjMMvHNBChgUJgC6IqVNZ9q3n5Z9/view

 Professo 41th বিসিএস বিশেষ সংখ্যা

https://drive.google.com/open?id=1VC_eqU4WdVjYy3HLk-apEZtZ-cdKqnjM

 BCS Miracle English literature

https://drive.google.com/file/d/13PbfZ0k-48LCK3j3qrC_o2PDUy14tcmu/view

 Professor special math

https://drive.google.com/file/d/1-0v0dNXd6H4FcAkgjkPd7TkTN-fqVDmF/view

P.C Das applied grammar

https://drive.google.com/file/d/1E0tIjUbw4pLlSo-es1cPYBTrfZb42mIK/view?usp=drivesdk&fbclid=IwAR3LE5VhWM9TOhkItaWNffLQpwVePKCL7mbB06OSJoS3fr0nUhGpZHCdLNc

 প্রফেসর প্রাইমারি শিক্ষক সহায়িকা
size: 310 mb

password: Hridoy

https://drive.google.com/file/d/13l2WrF3ykH4Ob_lNb4PH2dkzSyAMB_G7/view?usp=drivesdk&fbclid=IwAR1DafIpJXYG23PqwSMfkrM_wdj7HTlf0nVIq47JXOMjOJXww0B7mHlBNf4

Summary of BCB 2015 http://www.mediafire.com/file/muktunp101sm0c2/summary_of_2015bcb_group.pdf

Highlights of BCB 2015
http://www.mediafire.com/file/v6g4dme1ejqbv2g/Highlights_Of_BCB.pdf Comparisons For Bank Viva by Hemal Jamiul Hasan (2015) (BCB Group) http://www.mediafire.com/file/284vqdkxke4wg2o/Comparisons+For+Bank+VI
VA+-Hemal+Jamiul+Hasan+%282015%29+%28BCB+Group%29.pdf

Bank Vocabulary (BCB
Group) http://www.mediafire.com/file/fac3at6qaxfs7ib/Bank+Vocabulary+%28
BCB+Group%29.pdf

BCB 500 Confusing Words By Hemal Jamiul Hasan
http://www.mediafire.com/file/6s9odlwharkcldt/BCB+500+Confusing+Words+
By+Hemal+Jamiul+Hasan.pdf

BCB High Frequency Exam Vocabulary By Hemal Jamiul Hasan http://www.mediafire.com/file/922qasbv0w6kx6q/BCB+High+Frequency+Exa m+Vocabulary+By+Hemal+Jamiul+Hasan.pdf

Banking, Insurance, BSEC & Budget http://www.mediafire.com/file/dv9hz3ab638kd6i/Banking%2C+Insurance%2C
+BSEC+%26+Budget.pdf

Islamic Glossary and Terminology
http://www.mediafire.com/file/s699b23s5z72d5o/Islamic+Glossary+and+Term inology.pdf

Bank Written Math Collection (BCB Group)
http: //www.mediafire.com/file/5euxu1z67ta96m1/Bank+Written+Math+Collect ion+%28BCB+Group%29.pdf

Bank Math Practice by Hemal Jamiul Hasan (BCB Group)
http://www.mediafire.com/file/r6yu8fxcx9xvvg2/BCB+Math+Practice+Hemal+Jamiul+Hasan+%282016%29.pdf

Focus Writing By Ajgar Ali et al.
http://www.mediafire.com/file/ulg5afalgfdrd9i/Focus+Writing.pdf

✅ করোনা ভাইরাস সম্পর্কে প্রয়োজনীয় সকল pdf বই ও গাইডলাইন ...
গুগল ড্রাইভ ফোল্ডার লিংক
https://drive.google.com/drive/folders/1Xgx-1iYultvaFUesabcqQkmn41pCxVYV?usp=sharing

লিংক মনে রাখার জন্য
bit.ly/COVID-19BD

✅ ১০০০+ ইসলামি বইয়ের সংগ্রহশালাঃ
 গুগল ড্রাইভ ডাউনলোড লিংক https://bit.ly/33Zoa4p

✅ ৫০০+ ইসলামিক বইঃ
https://drive.google.com/drive/folders/14EuyL_nsuFZeKNLF61oGuwsQeptahn18?fbclid=IwAR0zMDbDtWLG-5MNurwuBCmpRJ_qaSPdvdd2VpJseV8U3GfDdWS4tTGTD-c

✅ ইসলামিক বই (কয়শত আছে কনফার্ম না) ঃ
https://drive.google.com/drive/mobile/folders/1-6tRHRU79tAH2_n-h6TrqJwLdkTs07P3

বই পড়ুন, আলোকিত মানুষ হোন।

বিঃদ্রঃ BEFORE DOWNLOAD MAKE YOUR PHONE AVAILABLE ADOBE READER AND GMAIL ACCOUNT SIGN IN.

(Collected)

Thursday 28 May 2020

রাজাকারদের চিফ রিক্রুটিং অফিসারকে শেখ মুজিবই পুনর্বাসিত করেছিলো?

ইতিহাস এক আজব জিনিস। হাজার কোটি টাকা খরচ করেও তাকে পরিবর্তন করা যায় না। নিন্মের লেখাটা তার জলন্ত উদাহরণ।

আওয়ামী লীগ ও বামেরা জিয়াউর রহমানকে এই বলে অভিযুক্ত করে যে জিয়াই বাংলাদেশে রাজাকারদের পুনর্বাসিত করেন। আওয়ামী বুদ্ধিজীবীদের লিখিত একাত্তরের ঘাতক ও দালালেরা কে কোথায় বইতে স্পষ্টভাবেই উল্লেখ করা আছে যে শেখ মুজিবের আমলেই রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন শুরু হয়। এটা এমন ব্যাপক ছিলো এবং রাজাকার ও স্বাধীনতা বিরোধীরা এমন গুরুত্বপূর্ণ জায়গায় স্থান পায় যে মুজিব আমলেই প্রায় সব চিহ্নিত স্বাধীনতা বিরোধী ও রাজাকারের পুনর্বাসন শেষ হয়। জিয়া পুনর্বাসিত করার মতো কোন রাজাকার পেয়েছিলেন কিনা সেটা নিয়ে গবেষণা হতে পারে।

উদাহরণ হিসেবে, লেঃ কর্নেল ফিরোজ সালাহউদ্দিনের কথাটা বলতেই হয়। তিনি মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর উপ-প্রধান এবং রাজকার বাহিনীর প্রধান রিক্রুটিং অফিসার ছিলেন। ৭২ সালের জানুয়ারিতেই পাকিস্তানের প্রতি অনুগত এই ব্যাক্তিকে রাষ্ট্রপতির সামরিক সচিবের পদে নিযুক্তি দেন শেখ মুজিব। তাঁকে এই পদে দেখে বীর মুক্তিযোদ্ধা সাফায়েত জামিলের তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। উনি এই লোককে স্যালুট করেন নাই। সেই অপরাধে তার কোর্ট মার্শাল হওয়ার উপক্রম হয়েছিল।

ফিরোজ সালাউদ্দিনকে পুনর্বাসিত করে জিয়ার দিকে আঙ্গুল তোলা কি আওয়ামী লীগের মানায়? বামেরা কি কখনো বলে রাজাকারদের চিফ রিক্রুটিং অফিসারকে শেখ মুজিবই পুনর্বাসিত করেছিলো?

Monday 18 May 2020

খুঁজে ফিরি হারিয়ে যাওয়া শৈশব ...

