Sunday, 2 January 2022

কোন মৃত ব্যক্তি জীবিতদের চেয়ে শক্তিশালী এটা বলা কি কোনো প্রধান বিচারপতির কাজ !!!

 বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শপথ নিয়েই বললেন “জনৈক মৃত ব্যক্তি, জীবিত ব্যক্তির চেয়েও শক্তিশালী” !!!!! 

অথচ নাগরিকরা আশা করেছিল তিনি বলবেন “আইনের শাসন, বিচার পাওয়ার অধিকার, বাক স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা” সম্পর্কিত বিষয়ে। 


কোন মৃত ব্যক্তি জীবিতদের চেয়ে শক্তিশালী এটা বলা কি কোনো প্রধান বিচারপতির কাজ !!! এছাড়াও বিচারপতি ফয়েজ বলেছেন “প্রত্যেকটা বিচারপতি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে কথা বলেছেন” ব্যক্তি বিশেষের প্রতি ব্যক্তির শ্রদ্ধা থাকতেই পারে তাই বলে একথা গণমাধ্যমে বলতে হবে !!! 


শপথ নিয়েই একজন প্রধান বিচারপতি এমন “দলদাস” সুলভ আচরণ, বালখিল্য মন্তব্য করবেন এটা সত্যিই হতাশাজনক। 


নব নিযুক্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। হাসান ফয়েজ সিদ্দিকী প্রায় দুই বছর প্রধান বিচারপতির আসনে থাকবেন। 


২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশের পরবর্তী নির্বাচন হওয়ার কথা।এই সময় তাঁর এই নিয়োগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে তাঁর এই মন্তব্য আমাদের মতো গণতন্ত্রকামি এবং স্বাধীন বিচার ব্যবস্থার সমর্থকদের জন্য বিশাল হতাশা। 

No comments:

Post a Comment