Tuesday, 27 July 2021

DALO টাইবুনাল করবেন কিভাবে










🏠Paris এ যারা DALO থেকে Reconnu Prioritaire et devant être logé d’urgence পেয়েছেন কিন্তু  DALO এর দেয়া সময়মত বাসা পান নাই তাই এখন tribunal করতে চান, তারা নিচের step গুলা follow করে,  উকিল এর পিছনে ২০০-৩০০ ইউরো খরচ না করে নিজে নিজেই Tribunal করতে পারেন । (শুধুমাত্র যারা Paris এর under এ dalo তে apply করেছেন!!!!!!!!!!!🤔 )


তবে শুরুতেই বলে রাখি Tribunal করার জন্য সবচে ভাল উপায় হচ্ছে Assistance social এর মাধ্যমে করা। আর যাদের খুব বেশি সমস্যা তারা উকিল অথবা বিভিন্ন সংস্থা এর মাধ্যমে  করতে পারেন । এমনকি আপনি শুধু tribunal বরাবর একটি  application লিখেও  tribunal করতে পারবেন। 


নিচের দেয়া লিঙ্ক এ গিয়ে প্রথম যে পেইজ টি আসবে তা থেকে (Picture 1) Démarches & procédures Clic করবেন তারপর (Picture 2) যে পেইজ আসবে সেখানে নিচের formulaire de requête contentieux sociaux  তে clic করবেন তারপর (Picture 3) আসবে সেখানে Requête relative au droit au logement opposable- injonction link এ clic করলে একটি ফরম pdf আসবে তার প্রথম দুই পেইজ *** দুই বার করে*** ফিলআপ করে একি খাম ✉️এ করে  আপনার dalo এর  prioritaire চিঠি এর লাস্টএর পেইজ(Picture 4) এ দেয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে সাথে📩 আপনার Logement social এর লাস্ট আপডেট করা attestation এর প্রথম পেইজ , dalo এর  prioritaire letter এর কপি সাথে দিতে হবে। আপনি ইচ্ছে করলে আপনার সমস্যার কথা লিখে একটি চিঠি ও সাথে দিতে পারেন। 


Attention  আপনাকে অবশ্যই Dalo এর বেধে দেয়া সময় এর ভিতর ই tribunal করতে হবে । আর সাথে আপনার Logement Social এর dossier বছর বছর update করতে হবে 😁। 


তারপর 1-2 weeks এর ভিতর তারা আপনাকে একটি চিঠির মাধ্যমে আপনার dossier number সহ একটি  id password দিবে তাতে করে আপনি আপনর dossier এর progress সম্পর্কে online এ জানতে পারবেন । Tribunal এর result আসতে 6 months এর ও বেশি সময় লাগতে পারে😭। 


আমি আমার নিজের experience share করলাম মাত্র 🙂তাই আপনারা যারা এই prosses follow করবেন তারা তাদের নিজ দায়িত্বে করবেন । ভুল হলে ক্ষমা করবেন ⛺️।

http://paris.tribunal-administratif.fr


No comments:

Post a Comment