৮০-৯০‘র দশকের দিনগুলো ।










Sunday 17 May 2020

জ্ঞানপাপী আনিসুজ্জামান এবং রাতের ভোটের ফ্যাসিবাদের সমর্থক


এই যে একজন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান মারা গেলো। উনার জন্য শোক জানানোর কথা ছিল দল-মত ভুলে সমগ্র জাতির।
অথচ খেয়াল করে দেখেন পত্রিকার মন্তব্য গুলো। প্রায় ৮০% মন্তব্য হচ্ছে নেগেটিভ! জীবনে এরা সাধারণ মানুষের কাছ থেকে কি পরিমাণ ঘৃণা অর্জন করেছে এটা বুঝা যায় এদের মৃত্যুর পর।

একজন জাতীয় অধ্যাপক যেখানে হতে পারতেন সাধারণ মানুষের ভোকাল সেখানে উনি সাধারনের বিরুদ্ধে গিয়ে হয়ে উঠেছিলেন ভোটার বিহীন এবং রাতের ভোটের ফ্যাসিবাদের সমর্থক ভোকাল। এর জন্য আপনি দোষারোপ করতে পারবেন না সাধারণ মানুষকে।

কারন হিংসা ও নোংরা রাজনীতির সমর্থক ছিলেন এই অধ্যাপক।মানুষের খুন গুম নির্যাতন ও cross fire এ হত্যার বিরুদ্ধে কথা না বলে এসবের সমর্থক ছিলেন এই জ্ঞানপাপী।এসব বুদ্ধিজীবীদের রোপণ করা ঘৃণার বীজ থেকে গাছ উঠে আজ মহিরুহ হয়েছে। বীজ যেহেতু লাগিয়েছেন অধ্যাপক সাহেব, তাই আপনার রোপন করা গাছের ফল খাবেন না,তা কি করে হয়?

বসন্ত ....... প্যারিস,১৮ মে ২০২০

মেঘমালা উড়ছে নীলিমার বুকে, শেষ বিকেলের সোনা রোদে ভাসছে পত্র পল্লব। মহাকালের সাক্ষী ঠায় দাঁড়ানো জরা জীর্ণ অট্টালিকা, গির্জা থেকে ভেসে আসে টুং টাং শব্দ। চিরায়ত বসন্ত ফিরে আসে বার বার, তবু মনে হয় কোথাও কেউ নেই, কেউ নেই।









আনিসুজ্জামান প্রসঙ্গে সালাউদ্দীন কাদের চৌধুরী

আনিসুজ্জামান প্রসঙ্গে সালাউদ্দীন কাদের চৌধুরীর কথা মনে পড়ে গেল। আনিসুজ্জামান সালাউদ্দীন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। ট্রাইব্যুনালে সালাউদ্দীন কাদের চৌধুরী নিজের মামলা নিজেই লড়তেন। আনিসুজ্জামানকে সালাউদ্দীন কাদের চৌধুরী নিজেই জেরা করেন। জেরার একটা অংশ আপনাদেরকে শোনাচ্ছি। সালাউদ্দীন কাদের চৌধুরী আনিসুজ্জামানের কাছে জানতে চান : আপনি কীভাবে জেনেছেন যে আসামী নূতন চন্দ্রকে হত্যা করেছে?
উত্তরে বলেন : আমি নুতন চন্দ্রর পুত্রবধুর কাছ থেকে জানতে পারি আসামী নুতন চন্দ্রকে গুলি করে হত্যা করে।
সালাউদ্দীন কাদের চৌধুরী জিজ্ঞেস করেন: সে সময়ে আপনার বয়স কত এবং নুতন চন্দ্রর ছেলেরা কোথায় ছিলেন?

আনিসুজ্জামান: সে সময়ে নুতন চন্দ্রর ছেলেরা পলাতক ছিলেন এবং আমার বয়স ছিল ৩৩।

সালাউদ্দীন কাদের চৌধুরী: আপনি সেই যৌবন বয়সে নুতন কুন্ডর ছেলেদের অবর্তমানে তাদের স্ত্রীদের সাথে দেখা করতে কেন গিয়েছিলেন??

আনিসুজ্জামান: মাননীয় আদালত, জেরাকারী আমার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করে আমাকে বিব্রত করতে চাইছেন।
উল্লেখ্য আনিসুজ্জামান ততকালে(১৯৭১) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার হিসেবে দায়িত্বরত ছিলেন।

আওয়ামীলীগের গঠিত ট্রাইব্যুনালে সালাউদ্দীন কাদের চৌধুরীর বিপক্ষে প্রধান উকিল ছিলেন রানা দাশ গুপ্ত। রানা দাশ গুপ্ত আসামীকে জিজ্ঞাসাবাদের শুরুতে বলেন: আপনার নাম সাকা চৌধুরী, পিতা: ফকা চৌধুরী, ভাষা : বাংলা আর আপনি একজন বাংলাদেশী তাইতো??

উত্তরে সালাউদ্দীন কাদের চৌধুরী বলেন: আমার নাম সালাউদ্দীন কাদের চৌধুরী,  আমার পিতা: ফজলুল কাদের চৌধুরী। আমার নাম যদি আপনি  সাকা চৌধুরী বলেন তবে আপনার নাম রা দা গু*
আমার ভাষা: চিটাগনিয়ান, আমি একজন চিটাইংগা।

Saturday 16 May 2020

রক্ষীবাহিনীর বর্বরতা এবং অরুণা সেনের জবানবন্দি

রক্ষীবাহিনীর হাতে আটক থাকাকালীন অভিজ্ঞতা সম্পর্কে অরুণা সেন-এর বিবৃতি

১৯৭৪ এর ১৭ মার্চ এই বিবৃতি প্রথম সাপ্তাহিক হলিডে পত্রিকায় প্রকাশিত হয়। পরে একই বছরের জুনে তা ‘সংস্কৃতি’ নামে আরেকটি পত্রিকায় প্রকাশিত হয়।

অরুণা সেন ছিলেন কমিউনিস্ট নেতা শান্তি সেনের স্ত্রী। শান্তি সেন সাম্যবাদী দলের নেতা ছিলেন।
তার পুত্রের নাম ছিল চঞ্চল সেন। বর্তমান শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জের রামভদ্রপুরে শান্তি সেনের জন্ম।  রাজনৈতিক কার্যকলাপের জন্যই অরুণা সেন রক্ষীবাহিনীর নিগ্রহের শিকার হন। তার নিমোক্ত বিবৃতি থেকে রক্ষীবাহিনীর নির্যাতনের পদ্ধতিগত দিক সম্পর্কে বিশেষ ধারণা পাওয়া যায়। ২০০৫ সালের ৫ জুন মিসেস অরুণা সেন মারা যান।

