Tuesday, 29 December 2015

Reasons behind not to believe in Religion

10 Messiah Story
It ought to be noticed that the possibility of a heavenly friend in need of mankind is essentially as old as humankind itself, and has reemerged persistently, reverberating all through our way of life for a large number of years. That it keeps on being a topic of mainstream works today is nothing unexpected, however there exists a severe open deliberation about whether numerous or a large portion of the real components of the account of Jesus Christ were co-picked from different sources—some that started hundreds or even a huge number of years before Jesus.The general statement by the wary is that these components—the virgin birth, centrality of the solstices, the supernatural occurrences, supporters, sanctification, torturous killing, revival—alongside numerous significantly more particular components like Heaven and Hell, the spirit, blessed fellowship and others, were all seen before in various antiquated agnostic religions. Numerous Christians battle that these likenesses are a bending, or the consequence of old records being taken outside of any relevant connection to the subject at hand or essentially being mistaken; skeptics likewise will bring up that for all intents and purposes all old records are of faulty precision to some degree, including those non-Christian references to the trustworthiness of Jesus.Modern researchers can just concede to two things about Jesus: that he was sanctified through water, and that he was killed on the request of Pontius Pilate. The majority of alternate subtle elements are questioned by some gathering of researchers or another, and an examination of the old agnostic religions originating before Jesus—those encompassing Horus, Mithra, Dionysus, Krishna and numerous others—yields a bewildering number of similitudes that can't be clarified away as happenstance. These stories appear to be a piece of old Mediterranean society, which drives us to the way that 

9 Mythology 

"Mythology" Used To Be ReligionWhen we think about the Greek, Roman, Norse and different mythologies that we contemplated in school, the majority of us likely consider them to have the same level of genuine chronicled centrality, or worth to our present day society, as The Lord Of The Rings. Saying this doesn't imply that that they have practically zero esteem—these mythologies were a critical part of the improvement of human acumen and comprehension of the world, of which we had next to no at the season of their inception.From a skeptic perspective, it can be contended that despite everything we had almost no comprehension of the way our reality works two thousand years prior, and that the use of various parts of agnostic myth to the Christian accounts bodes well—numerous old mythologies obtained from each other, as we probably am aware from our investigation of the fundamentally the same as Roman and Greek mythologies and the majority of their different analogs (Zeus and Jupiter, Venus and Aphrodite, and so forth.) of the same god prime examples. These antiquated mythologies weren't myths to the general population who made them—they were religion, their method for clarifying the world and its mechanics. Mount Olympus was basically the most elevated mountain in Greece, and to the antiquated Greeks it was their adaptation of Heaven, and Zeus their rendition of God.This remains constant for all old and agnostic conviction frameworks, which likewise represents the point that Christianity did not bring religion, the idea of salvation, or even monotheism to the world—these things had been set up for a considerable length of time. Christianity, Islam and other such conviction frameworks (and there are numerous likenesses there too) can be seen just as the myths that have some way or another made due right up 'til today. 

8 Modern Values 

The Bible Doesn't Line Up With Modern ValuesThe Bible is, clearly, an amazingly old content with many elucidations consistently. The term Christian itself is a fairly a sweeping term for a bewildering exhibit of conviction frameworks, not very many of whom are in finished assention in the matter of how the Bible ought to be deciphered—or even in what setting particular entries ought to be taken.Atheists do experience difficulty accommodating that the Word Of God, reliable as it ought to be, would be so open to such fiercely changing translations—however what they experience more difficulty with are the sections in the Bible that obviously make little difference to any rational, advanced arrangement of convictions and ethics. Most know about the sections that accommodate the keeping of slaves, the wanton homicide of gay people and miscreants, the offering of kids and other such things which have no spot in humanized society, let alone in writings that are thought to be holy.Yes, these things were regular 2,000 years prior, yet that is the point—that these don't seem, by all accounts, to be the recommendations and direction of an all powerful and adoring God, yet rather of men—not prophets, just men, who were especially of their time. An all-powerful God would have shown a comprehension of essential human rights much sooner than we people got around to acknowledging, for example, that servitude isn't right. This constrained comprehension of verifiable setting works in reverse and additionally you will find in this next thing: 

7 Historical Text 

The Bible Doesn't Work As A Historical TextThe above-referenced level headed discussion in the matter of whether Jesus was really an authentic individual (he in all likelihood was) in any case, there are horde issues to be found when endeavoring to accommodate the Bible's record of old history with the known chronicled record. Once more, these are errors which would not be normal from a transcendent being, but rather would totally be normal from a 2,000 year old creator with a restricted verifiable and logical casing of reference. Take, for instance, the account of Noah and the Great Flood, a huge occasion that, regardless of the fact that it were not worldwide but rather limited to one area, would have made the verifiable records of numerous old civic establishments. Numerous Christian researchers trust that it was limited, not a worldwide surge, which clarifies its nonattendance from the antiquated record. The Bible itself says:"6 The LORD lamented that he had made humanity on the earth, and he felt very affronted. 7 So the LORD said, "I will wipe humankind, whom I have made, from the substance of the earth-everything from humanity to creatures, including animals that proceed onward the ground and winged animals of the air, for I lament that I have made them." … 11 The earth was demolished in seeing God; the earth was loaded with violence."This plainly did not happen—but rather it was likewise a long way from the primary "Awesome Flood" story of the old world, another fanciful component that has reverberated crosswise over societies for centuries. Keeping in mind it's anything but difficult to contend for the legitimacy of anecdotes and analogies as a way to comprehension human instinct and ethical quality, the inverse case can likewise be made; that it has gotten to be pointless for us as an animal groups. We have formed into enlightened individuals that comprehend the idea of ethical quality just being useful for our proceeded with survival. 

6 Conflict 

Religion Is Behind Many Conflicts, Large And SmallIf religiosity is the way to the comprehension of human instinct and our place in the Universe (or wherever we are), then this is especially upsetting to the cynic. Yes, "Why does God give awful things a chance to happen?" is a well-worn and oversimplified contention, yet the certainty of the presence of various ridiculous religious clashes all through history—including those between varying groups of Christianity—joined with the previously stated Biblical references to the numerous sorts of guilty parties that ought to be executed, can't just be waved away. Not just is murdering for any reason clearly ethically wrong, yet there's an immediate clash with the First Commandment, the Christian regulation of accepting punishment silently, and the basic truth that religion and legislative issues—that other extraordinary reason for savage clash—ought not be mixed.The extremely express "Ruler James Bible" is suspicious to the cynic, as it suggests government inclusion in the understanding of religious principle, and even the authors of the US thought enough about the issue to incorporate the precept of division of chapel and state inside the setting up records of the country. In any case, the capacity of confidence to change a political moderate into a radical can't be exaggerated—and the capacity of governments to utilize said confidence to their own closures is anything but difficult to see, as it proceeds to this day.Many in the US consider religious radicals as those of different religions—outsider religions with odd convictions that make their devotees do insane things, however in all actuality there are radicals of essentially every religious association—and that there is no executioner more decided than the person who accepts with everything that is in them that God needs them to kill. 

5 Favored 

The Religious Are Not Favored This brings up another issue: the religiously gave are sure of reality of their religion, however there are hundreds, a great many religions everywhere throughout the world, and they would all be able to be correct—unless they are truly all fair representations, diverse elucidations of a truth that might be past our scholarly handle. So the inquiry is: whether one religion is right, why is it not by any means the only religion? Why are its adherents not supported by God? Why is there such far reaching disagreement?There essentially is no answer, on the grounds that there is nobody religion that is favored in any quantifiable path; not by rate of new changes over, bliss or solace of the changed over, assurance from illness or physical damage, anything. What's more, the thought of a God that must "stay concealed", that can't meddle with the lives or destinies of his supporters, refutes the whole idea of supplication—while likewise bringing up issues regarding why God addressed such a large number of individuals in Biblical times.It's to some degree a surely understood idea that the sincerely religious, when set upon by serious setback, will essentially consider it "God's will", which we'll talk about somewhat more later. Be that as it may, to the doubter, it takes after that a divine God who adores the majority of his kids—and is as a matter of fact "desirous"— would be satisfied with the individuals who know reality, and likely exceptionally disappointed with the a great many his youngsters who wrongly take after false religions. 

4 Moral Soundness 

The Religious Are Not More Morally Sound Than OthersIn truth, religious convictions are distinctly not a marker of solid good values, and the other way around. Among skeptics, it is a typical misinterpretation that Christians and different religious sorts are shut minded, superstitious and judgmental; among the religious, it is a typical confusion that the non-religious are debased, ethically indefensible sick people. Keen individuals of both sorts comprehend that such speculations neglect to hold up in actuality, and that ethical quality and religious slants (or deficiency in that department) can be two extremely isolate things.Indeed, even the individuals who don't put stock in a divinity ought to at present have the capacity to concur that the center estimations of most religions—admiration for one's kindred people, endeavoring to be a decent and advantageous individual from society, an understanding not to take, cheat or murder—are fundamental human values that it is the obligation of each guardian on Earth to ingrain in their kids. This doesn't, in any case, require the presence of a Creator who implements these qualities upon us; nor does the skeptic declaration of an absence of said maker suggest that we don't have an obligation to lead moral lives.Many rationalists and the individuals who don't acknowledge the strict truth of religious writings while as yet holding up the estimation of religion as an ethical aide miss this point. Agnostics will counter that there can and should be ethical quality without religion, that we as people no more need these stories and allegories that may have guided us in our initial improvement, however have outlasted their helpfulness to (sensibly) illuminated, thinking creatures. 

3 Science 

Science Is Starting To Answer All Of The Big QuestionsThe unavoidable issues: how could we have been able to we arrive, where did we originate from, where are going—have been with us for our whole presence, and we are at long last achieving a point in our improvement where we are starting to have the capacity to address and significantly answer some of them. Not in the way our precursors did, but rather with new instruments and data that have just been as of late accessible to us.The field of material science, and as of late quantum mechanics, has uncovered things to us about the world we live in that couldn't have been known even a large portion of a century prior—things like the way of matter and the structure of cells and proteins—which was about the time that the twofold helix model of DNA was precisely estimated by James D. Watson and Francis Crick, and the "code" with which we are customized got to be known not while the religious may contend that these things are parts of God's outline, the cynic may counter that however there may possibly be a configuration, it doesn't consequently take after that it is the outline of a Creator god. For what most of the dedicated neglect to acknowledge is that… 

2 Spirituality 

We Are Star Stuff Harvesting Star LightReason: There Can Be Spirituality Absent ReligionNot just is there a solid feeling of the otherworldly among the vast majority of the individuals who are skeptic, yet a number of them feel that it is the requirement for profound unity—the yearning that is natural to a large portion of us to be a part of a more noteworthy entire—that is most savagely misused by religion. For while the doubter fights that we were not all made by a God, that does not imply that we as a whole didn't originate from the same place.Indeed, in absolutely commonsense terms, we did—from the widespread peculiarity before all of time and space, before our Universe started, the same "spot"— in the event that it can genuinely be called that—that everything, living and non-living, past, present and future, began in. This is the thing that Carl Sagan comprehended when he penned the above quote; that there is no distinction between any of us, and assembling contrasts where there are none serve just to disengage and divide.This requirement for unity, for come back to a peculiarity, is an a portion of human instinct that is so effectively controlled, as the individuals who case to offer it to us are surely mindful. Be that as it may, there is nobody way to it, nobody way; and in like manner, no real way to vindicate ourselves of the one supreme basic of human presence. This is maybe the idea that inconveniences the non-religious the most, in light of the fact that… 

1 Responsibility 

Religion Helps Us Avoid ResponsibilityIf each part of our presence is a piece of God's arrangement; if everything that has ever happened or will ever happen is God's will; on the off chance that we exist just for God, then the requirement for us to be capable to and for ourselves is negated.Even the most intolerable violations against humankind—against ourselves, from the homicide of a solitary tyke to the Holocaust—can be credited to God's will. In any case, what does that mean for us? In the most handy terms, it implies that we are not in charge of our activities. That if a guardian deserts a youngster, a rich man gets to be wealthier off the backs of poor people, a company causes hopeless harm to nature, or an administration eliminates its very own huge number pure residents, it was each of the a piece of God's arrangement. It was unavoidable; it couldn't have been maintained a strategic distance from. There is nothing to learn. We are not responsible.This, obviously, can lead into an any longer dialog about fate versus through and through freedom, however thinking individuals—both religious and non-religious—can and should concur that it is the reason for humankind to never quit learning, and never quit developing. It's more than a conviction framework, and it stays pertinent paying little respect to what you accept or don't accept—for sure, whether God exists or not. It's the reason we're here, and it's our obligation.

