Saturday, 2 August 2025
আমার জন্ম কোলকাতা কিন্তু আমরা নোয়াখাইল্ল্যা
আমার জন্ম কোলকাতা কিন্তু আমরা নোয়াখাইল্ল্যা...
দেশের বাড়ির জন্য সবসময় অন্যরকম এক অনুভূতি কাজ করে কারণ আমার বাবা,মা,জ্যাঠা,কাকাদের প্রায় সকলের জন্মস্থান নোয়াখালী বেগমগঞ্জে।
আমার বয়স বর্তমান ৬৭ বছর।১৯৪৬ এর সাম্প্রদায়িক দাঙ্গার অল্প কিছু দিন আগে আমার 'ন 'কাকা উপেন্দ্র কিশোর কর কলকাতায় চলে আসেন।আমার জ্যাঠামশাই নগেন্দ্র কিশোর কর অবিভক্ত বাংলাদেশের আমিন ছিলেন তিনি কর্ম সূত্রে দিনাজপুরের বাসিন্দা হয়েছিল বর্তমান এপার বাংলার রায়গঞ্জে।দাঙ্গা শুরু হওয়ায় আমার মা ঠাকুমা ছোট কাকা দ্বিজেন্দ্র কিশোর কে নিয়ে কলকাতার বাবা কাকার কাছে চলে আসন। শুধু সেজ কাকা হেমচন্দ্র কিশোর নোয়াখালীর বেগমগঞ্জে থেকে যায়,পরবর্তীকালে তার কোন খবর জানা নেই।আমাদের বাড়িটি বেগমগঞ্জে 'কর' বাড়ি নামে পরিচিত ছিল।
মৃত্যুর শেষদিন অবধি বাবা মা নোয়াখালীর ভাষা ছাড়া কোলকাতার ভাষা রপ্ত করতে পারে নি।মায়ের উচ্চারণ ব্যায়াম গঞ্জের উত্তরে করে গো বাড়ী -----। বাবা মারা যান ১৯৮৭ সালে মা ১৯৯২ সালে কাকা জ্যাঠার তার আগেই মারা গিয়েছে।আমি যতটুকু জানি ব্যয়ামগঞ্জ বলে কোন জায়গা ছিল না বেগম গঞ্জে কথা জানি।নোয়াখালী হতে উদ্বাস্ত হয়ে কোলকাতা আসার পর আমার জন্মের পর থেকেই দেখেছি জীবন ধারনের জন্য বহুমূখি সংগ্রাম করেছে আমাদের পরিবার।পরবর্তীকালে সকলেই এপার বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে।
এখন শুধু মনে চায় পূর্বপুরুষের ভিটের একমুঠো মাটি এনে আমার বাবা মায়ের চরণ মন্দিরে রেখে মাথা ঠেকাই।জানি খুঁজে পাওয়া দূরুহ।তবু বিফলতায় কখনও হয়তো জীবনের শেষে সফলতা আসবে।
আবার ও আপনাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আর্তিটা।
গোপাল কৃষ্ণ কর
কোলকাতা
+919830357133
Subscribe to:
Posts (Atom)