Wednesday, 5 October 2016

ভালোবাসা/প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার অধিকার নারীর রয়েছে।

ভালোবাসা/প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার অধিকার নারীর রয়েছে।সঙ্গী নির্বাচন করা এবং সঙ্গীকে ত্যাগ করার অধিকার সকল মানুষের আছে। রাষ্ট্রীয় সন্ত্রাস এই স্বাধীনতা এবং অধিকারের অন্তরায়। বিংশ শতাব্দীতে এসে যদি তথাকথিত ''পৌরুষে'' আঘাত লেগেছে বলে কোনো নারীকে খুন করা হয় এই দায় রাষ্ট্রের এবং সকল পুরুষের। বরাবরের মতো ছাত্রলীগ নামক এই দানব বাহিনীর পক্ষে দাঁড়াবে রাষ্ট্র। রাষ্ট্রীয় শোষণ বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ান সেই সাথে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা ''অবৈধ ক্ষমতাসীনদের'' উৎখাতে শপথ নিন।