অরুণা সেন-এর বিবৃতি

গত ১৭ আশ্বিন রক্ষীবাহিনীর লােকেরা আমাদের গ্রামের উপর হামলা করে। ঐদিন ছিল হিন্দুদের দুর্গাপূজার দ্বিতীয় দিন। খুব ভােরেই আমাকে গ্রেফতার করে। গ্রামের অনেক যুবককে ধরে মারপিট করে তারা। লক্ষণ নামে কলেজের এক ছাত্র এবং আমাকে তারা নড়িয়া রক্ষীবাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। সেখানে আমাকে জিজ্ঞাসা করে আমার স্বামী শান্তি সেন এবং পুত্র চঞ্চল সেন কোথায়? তারা রাষ্ট্রদ্রোহী, তাদের ধরিয়ে দিন। আরাে জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যার দিকে তারা আমাকে ছেড়ে দেয়। লক্ষণকে সেদিন রেখে পরদিন ছেড়ে দেয়। সে যখন বাড়ি ফিরে, দেখি মারধােরের ফলে সে গুরুতর অসুস্থ। চার পাঁচদিন পর আবার তারা রাত্রিতে গ্রামের উপর হামলা করে। অনেক বাড়ি তল্লাশি করে। অনেককে মারধর করে। কৃষ্ণ ও ফজলু নামে দুই যুবককে মারতে মারতে নিয়ে যায়। আজও তারা বাড়ি ফিরে আসেনি। তাদের আত্মীয়রা ক্যাম্পে গেলে বলে দিয়েছে। সেখানে নেই। তাদের মেরে ফেলেছে বলেই মনে হয়। এরপর থেকে রক্ষীবাহিনী মাঝে মাঝেই গ্রামে এসে যুবকদের খোঁজ করত। কিন্তু তেমন কোনাে ব্যাপক হামলা হয়নি।

গত ৩ ফেব্রুয়ারি রাত্রি থাকতে এসে রক্ষীবাহিনীর বিরাট একটি দল আমাদের সম্পূর্ণ গ্রামটিকে ঘিরে ফেলল। ভােরে আমাকে ধরে নদীর ধারে নিয়ে গেল। সেখানে দেখলাম গ্রামের প্রায় অধিকাংশ সক্ষমদেহী পুরুষ উপস্থিত- এমনকি বালকদের পর্যন্ত এনে হাজির করেছে। আওয়ামী লীগের থানা সম্পাদক হােসেন খাঁ তদারক করছে সব। আমার সামনে রক্ষীবাহিনী উপস্থিত সকলকে বেদম মারপিট করে। শুনলাম এদের সকলকে ধরতে গিয়ে বাড়ির মেয়েদেরও প্রচণ্ড মারপিট করেছে এবং অশ্লীল আচরণ করছে। তাদের একদফা মারপিট করে রক্ষীরা আমাকে বললাে পানিতে নেমে দাঁড়াতে। সেখানে নাকি আমাকে গুলি করা হবে। আমি নিজেই পানির দিকে নেমে গেলাম। কিন্তু নদীর পানি দূরে সরে যাওয়ায়, হাঁটু সমান কাদাতেই দাঁড়িয়ে থাকলাম। ওরা তাক করে রাইফেল ধরল গুলি করবে বলে। কিন্তু পরস্পর কি যেন বলাবলি করে রাইফেল নামিয়ে নিল। কাদার মধ্যেই দাঁড়িয়ে থাকলাম। কমান্ডার গ্রেফতার করা লােকদের হিন্দু-মুসলিম দুই ভাগ করে দুই কাতারে দাঁড় করালাে। মুসলমানদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে বললাে, “মালাউনরা আমাদের দুশমন। তাদের ক্ষমা করা হবে না। তােমরা মুসলমানরা মালাউনদের সাথে থেকো না। তােমাদের এবারকার মতাে মাফ করে দেওয়া হল।” এই বলে কলিমদ্দি ও মােস্তফা নামে দু’জন মুসলমান যুবককে রেখে আর সবাইকে এক এক বেতের বাড়ি দিয়ে বললাে, “ছুটে পালাও”। তারা ছুটে পালিয়ে গেল। আমার পাকবাহিনীর কথা মনে হল। তারাও বিক্ষুব্ধ জনতাকে বিভক্ত করতে এমনি সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়েছিল। পার্থক্য তারা ধর্মের নামে সাম্প্রদায়িকতার আশ্রয় নিত আর এই ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারীরা ভণ্ডামির আশ্রয় নিচ্ছে।
আমাকে ছেড়ে দিয়ে ওরা কলিমদ্দি ও মােস্তফাসহ ২০ জন হিন্দু যুবককে নিয়ে রক্ষীবাহিনীর ক্যাম্পের দিকে রওয়ানা হল । ৩ জন ছাড়া এরা সবাই জেলে। মাছ মেরে কোন রকমে এরা জীবিকা নির্বাহ করে। আর তাদের মা-বাপ, স্ত্রী-পুত্র-কন্যারা আকুল হয়ে কান্নাকাটি করতে লাগল । সে এক মর্মবিদারী করুণ দৃশ্য। সন্ধ্যার সময় কলিমদ্দি, মােস্তফা, গােবিন্দ নাগ ও হরিপদ ঘােষ ছাড়া বাকি সবাই গ্রামে ফিরে এল । আমি গেলাম তাদের দেখতে। দেখলাম সবাই চলতে অক্ষম। সর্বাঙ্গ তাদের ফুলে গিয়েছে। বেত ও চাবুকের দাগ শরীরে কেটে কেটে বসে গেছে। চোখ মুখ ফোলা। হাত-পায়ের গিরাতে রক্ত জমে আছে। তাদের কাছে শুনলাম সারা দিন তাদের দফায় দফায় চাবুক মেরেছে। গলা ও পায়ের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে পানিতে বার বার ছুঁড়ে ফেলে দিয়ে চুবিয়েছে। পিঠের নিচে ও বুকের উপর বাধ দিয়ে দুদিক থেকে দু’জন লােক তাদের উপর উঠে দাড়িয়েছে। মই দিয়ে চলেছে। এদের কাউকে ওদের আত্মীয়রা গিয়ে বয়ে এনেছে। অবস্থা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল। ভাবলাম যারা দিনরাত্রি পরিশ্রম করেও আজ একবেলা পেট ভরে খেতে পায় না, অনাহার, দুঃখ, দারিদ্র্যের জ্বালায় আজ অর্ধমৃত, তাদের “মরার উপর খাড়ার ঘা”র কবে অবসান হবে। যে শাসকরা মানুষের সামান্য প্রয়ােজন, ভাত-কাপড়ের ব্যবস্থা করতে পারছে না; চুরি, ডাকাতি, রাহাজানি, দুঃশাষণ, নির্যাতন যারা বন্ধ করতে পারছে না, তারা কোন অধিকারে আজ নিঃস্ব মানুষের উপর চালাচ্ছে এই বর্বর নির্যাতন।
অবশেষে চরম নির্যাতন আমার ওপরও নেমে এল।

