Sunday, 25 June 2023

প্রেসারগ্রুপ আওয়ামী রাজনীতির পারপাস সার্ভ করে।

আওয়ামী রাজনীতির স্ট্রেন্থ আগে জানেন। তাইলে পরে সেই শক্তিতে ধ্বস নামানো যাইব। বাংলাদেশের অনেকগুলো প্রেসারগ্রুপ আওয়ামী রাজনীতির পারপাস সার্ভ করে। এদেরকে সাধারণ মানুষ নিরপেক্ষ বইলা মনে করে। এরা মাঝে মাঝে বিবৃতি দেয়। সব বিবৃতিই আওয়ামী রাজনীতির পক্ষে যায়। এদের শব্দচয়নও আওয়ামীলীগকে সুবিধা তৈরি কইরা দেয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন, আবৃত্তি সমন্বয় পরিষদসহ অনেকগুলো সংগঠন আছে যারা নিরপেক্ষতার বেশ ধরে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করে। এরা মুক্তিযুদ্ধের পক্ষে থাকার কথা বইলা মূলত আওয়ামী লীগের পক্ষে থাকে। আপনার কাজ হইল, সকল ক্ষেত্রে এদেরকে আওয়ামীপন্থী সাংস্কৃতিক সংগঠন হিসেবে পরিচিত কইরা তোলা। এদের নেতাদের আওয়ামী সাংস্কৃতিক কর্মী হিসাবে তুইলা ধরা। এই সংগঠনগুলার সাথে অনেক বিএনপি জামায়াতের কর্মীও জড়িত আছে। এদের শীর্ষ পর্যায়ে বিএনপি জামাতের দুই একজন আছেও। কিন্তু সংগঠনগুলো সব সময় আওয়ামী স্বার্থ রক্ষার বাইরে এক পাও ফেলে না। অনেক মানবাধিকার কর্মী আছে নিরপেক্ষতার বেশ ধইরা কাজ করে। এরাও আওয়ামী মানবাধিকার রক্ষার বাইরে এক পাও ফেলে না। গত পনের বছরে বিএনপি জামাতের লোকদের সাথে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে এরা একটা বাক্যও ব্যয় করেনি। অনেক নারীবাদীকেও পাবেন যারা আওয়ামীমনা নারী ছাড়া আর কারও অধিকার নিয়া সোচ্চার না। খালেদা জিয়ার মত একজন নারীর সাথে সরকার যা করছে তার প্রতিবাদে এই নারীবাদীরা একটা বিবৃতিও দেয়নি। সুতরাং এই মানবাধিকার কর্মী ও নারীবাদীদেরও সর্বদা আওয়ামীপন্থী হিসেবে উল্লেখ করুন। দেখবেন, অর্ধেক যুদ্ধজয় হয়ে গেছে। দিপ্র হাসান

No comments:

Post a Comment