বিএনপির অনলাইন এক্টিভিস্টরা অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতন চমৎকার কাজ করছেন,উপহার দিচ্ছেন। তবে এর মাঝে একটা জিনিসের অভাব প্রকট মনে হয়, সেইটা হল লেখা বা কন্টেন্টে জোস কিংবা ঝাজের কমতি। এইটার নানামাত্রিক কারণ আছে, সরকারী দানবীয় আচরণ বাদ দিলে কয়েকটা ফ্যাক্ট একটু হাইলাইট করা দরকারঃ
১। প্রকৃতিগতভাবে বিএনপি করেন দেশের সাধারণ নিরীহ মানুষজন। এরা প্রকৃতিগতভাব্র ঝগড়াইট্টা আর অসৎ লীগারদের সাথে পেরে উঠবেন না এইটাই স্বাভাবিক। এইটার আসলে তেমন কোন সলিউশন নাই।
২। বিএনপির আমলে দেশ খালি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইছে,এইটা টোটালি মাথা থেকে ঝেড়ে ফেলেন। ৫ বারের প্রথম ২ বারের দায় আওয়ামী লীগের, এবং পরের ৩ বার সেইটার কন্টিনিউশন। বিএনপির আমলেই দুর্নীতির সুচক থেকে বাংলাদেশের নাম কাটা যায়।
৩। বিএনপি জংগীবাদের স্রষ্টা। এই প্রচারণা টোটালি বের হয়ে আসেন। প্রান্তিকভাবে সর্বহারা,জংগিবাদের পৃষ্ঠপোষকতা করেছে সব দলই,এইটাই সত্য। কিন্তু বেগম জিয়াই আব্দুর রহমান আর বাংলা ভাই নামক দুইটা শুয়রকে জেলের ভিতর ঢুকায়ে বিচার করেছিলেন।
৪। আওয়ামী লীগের চক্কর-বক্কর উন্নয়নের ধাধা দেখে বিভ্রান্ত হয়ে বিএনপির আমলে উন্নয়ন -টুন্নয়ন হয় নাই" এই ধারণার মুক্তি আবশ্যক। উন্নয়ন একটা কন্টিনিউয়াস আর রানিং প্রসেস, কোন উন্নয়নের দাবিদার কোন সরকারের একার নয়। এইটা নিয়ে সিরিজ আকারে লিখবো। খালি কথাটা মাথায় ঢুকায়ে রাখেন।
৫। বাংলাদশের ইতিহাসে একমাত্র জিয়া বাদে সব সরকারই কমবেশি চোর ছিল। এইটাই সত্য কথা। কিন্তু বিএনপি চোর-দুর্নীতিবাজ এই ধারনা থেকেও বের হয়ে আসা দরকার। বিএনপির আমলে চুরি চামারি হয় নাই এইটা কেউ বলবে না, কিন্তু আওয়ামী লীগের আমলের মতন দুই দুই বার শেয়ার বাজার কেলেংকারি, ডেস্টিনি-হলমার্ক কেলেংকারি, রিজার্ভ লুট, ব্যাংক লুট,সোনা লুটের ইতিহাস বিএনপির নাই। বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনা দেয়া মানে পাড়ার ছিচকে চোরের সাথে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ার তুলনা করা।
৬। ক্ষমতার লড়াইয়ে কেউ নিষ্পাপ নয়। বিএনপিও কোন দুধে ধোয়া তুলসি পাতা নয়। দুর্বৃত্তায়নের রাজনীতির নানাপ্রকরণে বিএনপি আওয়ামী জামাত জাপা সবাই কমবেশি জড়িত। কিন্তু অগণতন্ত্র,নষ্ট রাজনীতি,ফ্যাসিবাদ,অসুস্থ পরিবেশ তৈরিতে আওয়ামী লীগের সাথে কোনভাবেই বিএনপির তুলনা চলে না, বিএনপির কন্ট্রিবিউশন ১ তলা হইলে আওয়ামী লীগের ১০ তলা।
৭। আরেকটা প্রাইম ইস্যু হইলো জামাত। জোটবদ্ধভাবে নির্বাচন করার মানে এই না যে নিজের সব স্বকীয়তা বেচে তার কোলে গিয়ে বসতে হবে। অনেককে দেখি বিএনপি-জামাতকে আপন মায়ের পেটের ভাই ভেবে খুব সন্তুষ্ট হোন। আবার বিএনপির ট্যাগ গায়ে লাগায়ে ৭১এ জামাতের ভূমিকা ডিফেন্ড করতেও খুব অগ্রণী। এইসব সোজা বাংলায় ছেড়ে দ্যান। আপনের মুক্তিযোদ্ধা জিয়া এইগুলা শিখায়ে দিয়া যায় নাই, জিয়া আওয়ামী ফ্যাসিজমের বাইরে গিয়ে সবার জন্য শান্তিপূর্ণ সহাবস্থান চেয়েছিলেন, কিন্তু রাজাকারকে আব্বা ডাকতে বলে যান নাই। বিএনপি জামাতের মিল শুধু দুই জায়গায়, ভারত ইস্যু আর এন্টি সেক্যুলার ইস্যু, এর বাইরে সব অমিল। শাহবাগকে কেন্দ্র করে জামাত নেতাদের উপর যে অবিচার হইছে তার প্রতিবাদ করেন, কিন্তু "৭১এ জামাত সুফীসাধু ছিল, তাদের কোন বিচারের দরকার নাই, এই আলাপ মারায়েন না।"