 ৬ ফেব্রুয়ারি (১৯৭৪) রাত্রি ভাের না হতেই রক্ষীবাহিনী আমাকে ঘুম থেকে তুলল। আমাকে নিয়ে বাড়ির বাইরে এলে দেখলাম সেখানে রীনা সিনহাও রয়েছে। আমাদের নিয়ে তারা প্রায় দুই মাইল দূরে ভেদরগঞ্জ রক্ষীবাহিনীর ক্যাম্পের দিকে রওয়ানা হল। রাস্তায় রীনার প্রতি তারা নানা অশ্লীল উক্তি করছিল। ক্যাম্পে পৌছে দেখলাম সেখানে কলিমদ্দি, মােস্তফা, গােবিন্দ নাগ ও হরিপদ ঘােষও রয়েছে। চেহারা দেখেই বােঝা গেল তাদের উপর গুরুতর দৈহিক নির্যাতন করা হয়েছে। বিশেষ করে কলিমদ্দি ও মােস্তফাকেই বেশি অসুস্থ দেখলাম। কলিমদ্দি, মােস্তফা- দুই ভাই; এদের সংসারে আর কোন সক্ষম ব্যক্তি নেই। অপরের জমি চাষ করে এরা কোনমতে জীবিকা নির্বাহ করে। এদের রয়েছে স্ত্রী ও ছােট ছােট ছেলেমেয়ে।
আমরা ক্যাম্পে আসতেই অনেক রক্ষীবাহিনী এসে আমাদের ঘিরে দাঁড়ালাে। শুরু হল রীনার উপর অপমান বৃষ্টি। কেউ অশ্লীল মন্তব্য করে, কেউ চুল ধরে টানে, কেউ চড় মারে, কেউ খোঁচা দেয়, এমনি সব বর্বরতা। কিছুক্ষণ পর আমাদের রৌদ্রের মধ্যে বসিয়ে
রেখে তারা চলে গেল। সন্ধ্যায় আমাদের একটি কামরায় ঢুকালাে। অনেক রাত্রিতে রীনাকে তারা উপরের দোতলায় নিয়ে গেল। কিছুক্ষণ পরেই শুনলাম রীনার হৃদয়বিদারী চিৎকার। প্রায় আধ ঘণ্টা পর আর্তনাদ স্তিমিত হয়ে থেমে গেল। নিস্তব্ধ রাত্রির অন্ধকার ভেদ করে রীনাকে যখন তারা এনে কামরার মধ্যে ফেলল, রাত্রি তখন কত জানি না। রীনার অর্ধচেতন দেহ বেতের ঘায়ে ক্ষত-বিক্ষত। রক্ত ঝরছে। রীনার জ্ঞান এলে পানি চাইল। আমি তাকে পানি খাওয়ালাম। রীনা আস্তে আস্তে কথা বলতে পারলাে। রাত্রি তখন ভাের হয়ে এসেছে। রীনার মুখে শুনলাম উপরে ভেদরগঞ্জ ও ডামুড্যার আওয়ামী লীগ সম্পাদকরা এবং এই দুই স্থানের ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিল। তারা শান্তি সেন ও চঞ্চল কোথায় আছে, তাদের ধরিয়ে দিতে বলে এবং অস্ত্র কোথায় আছে জিজ্ঞাসা করে। রীনা কিছুই জানে না বলায় তাকে এমন সব অশ্লীল কথা বলে যা কোন সভ্য মানুষের পক্ষে বলা তাে দূরের কথা, কল্পনা করাও সম্ভব নয়। কিছুক্ষণ জিজ্ঞাসা ও গালিবর্ষণের পর ভেদরগঞ্জ ক্যাম্পের কমান্ডার বেত নিয়ে তার উপর ঝাপিয়ে পড়ে। এলােপাথাড়ি এমন পিটাতে থাকে যে পরপর তিনখানা বেত ভেঙে যায়। আবার জিজ্ঞাসা করে শান্তি সেন ও চঞ্চল কোথায়? অস্ত্র কোথায়? রীনার একই উত্তর। ক্ষিপ্ত হয়ে রীনাকে তারা সিলিং-এর সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় এবং দুই কমান্ডার দুইদিক থেকে একসঙ্গে চাবুক চালাতে থাকে। মারার সময় রীনা বলেছিল “আমাকে এভাবে না মেরে একেবারে গুলি করে মেরে ফেলুন।” জবাবে তারা বলে, “সরকারের একটা গুলির দাম আছে তােকে সাতদিন ধরে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলব। এখন পর্যন্ত মারার হয়েছে কি?” অল্প পরেই রীনা অচেতন হয়ে যায়। কিন্তু তারা ঐ দেহের উপরই চাবুক চালাতে থাকে। জ্ঞান এলে রীনা দেখে যে সে মেঝের উপর পড়ে আছে। পানি চাইলে তাকে পানিও দেওয়া হয়নি।

