Wednesday 21 June 2023

রাজনৈতিক সংকটের কি সুন্দর একটা সমাধান প্রস্তাব করেছিল বিএনপি

ফিফটিন্থ এমেন্ডমেন্টের সংবিধানিকতা নিয়ে কত বড় একটা সেমিনার করে ফেললো বিএনপি তার কোন খবর মিডিয়ায় দেখিনা, ফেসবুকেও দেখিনা ۔ এর আগে , মাস ছয়েক বা তারও আগে চলমান রাজনৈতিক সংকটের কি সুন্দর একটা সমাধান প্রস্তাব করেছিল বিএনপি তা নিয়েও খুব বেশী হৈচৈ নেই ۔ ইলেকশনের পরে সব দল থেকে যোগ্যদের নিয়ে জাতীয় সরকার করার ঘোষণা , দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন , উচ্চ কক্ষে পেশাজীবী মানুষদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা যা অনেকটা ইংল্যান্ডের হাউজ অব লর্ডসের আদলে , এসমস্ত যুগান্তকারী কথাগুলো নিয়ে কারো কোন মাথাব্যথা নেই ۔ এই মিডিয়াকে এই ফ্যাসিবাদ দাবায়ে রাখছে বুঝলাম , মুক্তভাবে লেখালেখি করে এমন ফেসবুকাররাও বিএনপির কনসেপ্টগুলো নিয়ে আলাপ করেনা ۔ আহারে , পেশিশক্তি প্রয়োগ করেনা দেখে বিএনপিকে খুব দুর্বল ও নাজুক মনে করে সবাই , বহুদিন ক্ষমতাহারা হয়ে বেচাহারা টাইপের একটা ইমেইজ যেন লেপ্টে গেছে বিএনপির চেহারায় , তাইনা ? ডোন্ট ওরি , এইটা বেশীদিন থাকবেনা ۔