Saturday, 20 August 2016

যুবকদের পড়নে মুজিবকোট আর জঙ্গিদের হাতে বন্দুক--সমান বিপজ্জনক।

যুবকদের পড়নে মুজিবকোট আর জঙ্গিদের হাতে বন্দুক--সমান বিপজ্জনক।
২।
আপনার হাতে সবুজ পাসপোর্ট থাকলেই কি আপনি স্বাধীন? নাগরিকের আইডি থাকলেই নাগরিক? বাড়ীর ঠিকানা বাংলাদেশে হলেই আপনার বাড়ি বাংলাদেশে?
না। আপনার সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। কাজীর গোড়ূ আপনি, খাতায় আছেন, গোয়ালে নেই। আপনার নয়া মানচিত্র এঁকেছে মোদী। এখন আর পাকিস্তানী, বাংলাদেশী, পাহাড়ি বাঙালী কোণটাই নন বরং জয় হিন্দ।
৩।
হাসীনার বূক আর পেছনের কাপড় সব খূলে গেলে তার উপর দিয়েই যাচ্ছে আখাওড়া টূ কলকাতার ট্রেন। পায়ড়া বন্দর টূ মুম্বাইয়ের জাহাজ।
৪।
মীরজাফরের বিরুদ্ধে রাস্তায় নেমে দেশপ্রেম দেখাতে হবে। নাহলে, মোদীকে সব দিয়ে দেবে। আর সে ফেরত দেবে না।
কোহিনুর ফেরত চেয়ে আদালতে হেরে গেছে দিল্লী।। কারণ ব্রিটিশ আদালত বলেছে ওরা সেটা লিখিত ভাবে পেয়েছে।
হাসিনাও যা দিচ্ছে, সব লিখিত নিচ্ছে মোদী। ওরা এত বোকা ণা। ফেরত চাইলে বলবে, হাসিনাকে বলুন। তখন কেও আর হাসীনাকে খুঁজে পাবে না। আন্দোলন চাই।