৮ ফেব্রুয়ারি রাতে প্রথম আমাকে এবং পরে রীনাকে দোতলায় নেয়া হয়। সেখানে দেখলাম ডামুড্যার আওয়ামী লীগ সেক্রেটারী ফজলু মিয়া ও ভেদরগঞ্জের সেক্রেটারী হােসেন খাঁ চেম্বারে বসে আছে। আমাকে বলল, তােমার স্বামী ও ছেলেকে ধরিয়ে দাও। অস্ত্র কোথায় আছে বলে দাও । তারা ডাকাত, অস্ত্র দিয়ে ডাকাতি করে। আমি বলি, তারা ডাকাত নয়, তারা সৎ, দেশপ্রেমিক । আমার স্বামী রাজনীতি করেন-একথা কে না জানে। তিনি এ দেশের সাধারণ লােকের অতি প্রিয় এবং শ্রদ্ধেয়।’ রীনাকেও তারা একই প্রশ্ন করে। রীনা জানে না বলায় তারা ক্ষিপ্ত হয়ে উঠে। ডামুড্যা ক্যাম্পের কমান্ডার করম আলী এবং ভেদরগঞ্জের ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান এরা সবাই আমাদের অশ্লীল গালাগালি দিতে থাকে এবং আমাকে ও রীনাকে একসঙ্গে ঝুলিয়ে দিয়ে রীনার বস্ত্র খুলে নেয়। তারপর কমান্ডার দুজন দু’দিক থেকে চাবুক মারতে থাকে। আমরা অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফিরলে দেখি আমরা উভয়ে মেঝেতে পড়ে আছি। রীনার সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। আমার গায়ে কাপড় থাকায় অপেক্ষাকৃত কম আহত হয়েছি। তবু এই রুগ্ন বৃদ্ধ দেহে এই আঘাতই মর্মান্তিক। সর্বাঙ্গ ব্যথায় জর্জরিত। তৃষ্ণায় বুক শুকিয়ে যাচ্ছে। নড়বার ক্ষমতা নেই। ওরা আমাদের দিকে তাকিয়ে নারকীয় হাসি হাসছে। ওদের হুকুমে দু’জন সিপাই আমাকে টেনে তুলল। আমি অতি কষ্টে দাঁড়াতে পারলাম। রীনা পারল না। দু’জন রক্ষী তার দুই বগলের নিচে হাত দিয়ে তাকে টেনে তুলে তার গায়ে কাপড় জড়িয়ে দিল ও টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে এল। কমান্ডার পিছন থেকে নির্দেশ দেয়, “ওটাকে ভালাে করে হাঁটা, নয়ত মরে যাবে।” সকালে কমান্ডার কয়েকজন রক্ষী সিপাইসহ রীনাকে নিয়ে গ্রামের দিকে রওয়ানা হল। বলল, “বাঁচবি তাে না, চল তাের মাকে দেখিয়ে আনি।”
রীনার সর্বাঙ্গ ফুলে কালাে হয়ে গিয়েছে। একটি পা ফেলবার ক্ষমতা নেই। সে অবস্থায় তাকে দু’বাহুতে ধরে দু’জন রক্ষী প্রায় টানতে টানতে দু’মাইল দুরে বাড়ির দিকে নিয়ে চললাে। ঠাট্টা করে বলছিল, “হাঁটলে গা ব্যথা কমে যাবে।” বাড়িতে নিয়ে রীনার মা তাকে দেখেই ফিট হয়ে যান। কমান্ডার রীনাকে তার মার মাথায় পানিতে দিতে বলে। রীনার মার জ্ঞান এলে, রীনার চেহারা এমন কেন জিজ্ঞেস করায় কমান্ডার বলে, “পুকুর ঘাটে পড়ে গিয়ে আঘাত পেয়েছে।” রীনাকে ছেড়ে দেওয়ার জন্য রীনার মা কমান্ডারের কাছে অনুনয় করলে কমান্ডার বলে, “খাসি খাওয়ালে ফিরিয়ে দিয়ে যাবে।” রীনাকে তারা দু’মাইল রাস্তা পুনরায় টানতে টানতে নিয়ে এল। ঐ দিন ছিল ৯ ফেব্রুয়ারী। হনুফাকেও তারা ধরে নিয়ে এল ঐদিন । করিম নামে আরেকটি কৃষক যুবককেও তারা রামভদ্রপুর থেকে এনেছে দেখলাম। তাকে এতাে মেরেছে যে অবস্থা তার সঙ্গীন। নড়িয়া থানার পণ্ডিতসার থেকেও একজন স্কুল শিক্ষক ও দুজন যুবককে এনেছে দেখলাম। বিপ্লব নামে একটি ছেলে নাকি মারের চোটে পথেই মারা যায়। রক্ষীবাহিনীর সিপাইরা বলাবলি করছিল। একজন জল্লাদ গর্ব করে বলছিল, দেখ এখনও হাতে রক্ত লেগে আছে। শুনেছি মতি নামে আর একটি যুবককেও তারা পিটিয়ে মেরে ফেলেছে। আর আমাদের ধরে আনার দু’একদিন আগে কৃষি ব্যাংকের পিয়ন আলতাফকে পিটাবার পর হাত পা বেঁধে দোতলার ছাদ থেকে ফেলে মেরে ফেলেছে।
নয় তারিখ দুপুরের অল্প পরে তারা হনুফা, রীনা ও আমাকে নিয়ে গেলে পুকুর ধারে। সেখানে আমাদের একদফা বেত দিয়ে পিটিয়ে চুবানাের জন্য পানিতে নামাল। প্রথম আমাদের ওরাই সাঁতরাতে বাধ্য করল । আমরা পথশ্রান্ত হয়ে কিনারায় উঠতে চেষ্টা করি, ওরা আমাদের বাঁশ দিয়ে ঠেলে দূরে সরিয়ে দেয়। পরিশ্রান্ত হয়ে যখন আমরা আর সাঁতরাতে পারছিলাম না, তখন পানি থেকে তুলে আবার বেত মারতে থাকে। শেষের দিকে আমরা যখন সঁতরাতে পারছিলাম না, তখন আমাদের পানিতে ডুবিয়ে আমাদের দেহের উপর দু’পা দিয়ে দাড়িয়ে থাকত। এমন তিনদফা আমাদের চুবানাে ও পেটানাে হয়। কিছুক্ষণ আগেই করিম মারের চোটে মরে গিয়েছে। আমাদের সঙ্গে আরাে একটি অল্প বয়সের যুবককেও চুবিয়ে অচেতন করে ফেলেছিল। তাকে ঘাটলার উপর ফেলে রাখে। আমার আঁচল দিয়ে গা মুছানাের সময় হঠাৎ ছেলেটি চোখ মেলে তাকায়। “মা আপনি কে?” বলে করুণ কণ্ঠে ডেকে ওঠে। আমি চোখের জল রাখতে পারলাম না। রক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যায়। পরে শুনেছি, ছেলেটিকে নাকি মেরে ফেলেছে।
সন্ধ্যার অল্প আগে আমাদের পানি থেকে তুলে ভিজা কাপড়েই থাকতে বাধ্য করল। দারুণ শীতে আমরা কাঁপছি। প্রচণ্ড জ্বর এসে গেছে সকলের। এমনি করেই রাতভর ছালার চটের উপর পড়ে থাকলাম। পরদিন রাতে রীনাকে আবার নিয়ে গেলাে দোতলায়। সেখানে আবার তাকে ঝুলিয়ে বেত মারল। ১১ তারিখ রাতে আবার রীনার উপর চলল এই অত্যাচার। রীনা জ্ঞান হারাল। রক্ষী সিপাইদের বলাবলি করতে শুনলাম, রীনা মরে গিয়েছে। রীনার কাছে শুনলাম, তার যখন জ্ঞান হল তখন সে দেখে, তার পাশে ডাক্তার বসা। রীনা জিজ্ঞেস করে, আপনি কে, আমি কোথায়? ডাক্তার জবাব দেয়, আমি ডাক্তার, তুমি কথা বলাে না। কিছুক্ষণ পর ডাক্তার চলে গেলে রীনাকে তারা ধরাধরি করে নিচে আমাদের কাছে নিয়ে এলাে।
একজন সিপাই রীনা ও হনুফাকে বলে, তােরা তাে মরেই যাবি, তার আগে আমরা প্রতি রাতে পাঁচজন করে তােদের ভােগ করব। তারা অবশ্য ‘ভােগ’ শব্দটি বলে নাই। বলেছিল অতি অশ্লীল কথা। একদিন রাতে দুটি রক্ষী সিপাই ঘরে ঢুকে আলাে নিভিয়ে দেয়। রীনা ও হনুফার মুখ চেপে ধরে। ধ্বস্তাধস্তি করে তারা ছুটে গিয়ে চিৎকার করে। চিৎকার শুনে, ক্যাম্পের অন্য রক্ষীরা ছুটে আসে। কমান্ডারও আসে। ওরা তাকে সব বললে সে বলে, খবরদার একথা প্রকাশ করাে না, তাহলে মেরে ফেলবাে। রক্ষী সিপাইদের কারাে মধ্যে মাঝে মাঝে মানবতাবােধের লক্ষণ পাচ্ছিলাম। তারই একটি সিপাইকে একদিন জিজ্ঞেস করলাম, “তুমি কি পর্যন্ত লেখাপড়া করেছাে?” প্রশ্ন শুনে সে যেন চমকে উঠল। বলল, “বাংলাদেশে লেখাপড়া শিখে কি করব? আমরা জল্লাদ, জল্লাদের আবার লেখাপড়ার দরকার কি?-এই বলে সে দে ছুট। মনে হল যেন চাবুক খেয়ে একটি ছাগল ছুটে পালাল। রক্ষী সিপাইদের কানাঘুষায় শুনছিলাম, আমাকে ও হনুফাকে অন্যত্র কোথাও পাঠিয়ে দেবে, আর রীনা ও অন্যান্য পুরুষবন্দিদের মেরে ফেলা হবে।

১২ ফেব্রুয়ারি আমাকে ও হনুফাকে নিয়ে রক্ষীরা রওয়ানা দিল। আমরা রীনাকে ফেলে যেতে আপত্তি জানালাম। রীনাও আমাদের সঙ্গে যেতে খুব কান্নাকাটি করছিল, কমান্ডারের কাছে অনুনয় বিনয় করছিল। কমান্ডার তার সহকর্মীদের সঙ্গে কি যেন আলাপ করে সেদিন আমাদের পাঠানাে স্থগিত রাখলাে।
১২ তারিখেও ওরা রাত্রিতে আবার রীনাকে ঝুলিয়ে নিয়ে হান্টার দিয়ে পেটায়। ১৩ তারিখে তারা রীনাকে মারে না, কিন্তু নির্যাতনের নতুন কৌশল নেয়। দম বন্ধ করে রাখে, জোর করে ধরে নাকমুখ চেপে রাখে, এমনি করে জ্ঞান হারালে ওরা ছেড়ে দেয়।

