Monday, 30 November 2015

একমাত্র হাসিনা ছাড়া এমনকি তার সঙ্গে থাকা মানুষেরাও কিছুই জানতেন না

প্রতিটি রায়ের পরেই বিদেশিরা চিৎকার করবে এবং হাসিনার ইচ্ছা অনুযায়ী ফাঁসি চলবে। সাপ্তাহিকের সম্পাদক গোলাম মর্তুজা ফাঁসি নিয়ে চমৎকার লিখেছেন। শুধু দস্তখত ছাড়া মন্ত্রী কিছুই জানতেন না। কয় ট্রাক বিজেবি, কোথায় আলো জ্বলবে না, কয়টায় ফাঁসি, একমাত্র হাসিনা ছাড়া এমনকি তার সঙ্গে থাকা মানুষেরাও কিছুই জানতেন না। মর্তুজার কথার সঙ্গে মিলিয়ে বলছি, চরম ব্যর্থ হেগের আন্তর্জাতিক ট্রাইবুন্যাল, ওদেরকেই ফাঁসি দেয়া উচিত। ন্যায় বিচার নিশ্চিত করতে কিছুই করেনি বরং একব্যক্তির প্রতিহিংসামূলক ফাঁসি চলছে, চলবে। স্কাইপ কেলেংকারির সঙ্গে যুক্ত ট্রাইবুন্যালের বিচারকেরা, এরচে’ গাজাখুরি বিচার কোথাও দেখেছেন? বিচারপতি মা

No comments:

Post a Comment