রুটি-রুজির অবলম্বন যখন শেখ মুজিব !!!!!!!!!
শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধকে বেঁচে খাওয়া বাংলাদেশে নতুন কিছু নয়। কিছু মানুষ শেখ মুজিবের 'কুখ্যাত' তত্ত্ব প্রচার করে রুটি-রুজির ব্যাবস্থা করে দিব্যি চালিয়ে নিচ্ছে সংসার।''মুজিব বন্দনা'' ''মুজিব পূজা'' রীতিমতো পেশা হিসেবে আবির্ভুত হয়েছে। দুনিয়াতে এতো পেশা, কর্ম সুযোগ থাকার পরও এই মানুষগুলো কেন এই নির্লজ্জ, চাটুকারিতার পেশাকে বেঁচে নিয়েছে ?
এই ব্যাক্তিদের মধ্যে আনিসুজ্জামান, শাহরিয়ার কবির, রামেন্দু মজুমদার, ডঃ আনোয়ার হোসেন, এ কে আজাদ,আরেফীন সিদ্দিক সহ প্রমুখরা উল্লেখযোগ্য।
শেখ মুজিবের 'বাকশাল' কে তারা ''বৈজ্ঞানিক সমাজতন্ত্র'', ৭৪'র দুর্ভিক্ষ ''যুদ্ধ বিধ্ধস্ত'' পরিস্থিতি, ''মুজিব -ইন্দিরা'' নামক গোলামীর চুক্তিকে ''বন্ধুত্বের'' চুক্তি বলে প্রচার করে। 'বিশিষ্ট ব্যাক্তি' 'বুদ্ধিজীবী' নামক এই ছা -পোষা শ্রেণী আওয়ামীলীগ, শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধকে সমার্থক বলে মনে করে এবং মানুষের উপর ' গাঁজাখুরি' তত্ত্বকে চাপিয়ে দিতে চায়।
শেখ মুজিবের বন্দনা না করে, বারবনিতার ''দেহ দান'', নাপিতের ''খৌর কর্ম'' করে সংসার চালানো অনেক গৌরবের, অনেক সম্মানের।
No comments:
Post a Comment