১৯ ফেব্রুয়ারি গভীর রাতে ওরা আমাদের তিনজনকে নিয়েই রওয়ানা দিল প্রায় চার মাইল দূর ডামুড্যা রক্ষীবাহিনী ক্যাম্পের দিকে। কলিমদ্দি, মােস্তফা, গােবিন্দ ও হরিপদ থেকে গেল। রক্ষীরা বলাবলি করছিল, তাদের মেরে ফেলা হবে। আমরা কিছু দূরে এলে ক্যাম্পের দিক থেকে চারবার গুলীর আওয়াজ শুনলাম। ভাবলাম ওদের বুঝি মেরে ফেললাে। মনটা খুবই খারাপ হয়ে গেল। তার ওপর আমাদের শরীরের অবস্থা এমন ছিল যে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল। তবু আমরা বাধ্য হচ্ছিলাম হাটতে। বােধ হয় আমাদের অন্যত্র পাঠিয়ে দিচ্ছে, বােধ হয় বেঁচে যাবাে। এই চিন্তাই আমাদের হাঁটতে শক্তি যােগাচ্ছিল। অনেক রাতে ডামুড্যা রক্ষীবাহিনী ক্যাম্পে পৌছলাম। সেখানে কিছুক্ষণ রেখে স্পীড বােটে করে আমাদের নিয়ে যাওয়া হল। সমস্তক্ষণ আমাদের কম্বল চাপ দিয়ে মুরদার মত ঢেকে রাখা হল। বেদনা-জর্জরিত ক্ষত-বিক্ষত শরীর। তার উপর গরমে কম্বল চাপা থেকে শ্বাসরুদ্ধ হবার উপক্রম। যেন জ্যান্ত কবর। আমাদের মাদারীপুর রক্ষী ক্যাম্পে আনা হল। সেখানে আমাদের জিজ্ঞাসাবাদ করল। সমস্ত দিন আমাদের ওখানেই রাখল। খেতে দিল না। শেষ রাতে জীপে করে আবার কম্বল চাপা দিয়ে ঢাকার দিকে রওয়ানা হল। আবার সেই সুদীর্ঘ পথ- জ্যান্ত কবরের যন্ত্রণা।
ঢাকায় আমাদের প্রথমে রক্ষীবাহিনীর ডাইরেক্টরের কাছে নিয়ে গেল। সে আমাদের খুব ধমক লাগালাে। সেখান থেকে আমাদের নিয়ে গেল তেজগাঁ থানায়, তারপর লালবাগ থানায়। রাতে সেখানে থাকলাম। পরদিন পাঠাল সেন্ট্রাল জেলে। সেখানে পাঁচদিন রাখার
পর আমাদের নিয়ে এল তেজগা কেন্দ্রীয় গােয়েন্দা বিভাগের অফিসে। সেখানে পাঁচদিন রেখে জিজ্ঞাসাবাদের পর আবার সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেয়।
জেলে আমাদের তৃতীয় শ্রেণির সাধারণ কয়েদিদের মতাে রাখা হতাে। একই আহার্য দেওয়া হতাে। দিনরাত সেলে বলি। সেখানে রাজনৈতিক অভিযােগে আরও বন্দিনী আছেন। তার মধ্যে ১৭ মার্চ গ্রেফতার জাসদ নেত্রী মমতাজ বেগম আছেন। অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত পারভীন। আরাে একজন নাম রুমা- আছেন। সবাইকে তৃতীয় শ্রেণির কয়েদি করে রাখা হয়েছে এবং সাধারণ কয়েদিদের মতাে খাটুনীর কাজ করানাে হচ্ছে। এর উপর জমাদারনীরা (মেয়ে সিপাই জমাদার) তাদের নিজেদের জামা কাপড় সেলাই, কাঁথা সেলাই, কাপড়-চোপড় ধােয়ানাে সবকিছু মেয়ে কয়েদিদের দিয়ে করিয়ে নিচ্ছে। রাজনৈতিক বন্দিনীদেরও রেহাই দিচ্ছে না।

এই বিবৃতিটি ছিল অরুণা সেনের দুর্ভোগের অতি সংক্ষিপ্তসার। অন্যত্র তিনি ঐ নিপীড়িত দিনগুলাের আরও বিস্তারিত বিবরণ দিয়ে বলেছেন :
…মাদারিপুর ক্যাম্পে আনার পর দেখি শেখ মণি বসে আছে। আসলে রীট হবার পর শেখ মুজিব নিজেও নজর রাখছিল ঘটনার উপর। তিনিই মণিকে মাদারিপুর পাঠিয়েছিলেন আমাদের জিজ্ঞাসাবাদের জন্য। মণি আমাকে বৌদি সম্বােধন করে মিষ্টি মিষ্টি কথা বললাে।…রীনার ওপর কী ধরনের অত্যাচার হয়েছে জানতে চাইলাে।…পরদিন ঢাকা আনা হলাে।…দেড় মাস পর মুক্তি পেলাম। মুক্তি পেয়ে গােপন জীবনে চলে গেলাম। না হয় মরতে হতাে। আমাদের হত্যা করা হয়নি বলে আওয়ামী লীগের উচ্চমহল রক্ষীবাহিনীর উপর অসন্তুষ্ট ছিল।…

Source: মুজিব বাহিনী থেকে গন বাহিনী ইতিহাসের পুনর্পাঠ।

Friday 15 May 2020

ডঃ আনিসুজ্জামানের কি পরিবার পরিজন নেই যে তার ডেথ সার্টিফিকেটে C/O: PM office লিখতে হবে???


ডঃ আনিসুজ্জামানের কি পরিবার পরিজন নেই যে তার ডেথ সার্টিফিকেটে C/O: PM office লিখতে হবে???
জাতি জানতে চায়।
শিক্ষাবিদ, লেখক এবং জাতীয় অধ্যাপকের পরিচয় ছাপিয়ে ডঃ আনিসুজ্জামান হয়ে উঠেছিলেন ভারত রাষ্ট্রের ক্রীতদাস, ফ্যাসিবাদ এবং বাকশালের সমর্থক। তাঁর মৃত্যুতে ভারত হারালো একজন আজন্ম গোলাম, বাংলাদেশ হারালো বুদ্ধিজীবী নামের এক মেরুদন্ডহীন সুবিধাভোগীকে।
১৪ মে ২০২০
প্যারিস

