Wednesday, 9 December 2020

ফরাসিতে Relative Pronoun গুলোর ব্যবহার

 Relative Pronoun

Relative Pronoun বলতে আমরা Who, which, whom, that ইত্যাদি বুঝে থাকি।  ইংরেজিতে আমরা অনেক সময় ইচ্ছে করলে এটিকে বাদ দিতে পারলেও ফরাসিতে কখনো বাদ দেয়া যায় না। গুরুত্বপূর্ণ Relative Pronoun গুলোর ব্যবহার : 

                1.  Que বা Qu'

Whom, Which, That ইত্যাদি অর্থে সাধারণত que ব্যবহৃত হয়। Que সব সময় verb- এর object কে Replace করে।

Voici Mr Rahman que tu connais déjà.

C'est un livre français que j'aime

J'aime la voiture que Dilu a achetée.

               2. Qui

Who,which, That  ইত্যাদি অর্থে Qui ব্যবহৃত হয়।  এটি সবসময় verb-এর Subject কে Replace করে। 

Je voudrai acheter le livre qui est écrit par Mr Rahman.

               3.Où 

এটি সম সময় Time ও space কে Replace করে।তাই সাধারণত Où + Subject বসে।

Voici la maison où Mr Rahman vit.

              4. Ce que 

Which, বা What অর্থে এটি ব্যবহৃত হয় যার অর্থ দাঁড়ায় that, which এটি verb এর object হিসাবে ব্যবহৃত হয় : j'ai écrit  tout ce que vous avez dit.

je vais vous dire ce que j'ai fait.

                5. Ce qui 

এটি verb-এর  subject হিসাবে ব্যবহৃত হয়ে উপরেরটির মতো একই অর্থ প্রকাশ করে :

Dites-moi ce qui est arrivé.

Il n'y pas de libre française, ce qui EST important.

               6. Dont

এটি whose, of whom, of which অর্থে ব্যবহৃত হয়। 

Les livres dont nous avos parlé.

Sylhet est un endroit dont le thé est célèbre.

                7. Lequel 

which বা whom অর্থে এটি ব্যবহৃত হয়।  এটির আরো তিনটি রূপ আছে। laquelle, lesquels, lesquelles.

এটি সব সময় preposition -এর পূর্বে বসে এবং subject - এর Number ও gender-এর  সাথে agree হয় : 

La maison, à laquelle je vais vous conduire.

La fenêtre par laquelle est entré.