Sunday, 23 February 2020

পাপিয়া এবং খদ্দেরলীগ সমাচার

গতকাল থেকে এক পাপিয়া নিয়ে অনলাইন মাতোয়ারা, কিন্তু এত কেনো! সে কি করেছে? কাউকে জোর করে কিছু করেছে কি? সরকারী লীগের যেসব রথি মহারথিরা দেশসেবা(!) করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যেত, তাদের সেবা করতে পাপিয়া প্রেসিডেন্সিয়াল সুইট ভাড়া করেছিল। যে মানের খদ্দেররা যেখানে যেত, তাদের জন্য প্রেসিডেন্সিয়াল সুইট না থাকলে মানান সই হয় কি? এজন্য তাকে মাসে বিল দিতে হত ৩ কোটি টাকা, ডেইলি মদের বিল দিত আড়াই লক্ষ টাকা!

ড্যাডিবর্ষে সেবার মান তো এমনই হওয়া উচিত! তবে পা্প্পি মাসি ঝামেলা বাধিয়েছে- মধুকরদের স্টিল ও ভিডিও রেকর্ড ধরে রাখত! অনেকের এক্স-রেটেড ভিডিও নাকি অনলাইনে এসে গেছে। এটাই হয়েছে তার কাল, কিন্তু যারা সেখানে গিয়ে মাল গিলত এবং খসাত, তারা এখন সবাই দুধে ধোয়া তুলশিপাতা! তবে হামিদ ছাব, তোফা ছাব, কামাল ছাব, বেনজির ছাব, জয় ছাব, মেয়র ছাব, মোল্লাজি- এদের সাথে পাপিয়া খালার পিকচার দেখেই আবার যেনো মনে করিয়েন না এদের সবার রগরগে ভিডিও পাবেন, কারণ যারা ধরেছে, তাদের গুরু যদি ওখানকার ভিজিটর হয়, তবে তাদের বাঁচানোর মহান দায়িত্ব কার? তাই সবকিছু পাওয়া যাবে না।

নারীদের দিয়ে জোর করে দেহব্যবসা, মাদক, চাঁদাবাজি, চাকরি দেয়া ও কর্মকর্তাদের বদলী বানিজ্য, টেণ্ডারবাজিসহ ভয়ঙ্কর অপরাধ কর্মকাণ্ডের জন্য পাপিয়াকে এখন গালমন্দ করছে অপু উকিল, সাবিনা আক্তার তুহিনরা, কিন্তু এরা কি কেউ কম যায়? অনেকেই আছে এই র‌্যাকেটিয়ারে। সত্যি কি সমাজবিরোধী এসব ক্রিমিনালরা ধরা পড়বে, নাকি দেখতে হবে- লোকদেখানো অপারেশনের নামে ক্যাসিনো সম্রাটকে সরিয়ে দিয়ে ধামাচাপা দেয়ার পূণরাবৃত্তি?





No comments:

Post a Comment