Tuesday 12 May 2020

Reza ahmed রেজা আহমেদ ফয়সল

রেজা আহমদ ফয়সল চৌধুরী
লন্ডনে বাংলা মিডিয়ার অবস্থা কি? বাংলা মিডিয়া কি একটি ইন্ডাণ্ট্রি হিসেবে গড়ে উঠেছে? যারা সমাজের বিত্তবান তারা কি মিডিয়া ইন্ড্রাষ্টিতে আছেন? লন্ডনে যে সব প্রতিষ্টিত ব্যবসায়িরা রয়েছেন তারা কি করেছেন এ কমিউনিটির জন্য? বাংলা মিডিয়ার জন্য?
যে সব লেখক সাংবাদিক দেশ থেকে বিয়ে করে লন্ডনে এসেছেন এসে আমাদের বোন ভাগনীদের বদৌলতে অনেক টাকার মালিক হয়েছেন তারা কি দুটাকা মিডিয়ার জন্য খরচ করেছেন? আমি জানিনা।
আমার আজকের এই লেখা মাহি ফেরদাউস জলিলের পক্ষে উকালতি করার জন্য নয়। আমি বাস্তব একটি চিত্র তুলে ধরার চেষ্টা করবো। সম্প্রতি মাহি জলিল একটি মন্তব্য করেছেন একটি সম্প্রদায়কে তিনি ঠেনে নিয়ে এসেছেন। না আনলেই পারতেন। কিন্তু চলে এসেছে। তিনি পানের ব্যপারে বলতে গিয়ে বলেছেন আমাদের মানুষরা কমজাত। তিনি হিন্দু সম্প্রদায়কে সরাসরি গালি দেননি। ব্যপারটি বুঝতে হবে। তিনি গালি দিয়েছেন যারা পাচটা পানের জায়গায় তিনটা দিয়ে দেয়। তাদেরকে তিনি বলেছেন কমজাত ——-। আমি সে বিতর্কে যেতে চাইনা। মাহি জলিল টেলিভিশনে বসে ক্ষমা চেয়েছেন। আমি ভেবেছিলাম সেটার সুরাহা হয়ে যাবে। কিন্তু না কিছু সংখ্যক আতেল সেটিকে পুজি করে লিখেই চলছেন। আমাদের সমাজের অনেকেই আছেন যারা বলে বেড়ান আমি তো টিভি দেখিনা। ও অমুখ নাকি সে তো উপস্থাপনা করতে পারেনা। টাকার বদৌলতে টেলিভিশনের মালিক হয়ে গেছে। সাংবাদিকতার স ও জানেনা ইত্যাদি। মনে হয় তিনি খুবই জানেন। লন্ডনে বাংলা কমিউনিটির যতটুকু উন্নয়ন হয়েছে তার সব টুকু প্রশংসার দাবীদার আমাদের পূর্ব পুরুষরা, আমাদের বাবা চাচারা। সিলেটের বাইরের লোকেরা ক্রীম খেয়েছেন। সিলেটিদের মাথায় কাঠাল ভেঙ্গে খেযেছেন। সিলেটেরও কিছু সংখ্যক অশিক্ষিত মানুষরা আছেন যারা সিলেটের বাইরের লোকদেরকে তোষামুদি করে চলে। আমাকে একবার এক নন-সিলেটি মহিলা জিজ্ঞাস করেছিলেন আপনার পরিবারে কি সংগীত চর্চ্চ করেন। আমি বলেছিলাম না আমি গান গাইনা গান গাওয়াই। আমি নাচিনা আমি নাচাই। পরবর্তীতে তিনি হিসেব পেয়ে আমাকে বলেছিলেন আমি আপনাকে চিনতে পারিনি। মনে মনে বলেছিলাম চিনতে না পারলে কথা বলবেন কেন? চেহারা ছুরতের কোনো বালাই নেই লম্বা লম্বা কথা। নন সিলেটি কিছু মানুষ আছে এই লন্ডনের সমাজে এমন ভাব দেখায় যেন সে অনেক কিছু, আসলে খোজলে তো কিছুই পাওয়া যায়না।
প্রিয় পাঠক মাহি ফেরদাউস জলিল ব্যক্তিগত জীবনে আমার ঘনিষ্ট বন্ধু ছিলেন এক সময়। সময়ের বিবর্তনে বন্ধুত্বের সম্পর্কটা যে জায়গায় দাড়ানোর কথা ছিল সেটি হয়তো হয়নি। তবে বন্ধুত্ব আছে। বেশ কয়েক বছর আগে শফিক আহমদ জুবায়ের এক সময় চ্যানেল আই ইউরোপের ডিরেক্টর ছিলেন। বর্তমানে তিনি পূর্ব লন্ডনের গ্রীন ষ্ট্রীটে ট্রেভলসের ব্যবসা করছেন। দেখা হলে তাকে প্রায়ই বাংলাদেশের মালিক বলি। কারন তিনি ব্যাক্তিগত জীবনে আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেবের ভাগনা। মামা যেখানে মন্ত্রী সেখানে ভাগনা লন্ডনে থাকবে কেন? আওয়ামীলীগের অনেক নেতাই তো এখন লন্ডনে নেই। কারন দল ক্ষমতায় থাকলে ব্যবসা আছে-না? সে যাক জুবের ভাই আমাকে একদিন জিজ্ঞাস করেছিলেন জলিল ভাই, তাজ ভাই, তাজ চৌধুরী- এমডি চ্যানেল এস -হাফিজ আলম বক্স, এটিএন, সাদেক আলী শিপু ডিরেক্টর চ্যানেল আই ইউরোপ- আপনারা কি ঘুনিষ্ট বন্ধু? বলেছিলাম কেন? জুবের ভাই বলেছিলেন একটি চুক্তি-নামায় দেখলাম আপনার নামের সাথে লিখা বন্ধু। জুবের ভাই সেদিন অনুরোধ করেছিলেন আপনারা যে যাই করুন বন্ধুত্ব সম্পর্কটা যেন নষ্ট না হয়। সম্পর্ক কতটা আছে আমি জানিনা। তবে ব্যক্তিগত জীবনে আমি কারো সাথেই সম্পর্ক নষ্ট করতে চাইনা। কারন ভালো মানুষের বৈশিষ্ট হচ্ছে সম্পর্ক দীর্ঘদিন ঠিকিয়ে রাখা। কমজাতরা সম্পর্ক নষ্ট করে। আজে বাজে কথা বলে।
মাহি ফেরদাউস জলিলের একটি উক্তি নিয়ে যেভাবে সোসেল মিডিয়ায় কেম্পেইন চলছে আমি সেটির তীব্র বিরোধিতা করছি। মাহি যদি ভূল করে থাকেন তাহলে তাকে আতœপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তিনি যদি ক্ষমা না চান তাহলে হার্ড লাইনে যেতে পারেন। চ্যানেল এস বয়কট করতে হবে এসব ফালতু কথা না বলাই ভালো। নিজে তো বাবার জন্মে টিভি ষ্টেশন একটি প্রতিষ্টা করতে পারবেননা। অতবএ টেলিভিশন কাকে বলে বুঝবেন কি করে?
আমি আজ সত্য কিছু কথা বলে যাই। বাচবো কি মরবো জানিনা। করোনা ভাইরাসে আমাদের কোথায় নিয়ে যাবে একমাত্র আল্লাহই জানেন। প্লিজ নোট করুন। লন্ডনে সিলেটি নন সিলেটি একটি মারামারি অনেকদিন থেকেই লেগে আছে। মারামারির সুত্রপাত কে করেছিল আমি জানিনা। তবে আমার কেন জানি মনে হয় মারামারির সুত্রপাত হয়তো বা শুরু করেছিলেন আমাদের ঢাকা থেকে যে সব বড় বড় কু শিক্ষায় শিক্ষিত ভদ্রলোকেরা লন্ডনে এসেছেন তারা। কয়েক বছর আগে চ্যানেল আই ইউরোপে আমি একুশে গানের রচিয়তা আব্দুল গাফফার চৌধুরীর জন্মদিন পালন করছি, হঠাৎ করেই গাফফার ভাই মাহি জলিলের সমালোচনা করা শুরু করে দিলেন। শুধু মাহি জলিলে সমালোচনা নয় তিনি সিলেটের মানুষদেরকে বলেছিলেন লোকে নাকি বলে, সিলেটিরা “লাঙ্গল টু লন্ডন“ আমি গাফফার ভাইর সেদিনের কথায় খুবই কষ্ট পেয়েছিলাম। কিন্তু গাফফার ভাইকে মুখ ফুঠে কিছুই বলতে পারিনি। এ নিয়ে কমিউনিটিতে এক মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল। পরবর্তীতে অবশ্য গাফফার ভাই ক্ষমা চেয়েছিলেন। ক্ষমা চাওয়ার পর আর কিছুই থাকেনা। বড় বড় মানুষরাও ভূল করেন।
