Sunday, 18 January 2026
শাহবাগে চিৎকার করে বলেছিলেন একটা মারলে ১০ টা দাঁড়াবো,
২৪ এর গণআন্দোলনে যে ভদ্র মহিলা শাহবাগে চিৎকার করে বলেছিলেন আমি আমার সন্তান দের ছেড়ে শাহবাগ ত্যাগ করবো না, আবু সাঈদ আমার সন্তান,
মুগ্ধ আমার সন্তান, ওয়াসিম আমার সন্তান,
উনিই ড. সায়মা ফেরদৌস।
যে ভদ্র মহিলা শাহবাগে চিৎকার করে বলেছিলেন একটা মারলে ১০ টা দাঁড়াবো, ১০ টা মরলে হাজারটা দাঁড়াবো - তিনি ছিলেন বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.সায়মা ফেরদৌস।
যে মা তার ছেলেকে পুলিশ হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যাওয়ার সময় ছেলের পিঠে হাত চাপড়িয়ে বলেছিল ভয় পাসনে বাবা, জালিমের পতন হবে। সেই ভদ্র মহিলা ছিলেন বিএনপির ভাইস চেয়ারময়ান বরকতুল্যাহ বুলুর স্ত্রী।
সুতরাং এই সমস্ত মানুষদের এখন হেয়ো করে মিস্টার সারজিস, হাসনাত তোমরা যা করছো, তা চরম বেয়াদবি এবং ধৃষ্টতা।
ডিবি অফিসে তোমরা পুলিশের একদিনের অত্যাচার সহ্য করতে না পেরে আন্দোলন প্রত্যাহার করে বিবৃতি দিয়েছিলে। সেদিন ডিবি অফিসের গেটে যে ভদ্র মহিলা চিৎকার করে বলেছিল আমার সন্তানদেরকে ফেরত দিন, তাদের উপর অত্যাচার বন্ধ করেন, আমার সন্তানদের না নিয়ে আমি বাড়িতে যাব না। এই অত্যাচার দেখে আল্লাহর আরশ কাঁপে শেখ হাসিনার কাঁপে না, তার কাঁপে না? তিনিই ড. সায়মা ফেরদৌস বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীর মেয়ে।।
সংগ্রহীত পোস্ট......
#viral
#everyoneactivefollowersシfypシ゚viralシalシ
@highlight
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment