আজকে ফেনী মুক্ত দিবস।
আর ছবিতে যাকে দেখছেন মুক্তিযোদ্ধাদের মাঝে সনদ বিতরণ করছেন,উনার নাম বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি
জয়নাল)।মুক্তিযুদ্ধের সময় যিনি ছিলেন বাংলাদেশে লিবারেশন ফোর্সের জোনাল কমান্ডার,যার হাতে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হয় মুক্ত ফেনীর বুকে। যার বর্তমান পরিচয় হচ্ছে ফেনী সদর-২ আসনের ধানের শীষ মনোনীত বিএনপির প্রার্থী।
সারা দেশে প্রতি জেলায় এমন অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা শহীদ জিয়ার বিএনপির অংশ হয়ে দেশের সেবা করে যাচ্ছেন নীরবে। মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি ব্যাবসা করে না।মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি এবং তাঁর সমর্থকেরা গর্ব করে। একারনেই তারেক রহমান সহ বিএনপির কোটি সমর্থক গর্ব করে বলতে পারে।
"বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল নয়,বিএনপি হচ্ছে
মুক্তিযুদ্ধের দল মুক্তিযোদ্ধাদের দল"
পোষ্ট কার্টেসীঃ Monirul Hasan
আর ছবিতে যাকে দেখছেন মুক্তিযোদ্ধাদের মাঝে সনদ বিতরণ করছেন,উনার নাম বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি
জয়নাল)।মুক্তিযুদ্ধের সময় যিনি ছিলেন বাংলাদেশে লিবারেশন ফোর্সের জোনাল কমান্ডার,যার হাতে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হয় মুক্ত ফেনীর বুকে। যার বর্তমান পরিচয় হচ্ছে ফেনী সদর-২ আসনের ধানের শীষ মনোনীত বিএনপির প্রার্থী।
সারা দেশে প্রতি জেলায় এমন অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা শহীদ জিয়ার বিএনপির অংশ হয়ে দেশের সেবা করে যাচ্ছেন নীরবে। মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি ব্যাবসা করে না।মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি এবং তাঁর সমর্থকেরা গর্ব করে। একারনেই তারেক রহমান সহ বিএনপির কোটি সমর্থক গর্ব করে বলতে পারে।
"বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল নয়,বিএনপি হচ্ছে
মুক্তিযুদ্ধের দল মুক্তিযোদ্ধাদের দল"
পোষ্ট কার্টেসীঃ Monirul Hasan
No comments:
Post a Comment