মাহি জলিলের মুখের লাগাম নেই। লাগাম আমারও নেই। সম্প্রতি আমি ও একটি অনুষ্টানে ফাউল করতে করতে বেচে গেছি। বাচিয়েছেন লন্ডন বাংলা টিভির শাহ ইউসুফ, এবং বর্তমান এবি পার্টির নেতা আইনজীবি তাজুল ইসলাম। একটি বিষয় নিয়ে বিতর্ক করতে যেয়ে আমার মনে হয়েছে আমি টেম্পার লস্ট করে ফেলছি। সে যাক টক শোতে তাজুল ইসলাম সাহেব যখন বলেছিলেন আমরা এ টপিকস থেকে বেরিয়ে যাই এবং শাহ ইউসুফ যখন আমাকে মেসেজ দিয়ে বলেছিলেন ফয়সল ভাই টেম্পার লস্ট করবেননা তখনই আমি অফ হয়ে যাই। সেদিন নির্ঘাত একটি দুর্ঘটনা থেকে আমি এবং এই কমিউনিটি বেচে যায়। সমস্যা হয় কি- টক শোতে বসে একজন রাজনিতীবীদ যখন বাস্তবতা বিবর্জিত কথা বলেন তখনই রাগ উঠে। প্রেজেন্টার তো আর ফেরেশতা না। সে ও রক্ত মাংসের মানুষ। মাহি ফেরদাউস জলিল পান ব্যবসায়িদের সমালোচনা করতে গিয়ে হিন্দু সম্প্রদ্য়া চলে এসেছে। বাস্তবতা কি আমরা তো বেশীরভাগ মানুষই হিন্দু ছিলাম। চৌধুরী বংশের লোকেরা বেশী ছিল। আমার এক হিন্দু বন্ধু সিলেটে একবার বলেছিল দাদা আমাকে পারমিশন দিলে দুএকটা মুসলমানকে মার দেই? দাদা বলেছিলেন না আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। আমরা মারামারি করতে পারিনা।
আমি অবাক হয়েছি মাহি ফেরদাউস জলিলের সমালোচনা করতে গিয়ে চ্যানেল এস কে বয়কটের আহবান জানিয়েছেন আমাদের বেশ কিছু লোকেরা। এই লন্ডনে যারা এসেছেন তার্ াকিন্তু বেশীরভাগ লোকই উন্নত জীবনের জন্য এসেছেন। এসে টাকা পয়সা কামাই করেছেন। কেউ এক টাকা কমিউনিটির জন্য মিডিয়ার জন্য ব্যয় করেননি। লন্ডনে বাংলা মিডিয়ার যারা কাজ করে তাদের জন্য আমি বা আমরা কেউই কিছুই করতে পারিনি। একজন ক্যামেরাম্যান একজন রিপোর্টার কয়টাকা বেতন পায়? মিডিয়ায় যারা কাজ করে তাদেরকে উল্টো সমসালোচনা করে। ভাই সমালোচনা করার আগে নিজের অবস্থান সম্পর্কে একটু সচেতন হোন। একটি টেলিভিশন মিডিয়া লন্ডনে চালাতে কত খরচ হয় জেনে নিন। হুদাই একজন উপস্থাপক কিছুই জানেনা আপনি ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর এ মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে।
আরেকটি বিষয় আমি লক্ষ করেছি। সিলেটি ভাষাকে নিয়ে অনেকেবই ব্যঙ্গ বিদ্রোপ করেন। ২০১২ সালের কথা তখন চ্যানেল আই ইউরোপে সিলেটি একজন রিপোর্টার আমি নাম ভূলে গেছি। ঢাকা চ্যানেল আইতে নিউজ পাঠালেন- নিউজ ঢাকা অথরিটি দেয়নি। শাইখ সিরাজ সাহেব লন্ডনে আসলেন। আমি জিজ্ঞাস করেছিলাম আপনারা লন্ডন থেকে নিউজ পাঠালে নিউজ দেননা কেন? শাইখ সিরাজ সাহেব বলেছিলেন সিলেটি ভাষা চলে আসলে তো সে নিউজ দেয়া যাবেনা। ৯০ র্এ দশকে বিবিসির একজন পরিটিকেল রিপোর্টার ছিলেন স্মৃতি যদি আমার সাথে প্রতারণা না করে তাহলে সম্ভবত নাম ছিল জন সার্জেন্ট। তিনি যখন রিপোর্ট করতেন তখন তার স্কটিশ এক্সেন্ট চলে আসতো। স্কটিশরা টেনে টেনে কথা বলে। তো শাইখ সিরাজ সাহেবকে বলেছিলাম বিবিসিতে সমস্যা হয়না আঞ্চলিক ভাষা চলে আসলে আপনাদের সমস্যা হয় কেন? সিরাজ ভাই আমাকে কোনো সন্তুষ-জনক জবাব দিতে পারেননি।
শেষ কথাঃ যারা মাহি জলিলের বিষয়টি নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন তাদেরকে বলবো অযথাই কমিউনিটিতে বিবাদ সৃষ্টির চেষ্টা করবেননা। আর আতেল যারা তারা শুধু ভর্তা দিয়ে ভাত খাবেন আর লম্বা লম্বা কথা বলবেন, আর ফেইসবুকে লিখবেন। সৃষ্টি সুখের উল্লাসে নৃত্য করতে পারবেননা। কারন আপানদের লন্ডন জীবনে কোনো কিছুই সৃষ্টি করতে পারেননি, শুধু সিলেটিদের অহেতুক সমালোচনা ছাড়া। অতএব সমসালোচনা না করে সিলেটিদের সাথে মিশে যান। সিলেটিরা মানুষ হিসেবে খারাপ না। তাদের মন অন্তর খুবই ভালো। ভালো মানুষের কোনো বিকল্প নেই। আল্লাহ আমাদের সবাইকে সিলেটি নন সিলেটি হিন্দু মুসলিম হওয়ার আগে মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমীন।
বিঃদ্রঃ আমি নিজেও টিভিতে দীর্ঘদিন উপস্থাপনার কাজ করেছি। এখনোও করছি। সত্য কথা বলে যাই। এই লন্ডনে টিভি প্রেজেন্টার হিসেবে যাদের নাম স্বীকার করে নিতে হবে তাদের মধ্যে মাহি ফেরদাউস জলিল, রিয়েলিটি উয়িথ মাহি। শামসুল আলম লিটন বাংলাদেশ প্রতিদিন। উর্মি মাজহার ফ্রাইডে প্লাস। বুলবুল হাসান জনতার মঞ্চ। জেরিন। সৈয়দ গোলাম দস্তগীর নিশাদ। নাশিত রহমান, ফারহান মাসুদ খান অভিমত, সৈয়দ তানভীর আহমেদ একাত্তর টিভি অন্যতম। এরাই মুলত প্রেজেন্টিং করে মোটামুটি নাম করেছেন। সবার প্রতি শুভ কামনা রইলোা।
লেখক সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলা স্টেটমেন্ট ডট কম
সাবেক সভাপতি ইউকে বাংলা প্রেস ক্লাব
ব্যবস্থাপনা পরিচালক চ্যানেল আই ইউরোপ
লন্ডন ৯ মে ২০২০ ইংরেজী
Rafcbanglastatement@yahoo.com




https://banglastatement.com/2020/05/09/134533/