Thursday, 28 May 2020

রাজাকারদের চিফ রিক্রুটিং অফিসারকে শেখ মুজিবই পুনর্বাসিত করেছিলো?

ইতিহাস এক আজব জিনিস। হাজার কোটি টাকা খরচ করেও তাকে পরিবর্তন করা যায় না। নিন্মের লেখাটা তার জলন্ত উদাহরণ।

আওয়ামী লীগ ও বামেরা জিয়াউর রহমানকে এই বলে অভিযুক্ত করে যে জিয়াই বাংলাদেশে রাজাকারদের পুনর্বাসিত করেন। আওয়ামী বুদ্ধিজীবীদের লিখিত একাত্তরের ঘাতক ও দালালেরা কে কোথায় বইতে স্পষ্টভাবেই উল্লেখ করা আছে যে শেখ মুজিবের আমলেই রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন শুরু হয়। এটা এমন ব্যাপক ছিলো এবং রাজাকার ও স্বাধীনতা বিরোধীরা এমন গুরুত্বপূর্ণ জায়গায় স্থান পায় যে মুজিব আমলেই প্রায় সব চিহ্নিত স্বাধীনতা বিরোধী ও রাজাকারের পুনর্বাসন শেষ হয়। জিয়া পুনর্বাসিত করার মতো কোন রাজাকার পেয়েছিলেন কিনা সেটা নিয়ে গবেষণা হতে পারে।

উদাহরণ হিসেবে, লেঃ কর্নেল ফিরোজ সালাহউদ্দিনের কথাটা বলতেই হয়। তিনি মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর উপ-প্রধান এবং রাজকার বাহিনীর প্রধান রিক্রুটিং অফিসার ছিলেন। ৭২ সালের জানুয়ারিতেই পাকিস্তানের প্রতি অনুগত এই ব্যাক্তিকে রাষ্ট্রপতির সামরিক সচিবের পদে নিযুক্তি দেন শেখ মুজিব। তাঁকে এই পদে দেখে বীর মুক্তিযোদ্ধা সাফায়েত জামিলের তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। উনি এই লোককে স্যালুট করেন নাই। সেই অপরাধে তার কোর্ট মার্শাল হওয়ার উপক্রম হয়েছিল।

ফিরোজ সালাউদ্দিনকে পুনর্বাসিত করে জিয়ার দিকে আঙ্গুল তোলা কি আওয়ামী লীগের মানায়? বামেরা কি কখনো বলে রাজাকারদের চিফ রিক্রুটিং অফিসারকে শেখ মুজিবই পুনর্বাসিত করেছিলো?

No comments:

Post a Comment