Wednesday, 21 June 2023
রাজনৈতিক সংকটের কি সুন্দর একটা সমাধান প্রস্তাব করেছিল বিএনপি
ফিফটিন্থ এমেন্ডমেন্টের সংবিধানিকতা নিয়ে কত বড় একটা সেমিনার করে ফেললো বিএনপি তার কোন খবর মিডিয়ায় দেখিনা, ফেসবুকেও দেখিনা ۔
এর আগে , মাস ছয়েক বা তারও আগে চলমান রাজনৈতিক সংকটের কি সুন্দর একটা সমাধান প্রস্তাব করেছিল বিএনপি তা নিয়েও খুব বেশী হৈচৈ নেই ۔
ইলেকশনের পরে সব দল থেকে যোগ্যদের নিয়ে জাতীয় সরকার করার ঘোষণা , দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন , উচ্চ কক্ষে পেশাজীবী মানুষদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা যা অনেকটা ইংল্যান্ডের হাউজ অব লর্ডসের আদলে , এসমস্ত যুগান্তকারী কথাগুলো নিয়ে কারো কোন মাথাব্যথা নেই ۔
এই মিডিয়াকে এই ফ্যাসিবাদ দাবায়ে রাখছে বুঝলাম , মুক্তভাবে লেখালেখি করে এমন ফেসবুকাররাও বিএনপির কনসেপ্টগুলো নিয়ে আলাপ করেনা ۔
আহারে , পেশিশক্তি প্রয়োগ করেনা দেখে বিএনপিকে খুব দুর্বল ও নাজুক মনে করে সবাই , বহুদিন ক্ষমতাহারা হয়ে বেচাহারা টাইপের একটা ইমেইজ যেন লেপ্টে গেছে বিএনপির চেহারায় , তাইনা ?
ডোন্ট ওরি , এইটা বেশীদিন থাকবেনা ۔
Subscribe to:
Posts (Atom)