Saturday, 17 January 2026
ইন্ডিয়া যদি বাংলাদেশকে আক্রমণ করে
ইন্ডিয়া যদি বাংলাদেশকে আক্রমণ করে তবে তা অবশ্যই তাদের ইস্টার্ন কমান্ড দিয়ে করবে। বাংলাদেশের পশ্চিম সীমান্ত হলো গাঙ্গেয় ব-দ্বীপ। সমতল আবাদি জমি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধী ভারতীয় সেনাবাহিনীকে জুন-জুলাইয়ে আক্রমণের নির্দেশ দেয়। কিন্তু সেনা প্রধান আক্রমণে অস্বীকৃতি জানায় বর্ষার কারণে। বর্ষায় প্লেন ভূমির বিলও নদী হয়ে যায়। এজন্য ইন্ডিয়া নভেম্বর প্রর্যন্ত অপেক্ষা করে। পানি নেমে যাবার পরে শীতের শুরুতে আক্রমণ করে।
ইন্ডিয়ার এয়ার সুপিওরিটি থাকার কারণে কনভেনশনাল যুদ্ধ সম্ভব হবে না।
আগামী ১০ বছরের মধ্যে ডিটারেন্স সক্ষমতা অর্জন করতে হবে। একইসাথে বাঁধ ধ্বংসকারী ট্রাইকিং সক্ষমতা অর্জন করতে হবে।
Subscribe to:
Comments (Atom)
