Wednesday, 29 January 2025

বাংলাদেশের সাথে পাংগা নিয়ে ভাড়তের মোট অর্থনৈতিক লাভ হইল প্রায় ১২০ বিলিয়ন মার্কিন ডলার।

জুলাই বিপ্লবের পর বাংলাদেশ থেকে ভাড়তে পর্যটক যাওয়া বন্ধ হওয়াতে শুধু পর্যটন খাতেই ভাড়তের ক্ষতি প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার। ভিসা ফি থেকে আয় হতো বছরে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। চিকিতসা খাতে ভাড়তের মোট আন্তর্জাতিক রোগীর ৮৫ ভাগ আসে বাংলাদেশ থেকে যা থেকে তারা ৮ বিলিয়ন ডলার ইনকাম করতো বাংলাদেশে কর্মরত ২৬ লক্ষ ভাড়তিয় প্রতিবছর ভাড়তে ১৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠায় প্রতিবছর ভাড়ত হইতে আমদানি বাবদ বাংলাদেশ খরচ করতো ৪০ বিলিয়ন মার্কিন ডলার। প্রতিবছর মাদক চোরাচালানের মাধ্যমে ভাড়তের আয় ছিল প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের সাথে পাংগা নিয়ে ভাড়তের মোট অর্থনৈতিক লাভ হইল প্রায় ১২০ বিলিয়ন মার্কিন ডলার। ভাড়ত তাদের বিশ্বস্ত কৃতদাসি হাসিনাকে হারাইয়া কি পরিমানে ক্ষতির সম্মুখিন তা তাদের চলমান পাগলামি-ছাগলামি-যুদ্ধাংদেহি শত্রুতামিই প্রমাণ করছে। মোরালঃ বাংলাদেশ ব্যতিত ভাড়ত কখনোই অর্থনৈতিক পরাশক্তি হইতে পারে নাই (১৯৭১ পর্যন্ত), এবং দালাল সরকারের আমল (১৯৮২-১৯৯০, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত) ব্যতিত তাদের অর্থনৈতিক চাকা ছিল অবিশ্বাস্যরকম উর্ধগতির। দেশকে ভালবাসুন, ভাড়তকে নয়। ভাড়তের দালালদের লিস্ট করে তাদের দমন ও নির্মূল করা সময়ের দাবী।

No comments:

Post a Comment