Friday, 26 December 2025
ওসমান হাদিকে জঙ্গি ট্যাগ দিয়া সব ভিডিও নামিয়ে ফেলতে অনুরোধ করছে ভারত!
ওসমান হাদি ভাইকে জ*ঙ্গি ট্যাগ দিয়া সব ভিডিয়ো নামিয়ে ফেলতে অনুরোধ করছে ভা*রত!
ফেসবুক সেটাই করছে! চিন্তা করেন সা** একজন মৃত হাদির কণ্ঠকে কতোটা ভয় পাচ্ছে।
এবার বাস্তবতায় আসেন, পাকি*স্তানের কিচ্ছু নাই কিন্তু বিদেশী শক্তি থেকে দেশটা সেইফ!
উত্তর কোরিয়ারও কিচ্ছু নাই কিন্তু দেশটা সেইফ!
ই*সরায়েলের কিচ্ছু ছিলো না ,বর্তমানে যেখানে আছে ঐ দেশটাও তাদের নিজের না কিন্তু তাদের দেশটা সেইফ।
ইন্ডি*য়া সামরিক শক্তি দিয়া বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ কিন্তু পাকি*স্তানের একটা পশম ছেড়ার ক্ষমতা ইন্ডি*য়ার নাই।
ইস*রায়েল পুরো মধ্যপ্রাচ্যেকে নাকানিচুবানি খাওয়াচ্ছে। ইরান ছাড়া তাদের কেউ কিছু করার ক্ষমতা নাই।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরি*কা কিন্তু ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত উত্তর কোরিয়াকে স্বয়ং যুক্তরাষ্ট্র এতো হুমকিধামকির পরেও একটা পশম ছিড়তে পারে নাই।
ট্রাম্প হুমকি দিলে পাল্টা হুমকি দিতো উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমজংউন!
ট্রম্প উত্তর কোরিয়াতে সামান্য আক্রমণ করার সাহস দেখাইনি।
অথচ কয়দিন আগে ভেনিজুয়েলাতে ঠিকি আক্রমণের হুমকি দিয়া আক্রমণ করছে।
শুনেন, আজকের শক্তিশালী পাকি*স্তান ইন্ডি*য়াকে হুমকি মনে করেই বহু বছরে শক্তিশালী হইছে।
আজকের শক্তিশালী উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রেকে হুমকি হিসেবে নিয়েই শক্তিশালী হইছে।
আজকের ভুমিহীন ই*রায়েল পুরো মধ্যপ্রাচ্যে দাদাগিরি করছে মধ্যপ্রাচ্যেকে হুমকি হিসেবে মনে করেই!
এবার আসেন,
বাংলাদেশকে কেউ হুমকিধামকি দেয় না?
দেয়!
তাহলে বাংলাদেশের জন্য হুমকি কে?
চীন,পাকিস্তান?
মোটেই না!
চীন ,পাকিস্তান কখনো বাংলাদেশের দখল করতে আসবে না।
ঐ দুইটা দেশের মানুষের বাঙালির প্রতি কোন ক্ষোভ ,অভিযোগ ,শত্রুতা দেখি না।
কিন্তু আমাদের তথাকথিত বন্ধুদেশের মানুষগুলোর বক্তব্য প্রায় শুনি।
রাজনৈতিক নেতা, মিডিয়া, সামরিক কর্তা , এমনকি উগ্রবাদী হিন্দুদের মনে ভয়ংকর লেভেলের ক্ষোভ।
তারা শুধু পারে না বাংলাদেশের মুসলিমদের পানি ছাড়া গিল্লা খেয়ে ফেলতে।(সবাই না মেক্মিমাম)
ইন্ডি*য়ার সরকার কিংবা রাজনৈতিক দলগুলো ব্যবহার শুনছেন?
আসামের মন্ত্রী বলছিলো, চট্টগ্রাম নাই করে দিবে।
শুভেন্দু বলছিলো ৪ টা ড্রোন দিয়া বাংলাদেশের ঢাকা ধ্বংস করে দিবে।
উগ্র*বাদী হিন্দুরা বলে দেশের এক পাশ থেকে আরেক পাশে হেটে গিয়ে বাংলাদেশকে পিশে দিবে।
কলকাতার শুধু একদিনের ময়লা দিয়া বাংলাদেশকে ঢেকে দিবে।
বাংলাদেশ নামক দেশটাকে মানচিত্র থেকে মুছে ফেলবে।
কেউ কেউ বাংলাদেশে সামরিক অভিযান আর ট্রাইকের কথা বলছে।
বিপ্লবীদের সীমান্তে এনে গুলি করে করে মারবে।
বিপ্লবী কারা? যারা বাংলাদেশপন্থী, সুজা কথা যারা দিল্লির দাসত্ব মানতে রাজি না।
যারা ভার*তের আধিপত্যবাদের বিরুদ্ধে বলে তাদের জ*ঙ্গি তকমা দিচ্ছে।
খুব প্ল্যান করে দেশপ্রেমিক ৫৭ জন অফিসার নাই করে দিছে।
বাংলাদেশের টেরোরিস্টদের তারা লালনপালন করছে।
বন্যার সময় ডুবিয়ে মারে আর পানি না দিয়ে খরায় মারে।
তারপরেও কি এক বেলা না খাইয়া সামরিকভাবে শক্তিশালী হওয়া জরুরি মনে করেন না?
তারপরেও কি দিল্লির দাসত্বের শিকল ভেঙে আজাদী হয়ে চলতে ইচ্ছে করে না?
আপনারা কি দেখেন না, পুরো পৃথিবীতে শক্তির প্রতিযোগিতা চলছে। যুদ্ধ নীতিতে সবাই এগোচ্ছে আমাদের মতো কয়েকটা বো**চো**দা দেশ ছাড়া।
যাদের শক্তি বেশি তারাই দুর্বলদের উপর আক্রমণ করছে।
দুর্বল দেশগুলোকে শক্তিশালী দেশগুলো শোষণ করছে।
তাদের আধিপত্য সহ্য করতে না পারলেই কোন কারণ ছাড়াই আক্রমণ করছে।
হাজার হাজার সিভিলিয়ান মেরে ফেলছে।
দেশে দেশে গৃহযুদ্ধ লাগিয়ে রাখছে।
এখন হয়তো আপনাদের হুশ ফিরবে না, তবে ফিরবে যেদিন সত্যিই সার্জিক্যাল স্টাইক করে কয়েক হাজার মানুষ মেরে ফেলবে!!!
©️Anisur Rahman
Subscribe to:
Comments (Atom)
