Sunday, 21 February 2021

সাতচল্লিশ সালের দেশ ভাগ

 সাতচল্লিশ সালের দেশ ভাগে এই ভুখন্ড পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ), আমাদের বাপ দাদারা যদি জিন্নাহর কথা মতো পাকিস্তানে যোগ না দিয়ে ভাষার আলোকে পৃথক বাঙালি মুসলিম স্বাধীন দেশ করতো কিংবা পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান যৌথ না হয়ে পৃথক ভাবে দুটি দেশ স্বাধীন হতো তাহলে আটচল্লিশ সালেই হায়দ্রাবাদের মতো ভাগ্যবরণ করতে হতো আমাদের এই ভূখণ্ডের  l 


হায়দ্রাবাদের নিজাম পৃথক স্বাধীন দেশ না রেখে জিন্নাহর আহবানে সাড়া দিয়ে যদি পাকিস্তানে যোগ দিতো কিংবা পাকিস্তানের সাথে কোয়ালিশন করতো তাহলে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু দেশ ভাগের এক বছরের মাথায় স্বাধীন হায়দ্রাবাদ দখল করতে সাহস পেতো না l


হায়দ্রাবাদ ভারতের পেটের মধ্যে একটি মুসলিম স্বাধীন দেশ ওটা নেহেরুর সহ্য হয়নি তাই দখল করে নিয়েছিল l আমাদের এই ভূখণ্ডও ভারতের পেটের মধ্যে কিন্তু নেহেরু দখল করার সাহস পায়নি কারণ এই ভূখণ্ড তখন পাকিস্তানের সাথে একীভূত হয়ে গিয়েছিল l উল্টো পাকিস্তানই কাশ্মীরের 33% দখল করে নিয়ে আজাদ কাশ্মীর নাম দিয়ে একটি সেপারেট প্রদেশ প্রতিষ্ঠা করলো l 

নেহেরু পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ ) চারগুন বড়  হায়দ্রাবাদ দখল করে ফেললো কিন্তু পূর্ব পাকিস্তানকে দখল করতে পারছেনা যৌথ পাকিস্তানের ভয়ে এটা নেহেরুকে খুব পীড়া দিচ্ছিলো l 


যখন সাতচল্লিশে সদ্য কায়েমকৃত পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান নামের যৌথ নাম পাকিস্তানের সীমানা পিলার বসাতে ব্যস্ত , সিলেটকে পুনরুদ্ধারে গণভোট নিয়ে ব্যস্ত , খুলনাকে রক্ষা করার জন্য সবুর খান ও শের ই বাংলা ব্যস্ত __ ঠিক ওই মুহূর্তে এই ভূখণ্ডে বাংলা ভাষা ইস্যু ঢুকিয়ে দেওয়া হলো l সংসদে কার মাধ্যমে প্রস্তাব আকারে  ঢুকিয়ে দেওয়া হয়েছিল সে নামটি আপনারা সবাই জানেন l আমি মনে করি সদ্য স্বাধীন পাকিস্তানকে অস্থিতিশীল করতে ওটাই ছিল হিন্দুস্তানের এক সুদূর প্রসারী ট্র্যাপ l 

যৌবনের উন্মাদনায় তখন সেই হট কেক ইস্যুটি সবাই গ্রহণ করে ভাষা আন্দোলন শুরু করে l 


পৃথিবীতে ভাষা আন্দোলন শুধু বাংলাদেশেই হয়নি , বিভিন্ন সময় বিভিন্ন  দেশে হয়েছে l কিছু কিছু দেশ ছাড়া সবগুলো দেশেই ভাষা আন্দোলন সফল হয়েছে এবং নিজ ভাষাকে রাষ্ট্রীয় ভাবে নিশ্চিত করেছে l 

আমাদের দেশে মাত্র পাঁচজন ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে কিন্তু অন্যান্য দেশে অনেক বেশি l 

দক্ষিণ আফ্রিকায় জুলু ভাষা রক্ষার দাবীতে স্কুলের কিশোররা সংগ্রাম করে এবং একশত জন প্রাণ দেয় এর প্রায় আশি জনই ছিল কিশোর ছাত্র l লাটভিয়া , যুক্তরাষ্ট্র , কানাডার পূর্বাঞ্চল, ভারতের মাদ্রাজ ও আসামে ভাষা নিয়ে আন্দোলন হয় এবং রক্ত দেয় l মাদ্রাজে প্রায় দুই বছর আন্দোলন চলে এবং পঁচিশ জন প্রাণ হারায় , আসামের শিলচর রেইল স্টেশনে অসমীয়া ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে রাখার দাবীতে ১১জন প্রাণ দেয় l সেই রেলস্টেশনের নাম শিলচর পাল্টিয়ে  এখন "ভাষা শহীদ স্টেশন" l 


প্রতিটি দেশেই সরকারগুলো যুগে যুগে ভাষা আন্দোলনের দাবি মেনে নিয়েছে , আমাদের দেশেও ১৯৫৬ সালে ভাষা আন্দোলনের দাবি মেনে নিয়ে উর্দুর পাশে বাংলাকে স্থায়ী রূপ দিয়েছিল পাকিস্তান সরকার l তারই প্রেক্ষিতে  এখনো করাচিতে মোহাম্মদ আলী জিন্নাহর কবরের নাম ফলকে উর্দু ও বাংলা দুটো ভাষাতেই লিখা রয়েছে l 


প্রশ্ন হলো , বিশ্বের যেসকল দেশে বিভিন্ন সময়ে ভাষা আন্দোলন করেছে এবং সফল হয়েছে তাঁরা সেখানেই ইস্যুটার যবনিকা টেনে দিয়েছে , তাঁরা বছর বছর  এটা নিয়ে গণজাগরণ করেনা  কিন্তু আমরা করি __ তাহলে কি ওদের চেয়ে আমরা বেশি মেধাবী ?