এইগুলা সম্ভব হইলে মাথায় ঢুকায়ে নেন। নিজের আত্মশক্তিতে বলীয়ান হোন। আর কথা বলুন জোরসে।
©Tashrik Hasan
১। প্রকৃতিগতভাবে বিএনপি করেন দেশের সাধারণ নিরীহ মানুষজন। এরা প্রকৃতিগতভাব্র ঝগড়াইট্টা আর অসৎ লীগারদের সাথে পেরে উঠবেন না এইটাই স্বাভাবিক। এইটার আসলে তেমন কোন সলিউশন নাই।
২। বিএনপির আমলে দেশ খালি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইছে,এইটা টোটালি মাথা থেকে ঝেড়ে ফেলেন। ৫ বারের প্রথম ২ বারের দায় আওয়ামী লীগের, এবং পরের ৩ বার সেইটার কন্টিনিউশন। বিএনপির আমলেই দুর্নীতির সুচক থেকে বাংলাদেশের নাম কাটা যায়।
৩। বিএনপি জংগীবাদের স্রষ্টা। এই প্রচারণা টোটালি বের হয়ে আসেন। প্রান্তিকভাবে সর্বহারা,জংগিবাদের পৃষ্ঠপোষকতা করেছে সব দলই,এইটাই সত্য। কিন্তু বেগম জিয়াই আব্দুর রহমান আর বাংলা ভাই নামক দুইটা শুয়রকে জেলের ভিতর ঢুকায়ে বিচার করেছিলেন।
৪। আওয়ামী লীগের চক্কর-বক্কর উন্নয়নের ধাধা দেখে বিভ্রান্ত হয়ে বিএনপির আমলে উন্নয়ন -টুন্নয়ন হয় নাই" এই ধারণার মুক্তি আবশ্যক। উন্নয়ন একটা কন্টিনিউয়াস আর রানিং প্রসেস, কোন উন্নয়নের দাবিদার কোন সরকারের একার নয়। এইটা নিয়ে সিরিজ আকারে লিখবো। খালি কথাটা মাথায় ঢুকায়ে রাখেন।
৫। বাংলাদশের ইতিহাসে একমাত্র জিয়া বাদে সব সরকারই কমবেশি চোর ছিল। এইটাই সত্য কথা। কিন্তু বিএনপি চোর-দুর্নীতিবাজ এই ধারনা থেকেও বের হয়ে আসা দরকার। বিএনপির আমলে চুরি চামারি হয় নাই এইটা কেউ বলবে না, কিন্তু আওয়ামী লীগের আমলের মতন দুই দুই বার শেয়ার বাজার কেলেংকারি, ডেস্টিনি-হলমার্ক কেলেংকারি, রিজার্ভ লুট, ব্যাংক লুট,সোনা লুটের ইতিহাস বিএনপির নাই। বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনা দেয়া মানে পাড়ার ছিচকে চোরের সাথে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ার তুলনা করা।
৬। ক্ষমতার লড়াইয়ে কেউ নিষ্পাপ নয়। বিএনপিও কোন দুধে ধোয়া তুলসি পাতা নয়। দুর্বৃত্তায়নের রাজনীতির নানাপ্রকরণে বিএনপি আওয়ামী জামাত জাপা সবাই কমবেশি জড়িত। কিন্তু অগণতন্ত্র,নষ্ট রাজনীতি,ফ্যাসিবাদ,অসুস্থ পরিবেশ তৈরিতে আওয়ামী লীগের সাথে কোনভাবেই বিএনপির তুলনা চলে না, বিএনপির কন্ট্রিবিউশন ১ তলা হইলে আওয়ামী লীগের ১০ তলা।
৭। আরেকটা প্রাইম ইস্যু হইলো জামাত। জোটবদ্ধভাবে নির্বাচন করার মানে এই না যে নিজের সব স্বকীয়তা বেচে তার কোলে গিয়ে বসতে হবে। অনেককে দেখি বিএনপি-জামাতকে আপন মায়ের পেটের ভাই ভেবে খুব সন্তুষ্ট হোন। আবার বিএনপির ট্যাগ গায়ে লাগায়ে ৭১এ জামাতের ভূমিকা ডিফেন্ড করতেও খুব অগ্রণী। এইসব সোজা বাংলায় ছেড়ে দ্যান। আপনের মুক্তিযোদ্ধা জিয়া এইগুলা শিখায়ে দিয়া যায় নাই, জিয়া আওয়ামী ফ্যাসিজমের বাইরে গিয়ে সবার জন্য শান্তিপূর্ণ সহাবস্থান চেয়েছিলেন, কিন্তু রাজাকারকে আব্বা ডাকতে বলে যান নাই। বিএনপি জামাতের মিল শুধু দুই জায়গায়, ভারত ইস্যু আর এন্টি সেক্যুলার ইস্যু, এর বাইরে সব অমিল। শাহবাগকে কেন্দ্র করে জামাত নেতাদের উপর যে অবিচার হইছে তার প্রতিবাদ করেন, কিন্তু "৭১এ জামাত সুফীসাধু ছিল, তাদের কোন বিচারের দরকার নাই, এই আলাপ মারায়েন না।"
এইগুলা সম্ভব হইলে মাথায় ঢুকায়ে নেন। নিজের আত্মশক্তিতে বলীয়ান হোন। আর কথা বলুন জোরসে।
©Tashrik Hasan