Saturday, 26 December 2015

জহির রায়হানকে খুন করেছে পাকিস্তানিরা নয় মুজিব বাহিনী

নিউজবিডিসেভেন এক্সক্লুসিভ: বিশিষ্ট ঔপন্যাসিক, নাট্যকার, চলচ্চিত্রকার ও মুক্তিযোদ্ধা জহির রায়হানকে পাকিস্তানিরা হত্যা করেনি করেছে মুজিব বাহিনী। কিভাবে, কেন, কারা এবং কাদের স্বার্থে জহির রায়হানকে গুম ও খুন করা হলো তার প্রমাণ রয়েছে আজকের লেখায়। যাদের রেফারেন্স ব্যবহার করা হয়েছে তারা হলেন বিশিষ্ট সাংবাদিক ও বাম রাজনীতিক নির্মল সেন, আওয়ামী ঘরানার বুদ্ধিজীবী ও ঘাদানিক এর নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির, বিশিষ্ট চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, জহির রায়হানের প্রথমা স্ত্রী সুমিতা দেবী ও জহির রায়হানের মেজো ছেলে অনল রায়হান। তাদের গ্রন্থ ও পত্রিকাতে দেয়া সাক্ষাৎকারগুলো তুলে ধরা হলো:

১. বিশিষ্ট সাংবাদিক ও বামপন্থী সংগঠক নির্মল সেন ‘আমার জবানবন্দি’ ইত্যাদি গ্রন্থ প্রকাশনী থেকে প্রকাশিত ফেব্রুয়ারি, ২০১২ সংস্করণের ৪০৫-৪০৬ পৃষ্ঠায় লিখেছেন, "... তবে স্বাধীনতার ৪০ বছর পরেও একটি প্রশ্নের জবাব আমি পাইনি। প্রশ্নটি হচ্ছে- জহির রায়হানের ব্যাপারে বিভিন্ন মহলের নিস্পৃহ আচরণ। একটি মানুষ যে এভাবে নিরুদ্দেশ হয়ে গেল। কেউ যেন তার খোঁজ রাখল না। আমরা ঘাতক দালাল নির্মূলের কথা বলি, গণআদালত করে গোলাম আযমের ফাঁসি দাবি করি। অথচ জহির রায়হানের নামটি চলচ্চিত্র জগৎ ছাড়া আর কোথাও উচ্চারিত হয় না। কেন হয় না, সে প্রশ্নের জবাব দেয়ার মতো কেউ এদেশে নেই?
সাম্প্রতিককালে জহির রায়হান নিরুদ্দেশ হওয়া নিয়ে নতুন তথ্য শোনা গেছে। বলা হয়েছে- পাকিস্তানি হানাদার বা অবাঙালিরা নয়, মুক্তিযোদ্ধাদের একটি অংশই জহির রায়হানকে খুন করেছে। মুক্তিযোদ্ধাদের এ অংশটির লক্ষ্য ছিল - বাংলাদেশকে স্বাধীন করা এবং সঙ্গে সঙ্গে বামপন্থী বুদ্ধিজীবিসহ সামগ্রিকভাবে বামপন্থী শক্তিকে নি:শেষ করে দেয়া। এরা নাকি বামপন্থী বুদ্ধিজীবিদের হত্যার একটা তালিকা প্রণয়ন করেছিল। এদের ধারণা এ তালিকাটি জহির রায়হানের হাতে পড়েছিল। জহির রায়হানও জানত তার জীবন নিরাপদ নয়। তবুও সে ছিল ভাইয়ের শোকে মূহ্যমান। তাই শহীদুল্লাহ কায়সারের নাম শুনেই সে ছুটে গিয়েছিল মিরপুরে তারপর আর ফিরে আসেনি। এ মহলই তাকে ডেকে নিয়ে খুন করেছে।
তাহলে কোনটি সত্য? জহির রায়হানকে কারা গুম করেছে? পাকিস্তানি হানাদার বাহিনীরা, আল বদর, আল শামস্, না রাজাকার? নাকি মুক্তিবাহিনীর একটি অংশ? স্পষ্ট করে বললে বলা যায় - মুক্তিবাহিনীর এ অংশটি মুজিব বাহিনী।
১৯৭১ সালে প্রবাসী স্বাধীন বাংলা সরকারের অজান্তে গড়ে ওঠা মুজিব বাহিনী সম্পর্কে অনেক পরস্পরবিরোধী তথ্য আছে। বিভিন্ন মহল থেকে বারবার বলা হয়েছে, এ বাহিনী গড়ে উঠেছিল ভারতের সামরিক বাহিনীর জেনারেল ওবান-এর নেতৃত্বে। এ বাহিনী নাকি মিজোরামে ভারতীয় বাহিনীর সঙ্গে মিজোদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। এদের নাকি দায়িত্ব ছিল - রাজাকার, শান্তি কমিটিসহ বাংলাদেশের সকল বামপন্থীদের নি:শেষ করে ফেলা। মুজিব বাহিনী সম্পর্কে এ কথাগুলো বারবার লেখা হচ্ছে। কোন মহল থেকেই এ বক্তব্যের প্রতিবাদ আসেনি। অথচ দেশে মুজিব বাহিনীর অনেক নেতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে আছেন। তারা কোন ব্যাপারেই উচ্চবাচ্চ্য করছেন না। তাদের নীরবতা তাদের বিরুদ্ধে উত্থাপিত বক্তব্যই প্রতিষ্ঠিত করছে এবং সর্বশেষ জহির রায়হানের নিখোঁজ হবার ব্যাপারেও মুজিব বাহিনীকেই দায়ী করা হচ্ছে॥"

২. ‘একুশে ফেব্রুয়ারী- জহির রায়হান’ গ্রন্থের পল্লব পাবলিশার্স প্রকাশনী থেকে প্রকাশিত আগস্ট, ১৯৯২ সংস্করণের ১৩-১৬ পৃষ্ঠার ভূমিকায় বিশিষ্ট বুদ্ধিজীবী শাহরিয়ার কবির লিখেছেন, 
"... তিনি (জহির রায়হান) যুদ্ধে যোগ দেয়ার জন্যই ঢাকা ছেড়ে আগরতলা এবং পরে কলকাতা চলে যান।কলকাতায় তিনি প্রচার কাজ সংগঠিত করার প্রতি বিশেষ গুরুত্ব দেন। এই কাজ করতে গিয়ে তিনি প্রবাসী আওয়ামী লীগ সরকারের রোষানলে পতিত হন এবং তাঁকে বিভিন্নভাবে নিগৃহীত হতে হয়।
... "স্টপ জেনোসাইড" ছবিটি নির্মাণের সময় আওয়ামী লীগের নেতারা তাঁকে নানাভাবে বাধা দিয়েছে। বিভিন্ন সেক্টরে শুটিং করতে দেয় নি, এমন কি কোন কোন সেক্টরে তাঁর গমন পর্যন্ত নিষিদ্ধ ছিল।
... আওয়ামী লীগের নেতারা ছবি দেখে ছাড়পত্র না দেয়ার জন্য পশ্চিমবঙ্গ সেন্সর বোর্ডকে অনুরোধ জানিয়েছিলেন।
... ৭১ এর ১৬ই ডিসেম্বর শহিদুল্লাহ কায়সারের মৃত্যুর সংবাদ শুনে জহির রায়হান একেবারেই ভেঙ্গে পড়েন।
... বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে হানাদার বাহিনীর সহযোগী বহু চাঁই ব্যক্তির নাম সংগ্রহ করলেন। সাংবাদিক সম্মেলনে বললেন তিনি শ্বেতপত্র প্রকাশ করবেন। বুদ্ধিজীবিদের হত্যার জন্য তিনি আওয়ামী নেতৃত্বকেও দায়ী করেন। মুজিবনগর সরকারের সকল গোপন তথ্য ফাঁস করে দেবেন বলেও ঘোষণা করেন।
... তাঁর উপস্থিতি যাদের জন্য অস্বস্তিকর তারা এই পরিস্থিতির সুযোগ নেবে এটা খুব স্বাভাবিক। ৭২ এর ৩০শে জানুয়ারী মিরপুরে তাঁর অগ্রজকে (শহিদুল্লাহ কায়সার) খুঁজতে গিয়েছিলেন। তদন্ত করলে হয়ত জানা যেতো সেই অজ্ঞাত টেলিফোন কোত্থেকে এসেছিল, যেখানে তাঁকে বলা হয়েছিল শহিদুল্লাহ কায়সার মিরপুরে আছেন।
... এটাও বিস্ময় যে তাঁর (জহির রায়হানের) অন্তর্ধান নিয়ে কোন তদন্ত হয় নি। কেন হয় নি অনুমান করতে অসুবিধে হয় না॥" 

৩. ১৯৯২ সালের ১ মে সাপ্তাহিক বিচিত্রায় সত্যজিত রায়ের একটি সাক্ষাৎকার তুলে ধরা হলো:
‘‘সত্যজিত রায় : জহিরের ব্যাপারটা কিছু জেনেছো?
শাহরিয়ার কবির : তাকে সরিয়ে ফেলার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করা হচ্ছে। আমরা ব্যক্তিগতভাবে তদন্ত করে যা বুঝতে পেরেছি তাতে বলা যায় ৩০ জানুয়ারি দূর্ঘটনায় তিনি হয়তো মারা যাননি। তারপরও দীর্ঘদিন তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল বলে অনেকে মনে করেন।
সত্যজিত রায় : স্ট্রেঞ্জ! জহিরকে বাঁচিয়ে রাখার পেছনে কারণ কি?
শাহরিয়ার কবির : সেটাই ষড়যন্ত্রের মূলসূত্র বলে ধরছি। মিরপুর দূর্ঘটনায় তার মৃত্যু হলে গভীর ষড়যন্ত্র মনে করার কারণ ছিল না। আমি যতদূর জানি, বুদ্ধিজীবিদের হত্যার তদন্ত করতে গিয়ে তিনি এমন কিছু তথ্য সংগ্রহ করেছিলেন যা অনেক রথী-মহারথীর জন্যই বিপজ্জনক ছিল, সেজন্য তাকে সরিয়ে ফেলার প্রয়োজন ছিল॥’’

৪. ১৯৯৩ সালের ৮ ডিসেম্বর ‘দৈনিক আজকের কাগজে’ দেয়া জহির রায়হানের প্রথমা স্ত্রী সুমিতা দেবীর একটি সাক্ষাৎকার থেকে জানা যায়, "... জহির রায়হান নিখোঁজ এই নিয়ে পত্র-পত্রিকায় বেশ লেখালেখি হলো। একদিন বড়দি অর্থাৎ জহির রায়হানের বড়বোন নাসিমা কবিরকে ডেকে নিয়ে শেখ মুজিব বললেন - 'জহিরের নিখোঁজ হওয়া নিয়ে এরকম চিৎকার করলে তুমিও নিখোঁজ হয়ে যাবে'। পরে নাসিমা আর কিছু বলেনি। টেলিফোন করেছিল যে রফিক, তাকে নিয়ে যখন পত্র-পত্রিকায় লেখালেখি শুরু হলো তখন তাকে নাগরিকত্ব দিয়ে পুরো পরিবারসহ আমেরিকায় পাঠিয়ে দেয়া হলো। এই ঘটনা জহিরের নিখোঁজ হওয়া সম্পর্কে রফিকের ভূমিকাকে আরও সন্দেহযুক্ত করে তোলে আমার কাছে॥"

৫. ১৯৯৯ সালের ৯ আগস্ট জহির রায়হানের মেজো ছেলে অনল রায়হানের সাক্ষাৎকার প্রকাশ করে ‘দৈনিক বাংলা’ পত্রিকা। যেখানে তিনি বলেছেন, "... জহির রায়হান নিখোঁজ হওয়ার পর আওয়ামী লীগ সরকার এক ভুঁয়া তদন্ত কমিটি গঠন করেছিলেন। এই কমিটি কোন কাজ করেনি। মুক্তিযুদ্ধের প্যানপ্যানানি করে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এল। মুজিব হত্যার বিচার হচ্ছে। এই হত্যাকান্ড ঘটেছে ১৯৭৫ সালে। এর আগে জহির রায়হানসহ অনেক বুদ্ধিজীবিকে হত্যা করা হয়েছে। কই তাদের তো বিচার হলো না॥"

'জয়ের তুই-তোকারি এবং মোদির কদমবুচি'

মায়ের মত ছেলেটার মাথা ও গেল শুধু অপেক্ষা সুপ্রিম কোর্ট থেকে ডিকলিয়ারেশন যে”মা বেটা দুইজনই রং হেডেড”। আফসোস হয় ওয়াজেদ মিয়ার মতো একজন ভাল মানুষের জন্য,এই পরিবারের কুকীর্তির জন্য ওনার নাম ও বার বার চলে আসে “হতভাগা” বলে। - এমন ভাবেই খালেদা জিয়াকে নিয়ে জয়ের ফেসবুক স্টাটাসের প্রতিবাদ জানালেন আন্দালিব পার্থ।
তাজাখবরের পাঠকদের জন্য আন্দালিভ রহমান পার্থ’র সেই স্টাটাস গুলি:

’জয়ের তুই-তোকারি এবং মোদির কদমবুচি’
কিছুদিন আগে নিজের নানাকে ডেকেছেন দাদা । সেই নানা আবার যেই সেই নানা নন। যিনি হলেন সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙালী। তাঁর মেয়ের ঘরের চল্লিশোর্ধ নাতি তাঁকে দাদা ডেকে ফেলেছেন । কাজেই এই বাংলা মুলুকের ভবিষ্যতটি অনেক আগেই পানির মতো পরিষ্কার হয়ে পড়েছে।

গুগলের আগেই তিনি নাকি সার্চ ইঞ্জিন অাবিষ্কার করেছিলেন । কাজেই তার মেধা ও মনন সম্পর্কে জাতি যা বোঝার তা বুঝে নিয়েছে।

সবর্কালের সর্বশ্রেষ্ঠ বাঙালীর সেই গুণধর নাতি এবার তার মায়ের চেয়েও বয়সে দুই বছরের বড়, দেশের তিন তিন বারের প্রধান মন্ত্রীকে ‘তুই’ বলে সম্বোধন করেছেন।

ভদ্র সমাজে কোন ভরা মজলিসে অবুঝ কোন বাচ্চা কোন মুরব্বীকে ‘তুই’ বলে সম্বোধন করে ফেললে সেই বাচ্চার জন্ম দাতা ও জন্মদাত্রী চরমভাবে বিব্রত হয়ে পড়েন। জানি না, জয়ের মা জয়ের জন্যে তেমনভাবে বিব্রত হয়েছেন কি না।

এই সজীব ওয়াজেদ জয়ের যখন জন্ম হয় তখন পুরো জাতি স্বাধীনতার জন্যে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত ছিল। এই বেলায় একটা আশ্চর্যজনক কন্ট্রাস্ট বা বৈপরীত্য দেখা যায়। যে পাক আর্মি সারা দেশে অসংখ্য নারীর প্রতি অমানবিক আচরন করেছে – সেই পাক আর্মিই জয়ের গর্ভবতি মাকে নিজেদের গাড়িতে করে হাসপাতালে রেগুলার অানা নেয়া করেছে । বলা যায় ঢাকা ক্যান্টনমেন্টে পাক আর্মির আঁতুড় ঘরেই সজীব ওয়াজেদ জয়ের জন্ম হয়েছে । তার কানে প্রথম আজানটিও সম্ভবত পাক আর্মির ড্রাইভার গোছের কোন নামাজি ব্যক্তি বা রাজাকার ঘরানার কোন ব্যক্তি অনেক মহব্বত সহকারে দিয়েছে। জন্ম মুহুর্তে পাক আর্মির সেবা নেয়া এই দেশে একমাত্র ও সবচেয়ে সৌভাগ্যবান শিশু হলেন সজীব ওয়াজেদ জয়।

সেই সজীব ওয়াজেদ জয়ের কাছে এখন পৃথিবীতে সবচেয়ে ঘৃণার ও সবচেয়ে নাপাক জায়গা হলো পাকিস্তান। বেগম জিয়াকে তিনি যেই মুহুর্তে বলেছেন, ‘খালেদা তুই পাকিস্তানে যা’ সেই মুহুর্তে জয়দের পরম আরাধ্য পুরুষ নরেন্দ্র মোদি সারা পৃথিবীকে হতবাক করে দিয়ে সেই পাকিস্তানে চলে গেছেন। দেশ দুটির মধ্যে যে কোন সময় পারমাণবিক যুদ্ধ লেগে যেতে পারে। সেই এক নম্বর শত্রু পাকিস্তানের প্রধান মন্ত্রীর মায়ের পা ধরে কদমবুচি করেছেন সেই মোদি।

মোদির মা মোদিকে যা শিখিয়েছেন, জয়ের মা জয়কে তা শেখাননি।

’ভাষার ব্যবহার’

ভাষার ব্যবহার জানতে সুস্থ মানসিকতা ধারন করা আবশ্যক,দেশ থেকে সম্মান জিনিসটা উঠে যাচ্ছে,ক্ষমতার দাপটে মানুষকে মানুষ হিসেবে গন্য না করার প্রবণতা শুরু হয়েছে,এহেন অবস্থায় জাতীকে শক্তভাবে নোংরামির জবাব না দিতে পারলে এই জাতীকে একদল মনুষ্যরূপী দু পেয়ে পশু অসুস্থ সমাজ তৈরি করে ফেলবে কথা হলো সংখ্যা যেমনই হোক সেটার সত্যতা নিশ্চিত করা খুবই জরুরি,লন্ডনে দ্বিতীয় বিশ্ব যুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছিলেন এবং তারা কোন দেশের নাগরিক ছিলেন তা খোদাই করে লেখা আছে বিভিন্ন স্মৃতি স্তম্ভে। আমি মনে করি একটা সুস্থ জাতীর সুস্থতার জন্যই এই সংখ্যাটা নিশ্চিত করা জরুরি, যেমন জরুরি জেনারেল অরোরার কাঁছে আত্মসমর্পণ করা জেনারেল নিয়াজীর ছবি কে নিয়ে বিশ্লেষণ মূলক ইতিহাস লিখে নতুন প্রজন্মকে জানানো, না হয় এই বছরেই মুক্তিযুদ্ধকে ইন্ডিয়ান সম্পত্তি বানিয়ে বিজয় দিবস পালন করা হয়েছে ম্লান হয়ে গেছে আমাদের শহীদদের রক্তের মূল্য, সেটার জন্য জনসচেতনতা যেমন জরুরি তেমনি মুক্তিযুদ্ধে শহীদ হওয়া প্রকৃতদের সনাক্ত করে প্রকৃত সংখ্যা বের করা কোন মনগড়া কথার ভিত্তিতে খিসতিখেউড় নয় বরং প্রকৃত সংখ্যা বের করাই বাপের বেটা আবদুল্লার কাজ, না হয় মায়ের মতো অন্যকে আজে বাজে অসন্মানজনক কথা বলে নিজেকে বার বার রং হেডেড প্রমাণ করার কোন মানেই নেই। যেখানে নিজের জন্মই হয়েছিল পাকি ক্যাম্পে এবং মিষ্টি বিতরন করা হয়েছিল সেইদিন,জন্মগত ভাবে পাকি হয়ে অন্যকে পাকিস্তান চলে যাবার কথা বলা সত্যিই মনে হয় যে, “একটি বড় দেহে ক্ষুদ্র একটি শিশুর বসবাস”।

Friday, 11 December 2015

Article 19 (1) provides

Under the 1972 Constitution of Bangladesh, women's rights are protected under the broad and universal principles of equality and participation. These principles are found in the following Articles in the Constitution: - Article 10 of the Constitution provides that steps shall be taken to ensure participation of women in all spheres of national life. - Article 19 (1) provides that the State shall endeavor to ensure equality of opportunity to all citizens. Article 27 specifies that all citizens are equal before the law and are entitled to equal protection of the law.

Under the 1972

Under the 1972 Constitution of Bangladesh, women's rights are protected under the broad and universal principles of equality and participation. These principles are found in the following Articles in the Constitution: - Article 10 of the Constitution provides that steps shall be taken to ensure participation of women in all spheres of national life. - Article 19 (1) provides that the State shall endeavor to ensure equality of opportunity to all citizens. Article 27 specifies that all citizens are equal before the law and are entitled to equal protection of the law.

Sunday, 6 December 2015

Constitution of Bangladesh

Under the 1972 Constitution of Bangladesh, women's rights are protected under the broad and universal principles of equality and participation. These principles are found in the following Articles in the Constitution:
  • Article 10 of the Constitution provides that steps shall be taken to ensure participation of women in all spheres of national life.
  • Article 19 (1) provides that the State shall endeavor to ensure equality of opportunity to all citizens. Article 27 specifies that all citizens are equal before the law and are entitled to equal protection of the law. Moreover, Article 28 (1) provides that the State shall not discriminate against any citizen on grounds only of religion, race, caste, sex, or place of birth. Article 28 (2) more directly and categorically says that women shall have equal rights with men in all spheres of the State and of public life. This latter provision means that all rights mentioned in the Constitution, such as right to life, right to personal liberty, right to property, freedom of movement, freedom of speech, freedom to exercise a profession or occupation are equally applicable to women in Bangladesh.
Bangladesh has a number of special laws, specifically prohibiting certain form of violence against women including the Penal Code, 1860, the Anti-Dowry Prohibition Act (1980), the Cruelty to Women Ordinance (1983), the Suppression of Immoral Traffic Act (1993;), and the Prevention of Repression against Women and Children Act (2000).

women's rights

Under the 1972 Constitution of Bangladesh, women's rights are protected under the broad and universal principles of equality and participation. These principles are found in the following Articles in the Constitution:
  • Article 10 of the Constitution provides that steps shall be taken to ensure participation of women in all spheres of national life.
  • Article 19 (1) provides that the State shall endeavor to ensure equality of opportunity to all citizens. Article 27 specifies that all citizens are equal before the law and are entitled to equal protection of the law. Moreover, Article 28 (1) provides that the State shall not discriminate against any citizen on grounds only of religion, race, caste, sex, or place of birth. Article 28 (2) more directly and categorically says that women shall have equal rights with men in all spheres of the State and of public life. This latter provision means that all rights mentioned in the Constitution, such as right to life, right to personal liberty, right to property, freedom of movement, freedom of speech, freedom to exercise a profession or occupation are equally applicable to women in Bangladesh.
Bangladesh has a number of special laws, specifically prohibiting certain form of violence against women including the Penal Code, 1860, the Anti-Dowry Prohibition Act (1980), the Cruelty to Women Ordinance (1983), the Suppression of Immoral Traffic Act (1993;), and the Prevention of Repression against Women and Children Act (2000).

Monday, 30 November 2015

একমাত্র হাসিনা ছাড়া এমনকি তার সঙ্গে থাকা মানুষেরাও কিছুই জানতেন না

প্রতিটি রায়ের পরেই বিদেশিরা চিৎকার করবে এবং হাসিনার ইচ্ছা অনুযায়ী ফাঁসি চলবে। সাপ্তাহিকের সম্পাদক গোলাম মর্তুজা ফাঁসি নিয়ে চমৎকার লিখেছেন। শুধু দস্তখত ছাড়া মন্ত্রী কিছুই জানতেন না। কয় ট্রাক বিজেবি, কোথায় আলো জ্বলবে না, কয়টায় ফাঁসি, একমাত্র হাসিনা ছাড়া এমনকি তার সঙ্গে থাকা মানুষেরাও কিছুই জানতেন না। মর্তুজার কথার সঙ্গে মিলিয়ে বলছি, চরম ব্যর্থ হেগের আন্তর্জাতিক ট্রাইবুন্যাল, ওদেরকেই ফাঁসি দেয়া উচিত। ন্যায় বিচার নিশ্চিত করতে কিছুই করেনি বরং একব্যক্তির প্রতিহিংসামূলক ফাঁসি চলছে, চলবে। স্কাইপ কেলেংকারির সঙ্গে যুক্ত ট্রাইবুন্যালের বিচারকেরা, এরচে’ গাজাখুরি বিচার কোথাও দেখেছেন? বিচারপতি মা

গাজাখুরি বিচার কোথাও দেখেছেন?

প্রতিটি রায়ের পরেই বিদেশিরা চিৎকার করবে এবং হাসিনার ইচ্ছা অনুযায়ী ফাঁসি চলবে। সাপ্তাহিকের সম্পাদক গোলাম মর্তুজা ফাঁসি নিয়ে চমৎকার লিখেছেন। শুধু দস্তখত ছাড়া মন্ত্রী কিছুই জানতেন না। কয় ট্রাক বিজেবি, কোথায় আলো জ্বলবে না, কয়টায় ফাঁসি, একমাত্র হাসিনা ছাড়া এমনকি তার সঙ্গে থাকা মানুষেরাও কিছুই জানতেন না। মর্তুজার কথার সঙ্গে মিলিয়ে বলছি, চরম ব্যর্থ হেগের আন্তর্জাতিক ট্রাইবুন্যাল, ওদেরকেই ফাঁসি দেয়া উচিত। ন্যায় বিচার নিশ্চিত করতে কিছুই করেনি বরং একব্যক্তির প্রতিহিংসামূলক ফাঁসি চলছে, চলবে। স্কাইপ কেলেংকারির সঙ্গে যুক্ত ট্রাইবুন্যালের বিচারকেরা, এরচে’ গাজাখুরি বিচার কোথাও দেখেছেন? বিচারপতি মা

Sunday, 29 November 2015

প্রতিটি রায়ের পরেই বিদেশিরা চিৎকার করবে

প্রতিটি রায়ের পরেই বিদেশিরা চিৎকার করবে এবং হাসিনার ইচ্ছা অনুযায়ী ফাঁসি চলবে। সাপ্তাহিকের সম্পাদক গোলাম মর্তুজা ফাঁসি নিয়ে চমৎকার লিখেছেন। শুধু দস্তখত ছাড়া মন্ত্রী কিছুই জানতেন না। কয় ট্রাক বিজেবি, কোথায় আলো জ্বলবে না, কয়টায় ফাঁসি, একমাত্র হাসিনা ছাড়া এমনকি তার সঙ্গে থাকা মানুষেরাও কিছুই জানতেন না। মর্তুজার কথার সঙ্গে মিলিয়ে বলছি, চরম ব্যর্থ হেগের আন্তর্জাতিক ট্রাইবুন্যাল, ওদেরকেই ফাঁসি দেয়া উচিত। ন্যায় বিচার নিশ্চিত করতে কিছুই করেনি বরং একব্যক্তির প্রতিহিংসামূলক ফাঁসি চলছে, চলবে।
স্কাইপ কেলেংকারির সঙ্গে যুক্ত ট্রাইবুন্যালের বিচারকেরা, এরচে’ গাজাখুরি বিচার কোথাও দেখেছেন? বিচারপতি মানিক, এস.কে সিনহা, নিজামুল হক, মন্ত্রী কামরুলসহ নানান জনের নাম এসেছে স্কাইপে। স্কাইপ কথোপকথন ইউটিউবে। অন্য দেশ হলে অবশ্যই হস্তক্ষেপ করতো হেগ কিন্তু বাংলাদেশের বেলায় করেনি কারণ, ভারত। দিল্লিকে এই অঞ্চলের জমিদার বানিয়েছে ওয়াশিংটন। ভারতে স্বার্থ পূরণে জ্বলে উঠেছে লক্ষ বাতি। স্কাইপের পর মিসট্রায়াল ঘোষণা ছাড়া প্রতিটি ফাঁসিই হত্যাকান্ড না হলে, আমাকে মিথ্যা প্রমাণ করুন।
২৭ নভেম্বর ইকোনোমিস্ট ম্যাগাজিন বিষয়টি বেশি বেশি পরিষ্কার করলো। প্রাচ্যের আফ্রিকায়, আমরাও হতবাক। ট্রাইবুন্যালের আপিল বিভাগের বিচারক মানিক এখন টকশো তারকা? ঘাদানির প্লাটফর্মে দাঁড়িয়ে জামায়েতের সম্পত্তি বাজেয়াপ্ত করে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিলিয়ে দেয়ার অন্যতম লবিস্ট এই বিচারক নামের কুসন্তান। এরাই ট্রাইবুন্যালে ফাঁসি দেয় আবার ভিকটিমদের সম্পত্তির বিরুদ্ধে লবি করে। এরাই সেই মীরজাফর যাকে চিনতে ভুল করেছিলেন সিরাজ-উদদৌলা। গোটা জাতিই আজ অসহায় সিরাজ-উদদৌলা। দেশজুড়ে চাষ হচ্ছে মীরজাফরদের। ট্রাইবুন্যালে সবচে’ বড় ভূমিকা শাহারিয়ার কবিরদের আর আপিলে রায় বহাল রাখার দায়িত্ব ছিলো মানিকের। এখন সেই মানিকই অবসরে যাওয়ার পরেই, টকশোতে যেসব কথা বলছে, এমনকি আফ্রিকাতেও এই ধরনের মার্সিনারি দেখা যায় না। বিচার, বিচারক কোনটাই নয়, বরং এদেরকে মার্সিনারি ছাড়া কোনটাই বলবো না। যে বিচারক আপিল বিভাগের ফাঁসি বহাল রেখেছে, তার মুখ দিয়ে এখন সত্য কথা বেরিয়ে আসছে। আমেরিকা হলে আইন ভঙ্গ করার জন্য এই বিচারকের ফাঁসি হতো। বর্বর আফ্রিকানরা কি আমাদের চেয়ে অধিক শিক্ষিত নয়?

আফ্রিকান মার্সিনারি নাকি বঙ্গললনা? মানুষ নাকি জীন? বুড়া বয়সেও ড্রকুলার মতো রক্তপিপাসা দেখে আমরা শোকাহত। গোটা জাতিকে ৭১এর বস্তায় বন্দি করে ফেলেছে, কিছুতেই সামনে যেতে দেবে না। সামনে গেলে মানুষ ৭১এর ধান্দাবাজি বুঝে যাবে। ৭১এ ইন্দিরা-মুজিবের সিকিম বানানোর ষড়যন্ত্র জেনে ফেলবে। পৃথিবীতে কতোকিছু হচ্ছে কিন্তু একমাত্র বাংলাদেশিদের মুখেই শুধু ৭১ আর ৭১। যেন ৭১ ছাড়া ৭২, ৭৩... কিছুই নেই। স্বাধীনতা আমরা চেয়েছি কিন্তু চেতনার ব্যবসা চাইনি। এমনকি ৭১ নামে একটি টেলিভিশনও হাতিয়ে নিয়েছে মোজাম্মেল হক বাবুলীগ। চেতনার নামে মানুষকে ৭১এ বন্দি রেখে একটি বানর জাতি বানানোর লক্ষণ সর্বত্রই। এই জাতি এখন নিজের বাবা-মায়ের নাম পর্যন্ত ভুলে গিয়ে সারাক্ষণ টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া করে। বাবা-মায়ের কবর জিয়ারত না করে, ৩২ নম্বর রাস্তার সামনে বানরনৃত্য করে।

পর্ণো মামলায় ইটিভি চেয়ারম্যানকে ২ বছর জেলে রাখার পর, আকাশে নিলাম হলো ইটিভি, নতুন এমডির নাম ড. আব্দুস সোবহান গোলাপ। বাহ্‌ কি মজা! কারো ব্লাউজ-পেটিকোট পরিষ্কার করলেই টেলিভিশনের মালিক হওয়া যায়। বাগানের ফুল নয়, মীরজাফর গোলাপ। দুষ্ট চোখের ভাবগম্ভির এবং ঠোঁটে তালা লাগানোর রহস্য এই উপদেষ্টা, হাসিনার প্রতিটি অনুষ্ঠানের ১ম সারিতে। একসময় নিউইয়র্কে তার গ্রোসারি স্টোর ছিলো। ২০০৮এ সব ত্যাগ করে সরাসরি সজীবের বাড়িতে হাসিনার চাপরাশি। হঠাৎ দেখলাম, সে উপদেষ্টা। এই লোকটাই আমাকে ২০০৯ সনে বলেছিলো, সজীব একদিন প্রধানমন্ত্রী হবে এবং সরকারকে কেউ আর ক্ষমতা থেকে নামাতে পারবে না এবং সে নিশ্চিত। খয়ের খার কথার অর্থ সেদিন বুঝতে পারিনি। একদা মুদিখানার মালিক এখন চেতনার শিক্ষক। বাইরে উপদেষ্টা কিন্তু ভেতরে ভেতরে এখনো চাপরাশি। তার ডক্টর উপাধিও ভূয়া। এতোকাল খয়ের খা থাকার পুরষ্কার, হাজার হাজার কোটি টাকার ইটিভি। আমরা ভাষাহীন। মানুষের বুদ্ধি-বিবেকের জানাজায় দলে দলে শরিক হোন। ইন্নালিল্লাহে... পড়েন। যে কোন মুহূর্তে ঘরে-বাইরে যা খুশি ছিনিয়ে নিবে ছিনতাইকারি সরকার। ইটিভির পর আরো প্রমাণ চাই? এরপর জামায়েতের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বেহাত করে খয়ের খা-দেরকে এভাবেই পুরষকৃত করতে থাকবে মার্সিনারিরা।
সরকার পতন হলে সবগুলো বিদেশে পালিয়ে যেতে বাধ্য হবে। খয়ের খা গোলাপের কথাই ঠিক, হাসিনার যুগ অবসান হলে মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রের মতো প্রধানমন্ত্রী হবে তার পুত্র। সুতরাং সজাগ থাকুন, যে কোন মুহূর্তে স্বামী কিংবা স্ত্রী, হঠাৎ নিলাম উঠতে পারে।

বাংলাদেশের সকল অর্থনীতিবিদ এবং অর্থবিশেষজ্ঞরা ইনে-কাল করেছেন। ইন্নালিল্লাহে...। আছেন শুধুই একজন, যিনি সব জ্যান্তা কিন্তু যদি প্রশ্ন করি, জিডিপি কি দিয়ে হয়, বলতে পারবে না। যদি বলি, কর্মসংস্থানের সঙ্গে জিডিপির আনুপাতিক হারের সম্পর্ক কি, কিছু চেতনার বাণী শোনাবে কিন্তু অর্থনীতিবিষয়ক কিছুই বলতে পারবে না কারণ, চেতনার বিদ্যা-বুদ্ধি দিয়ে দেশ শাসন করা সম্ভব না। এইসকল ভূয়া উন্নতিবাজাদের খপ্পড়ে পড়ে, দিনকে দিন একটি জাতি কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, প্রমাণ বাংলাদেশ। অর্থনীতির বিশাল গর্তগুলো, মুখের কথায় ঢেকে রেখেছে। একমাত্র খয়ের খা ছাড়া প্রত্যেকের অর্থনৈতিক অবস্থাই যা-তা। রিক্সা-দিনমজুর, গার্মেন্টস আর প্রবাসী শ্রমিক ভিত্তিক অর্থনীতিতে আসলেই যে কিছু নেই, মস্তিষ্কহীনরা চেতনা ছাড়া সব প্রশ্ন ভুলে গেছে। তাদের কানে তালা, জিহ্বায় গরুর ঠুলি।
উচ্চমধ্যবিত্ত দেশ হতে গেলে মাথাপিছু আয় লাগবে ৪১০০ ডলার এবং ২০৪১ সাল পর্যন্ত প্রতিবছরই ৪০ ভাগ প্রবৃদ্ধির হার বাধ্যতামূলক। এবার বলুন, অর্থনীতিবিদদের জানাজা হয়েছে নাকি হয়নি? একমাত্র পাগলের কারবার ছাড়া এই ধরনের উন্নতির কথা কেউ বলে? টেলিভিশন এবং খবরের কাগজকে যেভাবে উন্নতির প্রপাগান্ডা মিডিয়া হিসেবে ব্যবহার করছে, এর ফলাফল অনেকটাই হিরোশিমার মতো। আকাশ থেকে বোমা ফেললে মানুষ মরে, মিডিয়া থেকে ফেললে মস্তিষ্ক মরে। আমাদের বুদ্ধিকোষগুলো সব মারা গেছে। ইন্নালিল্লাহে....।
অর্থনীতিবিদদের কফিনে এইমাত্র ফুল দিয়ে এলাম। এখন শুনুন, যা আপনাদের শোনা উচিত। যে ক্লাশে ৩ জন ছাত্র, তারাই ১ম, ২য়, ৩য়। মার্কিন অর্থনীতির সঙ্গে হাস্যস্কর তুলনা করে বাংলাদেশের মার্সিনারিরা। আমি এদেরকে মার্সিনারি ছাড়া কিছুই বলতে রাজি নই। বাংলাদেশ নামের রাষ্ট্রটি এখন প্রাচ্যের আফ্রিকা। আফ্রিকা জুড়েই স্বৈরাচার কিন্তু কখনোই তারা গণতন্ত্রের দোহাই দেয় না এবং এটাই একমাত্র পার্থক্য। আফ্রিকার ঘরে-বাইরে মার্সিনারিরা প্রকাশ্যে যা করে, আমরা করি গণতন্ত্রের ছদ্মবেশে, এই যেমন্ত আকাশে ইটিভি নিলাম। যা বলছিলাম, নিম্ন এবং নিম্নমধ্যবিত্ত দেশগুলোতে প্রবৃদ্ধির হার সবসময় বেশি হওয়ার কারণ এই ক্লাশে কোন ছাত্র-ছাত্রী নেই। ধনী দেশগুলোর প্রবৃদ্ধির হার ধীরলয়ে। উদাহরণস্বরূপ, মার্কিন প্রবৃদ্ধির পরিমাণ ১৮ ট্রিলিয়ন ডলার। ১ হাজার বিলিয়নে ১ ট্রিলিয়ন। ১ বিলিয়ন অর্থাৎ ১০০ কোটি। ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ। বাংলাদেশের জিডিপি ২০৪ বিলিয়ন ডলার। এবার বুঝুন, মানুষ কিভাবে গাধা হয়ে যায়। কথায় কথায় বলে, বাংলাদেশের প্রবৃদ্ধির হার নাকি উন্নতি দেশগুলোকেও ছাড়িয়ে গেছে। উন্নতির ঢেকুর তো প্রতি ঘণ্টায়। অন্য দেশে মন্দা আছে বাংলাদেশে নাকি মন্দা হয় না। এই সব গাজাখুরি গল্প শুনিয়ে গোটা জাতিকে নেশাগ্রস্ত করে ফেলেছে। পশ্চিমাদের জিডিপি যা দিয়ে হয়, হাজার বছরেও কল্পনা করতে পারবে না বাংলাদেশ। যে ভাষায় তুলনা করে, মূর্খ ছাড়া কেউ করবে না।
মোটা হয়ে গেলে দৌড়াতে সময় লাগে, হালকাপাতালা হলে দৌড়ে ফার্স্ট। জিডিপির বিষয়টিও তাই। প্রতি মাসেই লক্ষ লক্ষ গাড়ি, বাড়ি, শিল্পপণ্যজাত সামগ্রী, লেবার ফোর্স, আমদানি-রপ্তানির বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে পশ্চিমাদের জিডিপি। আব্বাস আর গাবগাছকে এক করে ফেলেছে গাজাখোরদের দল। জাতির মুখে গাজা রেখে খয়ের খা’রা সবকটাই বোম ভোলানাথ।

যারাই আমাকে মিথ্যা প্রমাণ করতে চান, অর্থনীতি বিষয়ে কিছু জ্ঞান সংগ্রহ করুন। আমি করেছি ৩৫ বছর, এখনো করছি। প্রতিদিনই পুঁজিবাদের সঙ্গে আছি, পশ্চিমাদের পুঁজিবাজার কোথায় যাচ্ছে, ড্রইংরুমে বসেই বলতে পারি। কারণ সেই সক্ষমতা আমি অর্জন করেছি। আপনারা পারবেন? স্বাধীনতার ৪৪ বছরে পরেও ২০০ বিলিয়ন ডলারের জিডিপি নিয়ে যারা লাফালাফি করে, তাদের গন্তব্য সুন্দরবন। কারণ সুন্দরবনে পশুর সংখ্যা কমছে, বাড়ছে শহরে এবং গ্রামগঞ্জে।

অন্যান্য ব্যবসাগ্রুপের মতো আমি এদের নাম দিলাম, মামা-ভাগ্নে চেতনা গ্রুপ। ঠিক ধরেছেন, শাহারিয়ার কবির এবং মুনতাসির মামুন। দুই চেতনাবিদের একজন ইতিহাস পড়ায়, আরেকজন প্রত্যেকদিনই চেতনা সৃষ্টি করে। পত্রিকা খুললেই মামা-ভাগ্নে চেতনাগ্রুপ। টেলিভিশন খুললেও তাই। এদের যন্ত্রণায় টেলিভিশন দেখা বাদ। আলম গ্রুপের মতোই মামা-ভাগ্নে গ্রুপ একটি লাভজনক ব্যবসা। আলম গ্রুপের নামে ছিনতাই করলো ইটিভি। যার এমডি ড. আব্দুস সোবহান গোলাপ। মামা-ভাগ্নে মিলে মুক্তিযুদ্ধ এবং চেতনা বিক্রি করে বেশ কামাচ্ছে। এবার খামছে ধরেছে জামায়েতের সম্পত্তি। ছিনতাই হলে, জামায়েতের ৫০০ হাজার কোটি টাকার বড় অংশ পাবে চেতনাগ্রুপ। বাংলাদেশে এখন সবচে’ লাভজনক ব্যবসা মুক্তিযুদ্ধ, এমনকি আইফোন কিংবা মার্সিডিজের চেয়েও বড়। যে দিকেই তাকাই মুক্তিযুদ্ধের মুদিখানা। এমনকি গোরস্তানের গেটেও নৌকার ছবি। কবরখানা লীগ, গোরখাদক লীগ, আজরাইল লীগ, ওলামা লীগ থাকলে মামা-ভাগ্নে গ্রুপ থাকবে না?

জলবায়ু আন্দোলন হচ্ছে সবচে’ বড় বাটপারি। এরচে’ বড় বাটপারি ব্যবসা বাংলাদেশে নেই। বিরূপ জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ, এই কথা বলে দুটো উদ্দেশ্য সাধন করতে যাচ্ছে চেতনালীগ। ১) জলবায়ু তহবিল থেকে মিলিয়ন মিলিয়ন ডলার কামাই করে গিলে ফেলা। ২) জলবায়ুর কথা বলে যদি সস্তায় একটা নোবেল পাওয়া যায়। বান কি মুনের জলবায়ু আর নোবেলের দৌড়ে বাংলাদেশে খুব পিছিয়ে নেই। একটার পর একটা পুরষ্কার পাচ্ছে প্রাচ্যের আফ্রিকার জলবায়ু বিশেষজ্ঞ। এরপর পুরষ্কারের উপরেই ঘেন্না ধরেছে।
আসল কথা কেউ জানে না। এই শতাব্দির সবচে’ ভূয়া শ্লোগান জলবায়ুর ঝুকি। মার্কিন নির্বাচনে হেরে গিয়ে ভাইসপ্রেসিডেন্ট তখন আলগোর বেকার। কিছু তো করতে হবে, সুতরাং আবিষ্কার করলো কার্বন নিঃসরনে ক্ষতিগ্রস্ত জলবায়ু। তৈরি করলো ‘ইনকনভিয়েন্ট ট্রুথ’ নামের একটি গাজাখুরি ছবি। এর পেছনে ছিলো ডেমোক্রেট লবিস্টদের বড় ষড়যন্ত্র, যারা কার্বন নিঃসরণ কমানোর নামে নতুন ব্যবসা খুলতে চায়। বিকল্প জ্বালানি ব্যবসা যার অন্যতম। বরফ যুগের ১০ হাজার বছর পর শিল্প বিপ্লবের বয়স মাত্র ৩০০ বছর। এবার বলুন, এতো বরফ গেলো কোথায়? ৩০০ বছর আগে কি শিল্পকারখানা এবং যানবাহন ছিলো? মোটরগাড়ির জন্ম হয়েছে ১৯০৮ সনে, কমার্শিয়াল এরোপ্লেন ১৯৩৫ সনে, ১ম কম্পিউটার ১৯৫০ সনে...। আমার মনে হয়, বরফ যুগের সব বরফ একাই খেয়ে ফেলেছে বেকার আলগোর। এরপর তার পেট এবং মাথা দুটোই গেছে। কার্বন নিঃসরনের নামে গোটা বিশ্বকে পাগল করে ফেলেছে ডেমোক্রেটরা। এদেরই একজন ওবামা যার একমাত্র মিশন শিল্পজগতকে ধ্বংস করা। ওবামার সমালোচনায় মুখর রিপাবলিকানরা। তারা ভূয়া জলবায়ু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে।
এই সুযোগে টুপাইস কামাচ্ছে আমাদের চেতনাবাদিরা। গাধাগুলো কিছুই জানতে চায় না। সিডরের ৯ বছর পর, এই দেশে কবে উল্লেখ করার মতো বন্যা হয়েছে? নদী ভাঙ্গন আর কার্বন নিঃসরন দুই জিনিস। নদী ভাঙ্গন রোধ না করার জন্য দায়ী রাজনীতিবিদরা। এরা বাঁধ দেয়ার টাকা নিজেরা খেয়ে ফেলছে। ৭০এর মহাপ্লাবনের সময়ে কার্বন নিয়ে কেউ কি কথা বলতো? বড় বড় সুনামি হয়েছে শিল্প বিপ্লবের আগে। সূর্য ধীরে ধীরে আরো বেশি উত্তপ্ত হবে, উত্তর মেরুর বফর ক্রমশ গলে যাবে, সমুদ্রগুলো আরো উপচে পড়বে, ভূগর্ভে ভূমিকম্পের সংখ্যা বাড়বে, পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে, এটাই বাস্তবতা। যারা এসব বোঝে না তাদের অন্যতম দীপুমনি। তাকে বলছি, সবাইকে বলুন, জলবায়ুর লেজ টানাটানি বাদ দিয়ে নিজেদের লেজ টানাটানি করে আমাদেরকে বাঁচান।

উন্নতির নামে মহাষড়যন্ত্র শুরু হয়েছে। শকুনের মতো হামলে পড়েছে চীন্তরাশিয়া-জাপান্তভারতের কালো শকুনেরা। দেশ আর দেশ নেই বরং একটা বাস্প। ধীরে ধীরে বাস্প আরো মোটাতাজা এবং বিস্ফোরণমুখী হচ্ছে। উন্নতির নামে বিদেশি চরেরা যা খুশি করছে। বড় বড় হোটেলগুলো বিদেশি গেস্ট দিয়ে ঠাসা। প্রত্যন্ত অঞ্চলে বিদেশি কর্মী দিয়ে ভরা। ১/১১এর মাধ্যমে জাতি কি পেলো, তারা কি জানে?
সর্বনাশের ঘন্টা বাজতে দেরি নেই, এই অঞ্চল থেকে ভারত কোনদিনও যা আদায় করতে পারেনি, এমনকি আইয়ুব খান এবং শেখ মুজিবও যাতে রাজি হয়নি, ভাসানী যাদেরকে থাপ্পড় মারতে চেয়েছিলেন... চট্টগ্রাম বন্দরে এখন ভারতীয় জাহাজের মেলা। সড়কপথে হিন্দি সাইনবোর্ড গাড়ি দিয়ে সয়লাব। বিনা নোটিশে ভারতের সঙ্গে সবগুলো বন্দর খুলে দেয়ার ঘোষণা। গণভবনে দিল্লির মাসির বাড়ি। শিল্পপ্রতিষ্ঠানগুলোতে দাদাবাবুদের নেইমপ্লেট। রুপরূপসহ কয়েকটি অঞ্চলে রাশিয়ানদের দখলে। নাক ভোতা চীনার কোথায় নেই? পদ্মাসেতুর নামে লংকাকান্ড বাঁধিয়ে ফেলেছে চীন। জাপানিজরা বঙ্গোপসাগর বন্দর না বানিয়ে ছাড়বে না। সকলেই হাজার হাজার কোটি টাকার টোপ দিচ্ছে, একটার পর একটা টোপ গিলে ফেলছে চেতনাবাদিরা।
দেশজুড়ে চলছে উন্নতির নামে ভয়ংকর দখলবাজাদের দাপট। এভাবেই ঢুকেছিলো ইস্টইন্ডিয়া কোম্পানি। এভাবেই হিলারি শুরু করেছিলো আবর বসন্ত। সুন্দরবন পুরোটাই খেয়ে ফেলতে চায় ভারত। মহাকর্মকান্ড শুরু হয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র ঘিরে। নেপাল, ভূটান, শ্রীলংকা থেকে যেমন ভারতেকে আলাদা করা কঠিন, আজ বাংলাদেশের যে চেহারা নেপাল থেকে আলাদা করা কঠিন। অবশেষে নেপাল তাদের ভুল বুঝতে পারলো। কিন্তু আমরা দিল্লির হাতে ধরা দিলাম। এই বিষয়গুলো কি কারোই চোখে পড়ে না? পড়বে না কারণ, সিকিম হয়েও যদি ক্ষমতায় থাকা যায়, হলো সেটাই।

হাসিনার ইচ্ছা অনুযায়ী ফাঁসি চলবে

প্রতিটি রায়ের পরেই বিদেশিরা চিৎকার করবে এবং হাসিনার ইচ্ছা অনুযায়ী ফাঁসি চলবে। সাপ্তাহিকের সম্পাদক গোলাম মর্তুজা ফাঁসি নিয়ে চমৎকার লিখেছেন। শুধু দস্তখত ছাড়া মন্ত্রী কিছুই জানতেন না। কয় ট্রাক বিজেবি, কোথায় আলো জ্বলবে না, কয়টায় ফাঁসি, একমাত্র হাসিনা ছাড়া এমনকি তার সঙ্গে থাকা মানুষেরাও কিছুই জানতেন না। মর্তুজার কথার সঙ্গে মিলিয়ে বলছি, চরম ব্যর্থ হেগের আন্তর্জাতিক ট্রাইবুন্যাল, ওদেরকেই ফাঁসি দেয়া উচিত। ন্যায় বিচার নিশ্চিত করতে কিছুই করেনি বরং একব্যক্তির প্রতিহিংসামূলক ফাঁসি চলছে, চলবে।
স্কাইপ কেলেংকারির সঙ্গে যুক্ত ট্রাইবুন্যালের বিচারকেরা, এরচে’ গাজাখুরি বিচার কোথাও দেখেছেন? বিচারপতি মানিক, এস.কে সিনহা, নিজামুল হক, মন্ত্রী কামরুলসহ নানান জনের নাম এসেছে স্কাইপে। স্কাইপ কথোপকথন ইউটিউবে। অন্য দেশ হলে অবশ্যই হস্তক্ষেপ করতো হেগ কিন্তু বাংলাদেশের বেলায় করেনি কারণ, ভারত। দিল্লিকে এই অঞ্চলের জমিদার বানিয়েছে ওয়াশিংটন। ভারতে স্বার্থ পূরণে জ্বলে উঠেছে লক্ষ বাতি। স্কাইপের পর মিসট্রায়াল ঘোষণা ছাড়া প্রতিটি ফাঁসিই হত্যাকান্ড না হলে, আমাকে মিথ্যা প্রমাণ করুন।
২৭ নভেম্বর ইকোনোমিস্ট ম্যাগাজিন বিষয়টি বেশি বেশি পরিষ্কার করলো। প্রাচ্যের আফ্রিকায়, আমরাও হতবাক। ট্রাইবুন্যালের আপিল বিভাগের বিচারক মানিক এখন টকশো তারকা? ঘাদানির প্লাটফর্মে দাঁড়িয়ে জামায়েতের সম্পত্তি বাজেয়াপ্ত করে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিলিয়ে দেয়ার অন্যতম লবিস্ট এই বিচারক নামের কুসন্তান। এরাই ট্রাইবুন্যালে ফাঁসি দেয় আবার ভিকটিমদের সম্পত্তির বিরুদ্ধে লবি করে। এরাই সেই মীরজাফর যাকে চিনতে ভুল করেছিলেন সিরাজ-উদদৌলা। গোটা জাতিই আজ অসহায় সিরাজ-উদদৌলা। দেশজুড়ে চাষ হচ্ছে মীরজাফরদের। ট্রাইবুন্যালে সবচে’ বড় ভূমিকা শাহারিয়ার কবিরদের আর আপিলে রায় বহাল রাখার দায়িত্ব ছিলো মানিকের। এখন সেই মানিকই অবসরে যাওয়ার পরেই, টকশোতে যেসব কথা বলছে, এমনকি আফ্রিকাতেও এই ধরনের মার্সিনারি দেখা যায় না। বিচার, বিচারক কোনটাই নয়, বরং এদেরকে মার্সিনারি ছাড়া কোনটাই বলবো না। যে বিচারক আপিল বিভাগের ফাঁসি বহাল রেখেছে, তার মুখ দিয়ে এখন সত্য কথা বেরিয়ে আসছে। আমেরিকা হলে আইন ভঙ্গ করার জন্য এই বিচারকের ফাঁসি হতো। বর্বর আফ্রিকানরা কি আমাদের চেয়ে অধিক শিক্ষিত নয়?

আফ্রিকান মার্সিনারি নাকি বঙ্গললনা? মানুষ নাকি জীন? বুড়া বয়সেও ড্রকুলার মতো রক্তপিপাসা দেখে আমরা শোকাহত। গোটা জাতিকে ৭১এর বস্তায় বন্দি করে ফেলেছে, কিছুতেই সামনে যেতে দেবে না। সামনে গেলে মানুষ ৭১এর ধান্দাবাজি বুঝে যাবে। ৭১এ ইন্দিরা-মুজিবের সিকিম বানানোর ষড়যন্ত্র জেনে ফেলবে। পৃথিবীতে কতোকিছু হচ্ছে কিন্তু একমাত্র বাংলাদেশিদের মুখেই শুধু ৭১ আর ৭১। যেন ৭১ ছাড়া ৭২, ৭৩... কিছুই নেই। স্বাধীনতা আমরা চেয়েছি কিন্তু চেতনার ব্যবসা চাইনি। এমনকি ৭১ নামে একটি টেলিভিশনও হাতিয়ে নিয়েছে মোজাম্মেল হক বাবুলীগ। চেতনার নামে মানুষকে ৭১এ বন্দি রেখে একটি বানর জাতি বানানোর লক্ষণ সর্বত্রই। এই জাতি এখন নিজের বাবা-মায়ের নাম পর্যন্ত ভুলে গিয়ে সারাক্ষণ টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া করে। বাবা-মায়ের কবর জিয়ারত না করে, ৩২ নম্বর রাস্তার সামনে বানরনৃত্য করে।

পর্ণো মামলায় ইটিভি চেয়ারম্যানকে ২ বছর জেলে রাখার পর, আকাশে নিলাম হলো ইটিভি, নতুন এমডির নাম ড. আব্দুস সোবহান গোলাপ। বাহ্‌ কি মজা! কারো ব্লাউজ-পেটিকোট পরিষ্কার করলেই টেলিভিশনের মালিক হওয়া যায়। বাগানের ফুল নয়, মীরজাফর গোলাপ। দুষ্ট চোখের ভাবগম্ভির এবং ঠোঁটে তালা লাগানোর রহস্য এই উপদেষ্টা, হাসিনার প্রতিটি অনুষ্ঠানের ১ম সারিতে। একসময় নিউইয়র্কে তার গ্রোসারি স্টোর ছিলো। ২০০৮এ সব ত্যাগ করে সরাসরি সজীবের বাড়িতে হাসিনার চাপরাশি। হঠাৎ দেখলাম, সে উপদেষ্টা। এই লোকটাই আমাকে ২০০৯ সনে বলেছিলো, সজীব একদিন প্রধানমন্ত্রী হবে এবং সরকারকে কেউ আর ক্ষমতা থেকে নামাতে পারবে না এবং সে নিশ্চিত। খয়ের খার কথার অর্থ সেদিন বুঝতে পারিনি। একদা মুদিখানার মালিক এখন চেতনার শিক্ষক। বাইরে উপদেষ্টা কিন্তু ভেতরে ভেতরে এখনো চাপরাশি। তার ডক্টর উপাধিও ভূয়া। এতোকাল খয়ের খা থাকার পুরষ্কার, হাজার হাজার কোটি টাকার ইটিভি। আমরা ভাষাহীন। মানুষের বুদ্ধি-বিবেকের জানাজায় দলে দলে শরিক হোন। ইন্নালিল্লাহে... পড়েন। যে কোন মুহূর্তে ঘরে-বাইরে যা খুশি ছিনিয়ে নিবে ছিনতাইকারি সরকার। ইটিভির পর আরো প্রমাণ চাই? এরপর জামায়েতের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বেহাত করে খয়ের খা-দেরকে এভাবেই পুরষকৃত করতে থাকবে মার্সিনারিরা।
সরকার পতন হলে সবগুলো বিদেশে পালিয়ে যেতে বাধ্য হবে। খয়ের খা গোলাপের কথাই ঠিক, হাসিনার যুগ অবসান হলে মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রের মতো প্রধানমন্ত্রী হবে তার পুত্র। সুতরাং সজাগ থাকুন, যে কোন মুহূর্তে স্বামী কিংবা স্ত্রী, হঠাৎ নিলাম উঠতে পারে।

বাংলাদেশের সকল অর্থনীতিবিদ এবং অর্থবিশেষজ্ঞরা ইনে-কাল করেছেন। ইন্নালিল্লাহে...। আছেন শুধুই একজন, যিনি সব জ্যান্তা কিন্তু যদি প্রশ্ন করি, জিডিপি কি দিয়ে হয়, বলতে পারবে না। যদি বলি, কর্মসংস্থানের সঙ্গে জিডিপির আনুপাতিক হারের সম্পর্ক কি, কিছু চেতনার বাণী শোনাবে কিন্তু অর্থনীতিবিষয়ক কিছুই বলতে পারবে না কারণ, চেতনার বিদ্যা-বুদ্ধি দিয়ে দেশ শাসন করা সম্ভব না। এইসকল ভূয়া উন্নতিবাজাদের খপ্পড়ে পড়ে, দিনকে দিন একটি জাতি কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, প্রমাণ বাংলাদেশ। অর্থনীতির বিশাল গর্তগুলো, মুখের কথায় ঢেকে রেখেছে। একমাত্র খয়ের খা ছাড়া প্রত্যেকের অর্থনৈতিক অবস্থাই যা-তা। রিক্সা-দিনমজুর, গার্মেন্টস আর প্রবাসী শ্রমিক ভিত্তিক অর্থনীতিতে আসলেই যে কিছু নেই, মস্তিষ্কহীনরা চেতনা ছাড়া সব প্রশ্ন ভুলে গেছে। তাদের কানে তালা, জিহ্বায় গরুর ঠুলি।
উচ্চমধ্যবিত্ত দেশ হতে গেলে মাথাপিছু আয় লাগবে ৪১০০ ডলার এবং ২০৪১ সাল পর্যন্ত প্রতিবছরই ৪০ ভাগ প্রবৃদ্ধির হার বাধ্যতামূলক। এবার বলুন, অর্থনীতিবিদদের জানাজা হয়েছে নাকি হয়নি? একমাত্র পাগলের কারবার ছাড়া এই ধরনের উন্নতির কথা কেউ বলে? টেলিভিশন এবং খবরের কাগজকে যেভাবে উন্নতির প্রপাগান্ডা মিডিয়া হিসেবে ব্যবহার করছে, এর ফলাফল অনেকটাই হিরোশিমার মতো। আকাশ থেকে বোমা ফেললে মানুষ মরে, মিডিয়া থেকে ফেললে মস্তিষ্ক মরে। আমাদের বুদ্ধিকোষগুলো সব মারা গেছে। ইন্নালিল্লাহে....।
অর্থনীতিবিদদের কফিনে এইমাত্র ফুল দিয়ে এলাম। এখন শুনুন, যা আপনাদের শোনা উচিত। যে ক্লাশে ৩ জন ছাত্র, তারাই ১ম, ২য়, ৩য়। মার্কিন অর্থনীতির সঙ্গে হাস্যস্কর তুলনা করে বাংলাদেশের মার্সিনারিরা। আমি এদেরকে মার্সিনারি ছাড়া কিছুই বলতে রাজি নই। বাংলাদেশ নামের রাষ্ট্রটি এখন প্রাচ্যের আফ্রিকা। আফ্রিকা জুড়েই স্বৈরাচার কিন্তু কখনোই তারা গণতন্ত্রের দোহাই দেয় না এবং এটাই একমাত্র পার্থক্য। আফ্রিকার ঘরে-বাইরে মার্সিনারিরা প্রকাশ্যে যা করে, আমরা করি গণতন্ত্রের ছদ্মবেশে, এই যেমন্ত আকাশে ইটিভি নিলাম। যা বলছিলাম, নিম্ন এবং নিম্নমধ্যবিত্ত দেশগুলোতে প্রবৃদ্ধির হার সবসময় বেশি হওয়ার কারণ এই ক্লাশে কোন ছাত্র-ছাত্রী নেই। ধনী দেশগুলোর প্রবৃদ্ধির হার ধীরলয়ে। উদাহরণস্বরূপ, মার্কিন প্রবৃদ্ধির পরিমাণ ১৮ ট্রিলিয়ন ডলার। ১ হাজার বিলিয়নে ১ ট্রিলিয়ন। ১ বিলিয়ন অর্থাৎ ১০০ কোটি। ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ। বাংলাদেশের জিডিপি ২০৪ বিলিয়ন ডলার। এবার বুঝুন, মানুষ কিভাবে গাধা হয়ে যায়। কথায় কথায় বলে, বাংলাদেশের প্রবৃদ্ধির হার নাকি উন্নতি দেশগুলোকেও ছাড়িয়ে গেছে। উন্নতির ঢেকুর তো প্রতি ঘণ্টায়। অন্য দেশে মন্দা আছে বাংলাদেশে নাকি মন্দা হয় না। এই সব গাজাখুরি গল্প শুনিয়ে গোটা জাতিকে নেশাগ্রস্ত করে ফেলেছে। পশ্চিমাদের জিডিপি যা দিয়ে হয়, হাজার বছরেও কল্পনা করতে পারবে না বাংলাদেশ। যে ভাষায় তুলনা করে, মূর্খ ছাড়া কেউ করবে না।
মোটা হয়ে গেলে দৌড়াতে সময় লাগে, হালকাপাতালা হলে দৌড়ে ফার্স্ট। জিডিপির বিষয়টিও তাই। প্রতি মাসেই লক্ষ লক্ষ গাড়ি, বাড়ি, শিল্পপণ্যজাত সামগ্রী, লেবার ফোর্স, আমদানি-রপ্তানির বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে পশ্চিমাদের জিডিপি। আব্বাস আর গাবগাছকে এক করে ফেলেছে গাজাখোরদের দল। জাতির মুখে গাজা রেখে খয়ের খা’রা সবকটাই বোম ভোলানাথ।

যারাই আমাকে মিথ্যা প্রমাণ করতে চান, অর্থনীতি বিষয়ে কিছু জ্ঞান সংগ্রহ করুন। আমি করেছি ৩৫ বছর, এখনো করছি। প্রতিদিনই পুঁজিবাদের সঙ্গে আছি, পশ্চিমাদের পুঁজিবাজার কোথায় যাচ্ছে, ড্রইংরুমে বসেই বলতে পারি। কারণ সেই সক্ষমতা আমি অর্জন করেছি। আপনারা পারবেন? স্বাধীনতার ৪৪ বছরে পরেও ২০০ বিলিয়ন ডলারের জিডিপি নিয়ে যারা লাফালাফি করে, তাদের গন্তব্য সুন্দরবন। কারণ সুন্দরবনে পশুর সংখ্যা কমছে, বাড়ছে শহরে এবং গ্রামগঞ্জে।

অন্যান্য ব্যবসাগ্রুপের মতো আমি এদের নাম দিলাম, মামা-ভাগ্নে চেতনা গ্রুপ। ঠিক ধরেছেন, শাহারিয়ার কবির এবং মুনতাসির মামুন। দুই চেতনাবিদের একজন ইতিহাস পড়ায়, আরেকজন প্রত্যেকদিনই চেতনা সৃষ্টি করে। পত্রিকা খুললেই মামা-ভাগ্নে চেতনাগ্রুপ। টেলিভিশন খুললেও তাই। এদের যন্ত্রণায় টেলিভিশন দেখা বাদ। আলম গ্রুপের মতোই মামা-ভাগ্নে গ্রুপ একটি লাভজনক ব্যবসা। আলম গ্রুপের নামে ছিনতাই করলো ইটিভি। যার এমডি ড. আব্দুস সোবহান গোলাপ। মামা-ভাগ্নে মিলে মুক্তিযুদ্ধ এবং চেতনা বিক্রি করে বেশ কামাচ্ছে। এবার খামছে ধরেছে জামায়েতের সম্পত্তি। ছিনতাই হলে, জামায়েতের ৫০০ হাজার কোটি টাকার বড় অংশ পাবে চেতনাগ্রুপ। বাংলাদেশে এখন সবচে’ লাভজনক ব্যবসা মুক্তিযুদ্ধ, এমনকি আইফোন কিংবা মার্সিডিজের চেয়েও বড়। যে দিকেই তাকাই মুক্তিযুদ্ধের মুদিখানা। এমনকি গোরস্তানের গেটেও নৌকার ছবি। কবরখানা লীগ, গোরখাদক লীগ, আজরাইল লীগ, ওলামা লীগ থাকলে মামা-ভাগ্নে গ্রুপ থাকবে না?

জলবায়ু আন্দোলন হচ্ছে সবচে’ বড় বাটপারি। এরচে’ বড় বাটপারি ব্যবসা বাংলাদেশে নেই। বিরূপ জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ, এই কথা বলে দুটো উদ্দেশ্য সাধন করতে যাচ্ছে চেতনালীগ। ১) জলবায়ু তহবিল থেকে মিলিয়ন মিলিয়ন ডলার কামাই করে গিলে ফেলা। ২) জলবায়ুর কথা বলে যদি সস্তায় একটা নোবেল পাওয়া যায়। বান কি মুনের জলবায়ু আর নোবেলের দৌড়ে বাংলাদেশে খুব পিছিয়ে নেই। একটার পর একটা পুরষ্কার পাচ্ছে প্রাচ্যের আফ্রিকার জলবায়ু বিশেষজ্ঞ। এরপর পুরষ্কারের উপরেই ঘেন্না ধরেছে।
আসল কথা কেউ জানে না। এই শতাব্দির সবচে’ ভূয়া শ্লোগান জলবায়ুর ঝুকি। মার্কিন নির্বাচনে হেরে গিয়ে ভাইসপ্রেসিডেন্ট তখন আলগোর বেকার। কিছু তো করতে হবে, সুতরাং আবিষ্কার করলো কার্বন নিঃসরনে ক্ষতিগ্রস্ত জলবায়ু। তৈরি করলো ‘ইনকনভিয়েন্ট ট্রুথ’ নামের একটি গাজাখুরি ছবি। এর পেছনে ছিলো ডেমোক্রেট লবিস্টদের বড় ষড়যন্ত্র, যারা কার্বন নিঃসরণ কমানোর নামে নতুন ব্যবসা খুলতে চায়। বিকল্প জ্বালানি ব্যবসা যার অন্যতম। বরফ যুগের ১০ হাজার বছর পর শিল্প বিপ্লবের বয়স মাত্র ৩০০ বছর। এবার বলুন, এতো বরফ গেলো কোথায়? ৩০০ বছর আগে কি শিল্পকারখানা এবং যানবাহন ছিলো? মোটরগাড়ির জন্ম হয়েছে ১৯০৮ সনে, কমার্শিয়াল এরোপ্লেন ১৯৩৫ সনে, ১ম কম্পিউটার ১৯৫০ সনে...। আমার মনে হয়, বরফ যুগের সব বরফ একাই খেয়ে ফেলেছে বেকার আলগোর। এরপর তার পেট এবং মাথা দুটোই গেছে। কার্বন নিঃসরনের নামে গোটা বিশ্বকে পাগল করে ফেলেছে ডেমোক্রেটরা। এদেরই একজন ওবামা যার একমাত্র মিশন শিল্পজগতকে ধ্বংস করা। ওবামার সমালোচনায় মুখর রিপাবলিকানরা। তারা ভূয়া জলবায়ু ব্যবসায়ীদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে।
এই সুযোগে টুপাইস কামাচ্ছে আমাদের চেতনাবাদিরা। গাধাগুলো কিছুই জানতে চায় না। সিডরের ৯ বছর পর, এই দেশে কবে উল্লেখ করার মতো বন্যা হয়েছে? নদী ভাঙ্গন আর কার্বন নিঃসরন দুই জিনিস। নদী ভাঙ্গন রোধ না করার জন্য দায়ী রাজনীতিবিদরা। এরা বাঁধ দেয়ার টাকা নিজেরা খেয়ে ফেলছে। ৭০এর মহাপ্লাবনের সময়ে কার্বন নিয়ে কেউ কি কথা বলতো? বড় বড় সুনামি হয়েছে শিল্প বিপ্লবের আগে। সূর্য ধীরে ধীরে আরো বেশি উত্তপ্ত হবে, উত্তর মেরুর বফর ক্রমশ গলে যাবে, সমুদ্রগুলো আরো উপচে পড়বে, ভূগর্ভে ভূমিকম্পের সংখ্যা বাড়বে, পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে, এটাই বাস্তবতা। যারা এসব বোঝে না তাদের অন্যতম দীপুমনি। তাকে বলছি, সবাইকে বলুন, জলবায়ুর লেজ টানাটানি বাদ দিয়ে নিজেদের লেজ টানাটানি করে আমাদেরকে বাঁচান।

উন্নতির নামে মহাষড়যন্ত্র শুরু হয়েছে। শকুনের মতো হামলে পড়েছে চীন্তরাশিয়া-জাপান্তভারতের কালো শকুনেরা। দেশ আর দেশ নেই বরং একটা বাস্প। ধীরে ধীরে বাস্প আরো মোটাতাজা এবং বিস্ফোরণমুখী হচ্ছে। উন্নতির নামে বিদেশি চরেরা যা খুশি করছে। বড় বড় হোটেলগুলো বিদেশি গেস্ট দিয়ে ঠাসা। প্রত্যন্ত অঞ্চলে বিদেশি কর্মী দিয়ে ভরা। ১/১১এর মাধ্যমে জাতি কি পেলো, তারা কি জানে?
সর্বনাশের ঘন্টা বাজতে দেরি নেই, এই অঞ্চল থেকে ভারত কোনদিনও যা আদায় করতে পারেনি, এমনকি আইয়ুব খান এবং শেখ মুজিবও যাতে রাজি হয়নি, ভাসানী যাদেরকে থাপ্পড় মারতে চেয়েছিলেন... চট্টগ্রাম বন্দরে এখন ভারতীয় জাহাজের মেলা। সড়কপথে হিন্দি সাইনবোর্ড গাড়ি দিয়ে সয়লাব। বিনা নোটিশে ভারতের সঙ্গে সবগুলো বন্দর খুলে দেয়ার ঘোষণা। গণভবনে দিল্লির মাসির বাড়ি। শিল্পপ্রতিষ্ঠানগুলোতে দাদাবাবুদের নেইমপ্লেট। রুপরূপসহ কয়েকটি অঞ্চলে রাশিয়ানদের দখলে। নাক ভোতা চীনার কোথায় নেই? পদ্মাসেতুর নামে লংকাকান্ড বাঁধিয়ে ফেলেছে চীন। জাপানিজরা বঙ্গোপসাগর বন্দর না বানিয়ে ছাড়বে না। সকলেই হাজার হাজার কোটি টাকার টোপ দিচ্ছে, একটার পর একটা টোপ গিলে ফেলছে চেতনাবাদিরা।
দেশজুড়ে চলছে উন্নতির নামে ভয়ংকর দখলবাজাদের দাপট। এভাবেই ঢুকেছিলো ইস্টইন্ডিয়া কোম্পানি। এভাবেই হিলারি শুরু করেছিলো আবর বসন্ত। সুন্দরবন পুরোটাই খেয়ে ফেলতে চায় ভারত। মহাকর্মকান্ড শুরু হয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র ঘিরে। নেপাল, ভূটান, শ্রীলংকা থেকে যেমন ভারতেকে আলাদা করা কঠিন, আজ বাংলাদেশের যে চেহারা নেপাল থেকে আলাদা করা কঠিন। অবশেষে নেপাল তাদের ভুল বুঝতে পারলো। কিন্তু আমরা দিল্লির হাতে ধরা দিলাম। এই বিষয়গুলো কি কারোই চোখে পড়ে না? পড়বে না কারণ, সিকিম হয়েও যদি ক্ষমতায় থাকা যায়, হলো সেটাই।

Thursday, 26 November 2015

নারী নির্যাতনের অবস্থান

সামাজিক সূচকে বাংলাদেশের বিস্ময়কর সাফল্যের পেছনে নারীর অগ্রগতি বড় ভূমিকা রাখলেও ঘরের মধ্যে নারীর অবস্থা তেমন বদলায়নি। দেশের বিবাহিত নারীদের ৮৭ শতাংশই স্বামীর মাধ্যমে কোনো না কোনো সময়ে, কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশ বলেছেন, তাঁরা স্বামীর মাধ্যমে শারীরিক নির্যাতন ভোগ করেছেন, ৩৬ শতাংশ যৌন নির্যাতন, ৮২ শতাংশ মানসিক এবং ৫৩ শতাংশ নারী স্বামীর মাধ্যমে অর্থনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। বিস্ময়কর আরও তথ্য হচ্ছে, এসব নারীর ৭৭ শতাংশ বলেছেন, তাঁরা বিগত এক বছরেও একই ধরনের নির্যাতন ভোগ করেছেন। বড় অংশের নারীকেই তাঁদের ইচ্ছার বিরুদ্ধে স্বামীর সঙ্গে যৌনসম্পর্ক গড়তে বাধ্য হতে হয়েছে। সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশে প্রথমবারের মতো নারী নির্যাতন নিয়ে জাতীয় পর্যায়ে একটি জরিপ চালিয়েছে। ‘ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন (ভিএডব্লিউ) সার্ভে ২০১১’ নামের এই জরিপে নারী নির্যাতনের এ ধরনের চিত্রই উঠে এসেছে। গত বছরের ডিসেম্বরে এ প্রতিবেদনটি প্রকাশিত হয়। এর আগে দেশে নারী নির্যাতন নিয়ে বিভিন্ন সংস্থা আলাদাভাবে প্রতিবেদন প্রকাশ করেছিল। তবে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বিবিএসের এ জরিপ বলেছে, শারীরিক নির্যাতনের শিকার নারীদের মাত্র অর্ধেক চিকিৎসা নেওয়ার সুযোগ পান। এক- তৃতীয়াংশ নারীই স্বামীর ভয়ে বা স্বামী সম্মতি না দেওয়ায় চিকিৎসকের কাছ পর্যন্ত যেতেই পারেননি।
আন্তর্জাতিক সিডও কমিটির সাবেক চেয়ারম্যান সালমা খান প্রথম আলোকে বলেন, পারিবারিক নির্যাতন নিয়ে আগে নারীরা মুখ খুলতেন না। ঘরোয়া ব্যাপার বা লজ্জাজনক মনে করতেন। বর্তমানে মুখ খুলছেন। অন্যদিকে নারী নির্যাতন প্রতিরোধে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহুদিন আগে থেকেই কাজ হচ্ছে। কিন্তু নারী নির্যাতনের মাত্রা বাড়ছেই। এর মূল কারণ হলো, নারী নির্যাতনের
বিষয়টি এখনো জাতীয় বিষয়ে পরিণত হতে পারেনি। চোখের সামনে নির্যাতন দেখলেও সবাই মেনে নিচ্ছে।দুর্বল আইনের শাসনও এ ক্ষেত্রে প্রভাব ফেলছে। তাই এ ধরনের সংস্কৃতি যত দিন পরিবর্তন না হবে, তত দিননির্যাতন বন্ধ করা সম্ভব হবে না।
জরিপ: জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) কারিগরি ও আর্থিক সহায়তায় সরকার এ জরিপ করেছে। এ জরিপ প্রকল্পের পরিচালক জাহিদুল হক সরদার প্রথম আলোকে বলেন, জাতিসংঘের পক্ষ থেকে সদস্যরাষ্ট্রগুলোতে নারী নির্যাতনের অবস্থান জানার জন্য জাতিসংঘের পরিসংখ্যান বিভাগের (ইউএনএসডি) নির্ধারিত মানদণ্ডের আলোকে জরিপ চালানোর আহ্বান জানানো হলে ভিয়েতনামের পরেই বাংলাদেশ এ ধরনের জরিপ চালিয়েছে। নির্ধারিত মানদণ্ডে বিবাহিত নারীদের যৌন নির্যাতনের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কিছু কিছু বিষয়, যেগুলো দেশের জন্য প্রযোজ্য নয়, তা বাদ দেওয়া হয়েছে। ভিয়েতনামের পরিস্থিতি অবশ্য বাংলাদেশের তুলনায় খানিকটা ভালো। ভিয়েতনামের করা জরিপ অনুযায়ী, সে দেশের ৫৮ শতাংশ নারীই স্বামীর মাধ্যমে কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হন। অন্যদিকে, উন্নত বিশ্বের নারীরাও পারিবারিক নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছেন না। ২০১০ সালের ইউরোপীয় ইউনিয়নের করা এক জরিপে উল্লেখ করা হয়েছে, ইউরোপের প্রতি চারজন নারীর মধ্যে একজন জীবনের কোনো না কোনো সময়ে পারিবারিক নির্যাতনের শিকার হন। জরিপে বলা হয়েছে, ৭৮ শতাংশই মনে করেন, নারী নির্যাতন খুবই পরিচিত ঘটনা। অন্য একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে, অস্ট্রেলিয়া, কানাডা, ইসরায়েল, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রে ৪০ থেকে ৭০ শতাংশ নারী তাঁদের স্বামী বা ছেলেবন্ধুর হাতে খুন হন।

নারী নির্যাতনের

সামাজিক সূচকে বাংলাদেশের বিস্ময়কর সাফল্যের পেছনে নারীর অগ্রগতি বড় ভূমিকা রাখলেও ঘরের মধ্যে নারীর অবস্থা তেমন বদলায়নি। দেশের বিবাহিত নারীদের ৮৭ শতাংশই স্বামীর মাধ্যমে কোনো না কোনো সময়ে, কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশ বলেছেন, তাঁরা স্বামীর মাধ্যমে শারীরিক নির্যাতন ভোগ করেছেন, ৩৬ শতাংশ যৌন নির্যাতন, ৮২ শতাংশ মানসিক এবং ৫৩ শতাংশ নারী স্বামীর মাধ্যমে অর্থনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। বিস্ময়কর আরও তথ্য হচ্ছে, এসব নারীর ৭৭ শতাংশ বলেছেন, তাঁরা বিগত এক বছরেও একই ধরনের নির্যাতন ভোগ করেছেন। বড় অংশের নারীকেই তাঁদের ইচ্ছার বিরুদ্ধে স্বামীর সঙ্গে যৌনসম্পর্ক গড়তে বাধ্য হতে হয়েছে। সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশে প্রথমবারের মতো নারী নির্যাতন নিয়ে জাতীয় পর্যায়ে একটি জরিপ চালিয়েছে। ‘ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন (ভিএডব্লিউ) সার্ভে ২০১১’ নামের এই জরিপে নারী নির্যাতনের এ ধরনের চিত্রই উঠে এসেছে। গত বছরের ডিসেম্বরে এ প্রতিবেদনটি প্রকাশিত হয়। এর আগে দেশে নারী নির্যাতন নিয়ে বিভিন্ন সংস্থা আলাদাভাবে প্রতিবেদন প্রকাশ করেছিল। তবে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বিবিএসের এ জরিপ বলেছে, শারীরিক নির্যাতনের শিকার নারীদের মাত্র অর্ধেক চিকিৎসা নেওয়ার সুযোগ পান। এক- তৃতীয়াংশ নারীই স্বামীর ভয়ে বা স্বামী সম্মতি না দেওয়ায় চিকিৎসকের কাছ পর্যন্ত যেতেই পারেননি।
আন্তর্জাতিক সিডও কমিটির সাবেক চেয়ারম্যান সালমা খান প্রথম আলোকে বলেন, পারিবারিক নির্যাতন নিয়ে আগে নারীরা মুখ খুলতেন না। ঘরোয়া ব্যাপার বা লজ্জাজনক মনে করতেন। বর্তমানে মুখ খুলছেন। অন্যদিকে নারী নির্যাতন প্রতিরোধে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহুদিন আগে থেকেই কাজ হচ্ছে। কিন্তু নারী নির্যাতনের মাত্রা বাড়ছেই। এর মূল কারণ হলো, নারী নির্যাতনের
বিষয়টি এখনো জাতীয় বিষয়ে পরিণত হতে পারেনি। চোখের সামনে নির্যাতন দেখলেও সবাই মেনে নিচ্ছে।দুর্বল আইনের শাসনও এ ক্ষেত্রে প্রভাব ফেলছে। তাই এ ধরনের সংস্কৃতি যত দিন পরিবর্তন না হবে, তত দিননির্যাতন বন্ধ করা সম্ভব হবে না।
জরিপ: জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) কারিগরি ও আর্থিক সহায়তায় সরকার এ জরিপ করেছে। এ জরিপ প্রকল্পের পরিচালক জাহিদুল হক সরদার প্রথম আলোকে বলেন, জাতিসংঘের পক্ষ থেকে সদস্যরাষ্ট্রগুলোতে নারী নির্যাতনের অবস্থান জানার জন্য জাতিসংঘের পরিসংখ্যান বিভাগের (ইউএনএসডি) নির্ধারিত মানদণ্ডের আলোকে জরিপ চালানোর আহ্বান জানানো হলে ভিয়েতনামের পরেই বাংলাদেশ এ ধরনের জরিপ চালিয়েছে। নির্ধারিত মানদণ্ডে বিবাহিত নারীদের যৌন নির্যাতনের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কিছু কিছু বিষয়, যেগুলো দেশের জন্য প্রযোজ্য নয়, তা বাদ দেওয়া হয়েছে। ভিয়েতনামের পরিস্থিতি অবশ্য বাংলাদেশের তুলনায় খানিকটা ভালো। ভিয়েতনামের করা জরিপ অনুযায়ী, সে দেশের ৫৮ শতাংশ নারীই স্বামীর মাধ্যমে কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হন। অন্যদিকে, উন্নত বিশ্বের নারীরাও পারিবারিক নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছেন না। ২০১০ সালের ইউরোপীয় ইউনিয়নের করা এক জরিপে উল্লেখ করা হয়েছে, ইউরোপের প্রতি চারজন নারীর মধ্যে একজন জীবনের কোনো না কোনো সময়ে পারিবারিক নির্যাতনের শিকার হন। জরিপে বলা হয়েছে, ৭৮ শতাংশই মনে করেন, নারী নির্যাতন খুবই পরিচিত ঘটনা। অন্য একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে, অস্ট্রেলিয়া, কানাডা, ইসরায়েল, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রে ৪০ থেকে ৭০ শতাংশ নারী তাঁদের স্বামী বা ছেলেবন্ধুর হাতে খুন হন।

Monday, 23 November 2015

হাসিনা দেশ বিক্রি করে দিয়েছে দাদাবাবুদের হাতে; ফাঁসি নিয়ে সরকারের মিথ্যাচার জাতি জেনে গেছে

ইরাকের মতোই দখল হয়ে গেলো বাংলাদেশ। আছে কয়েকজন খয়ের খাঁ, মিরজাফর, রায়বল্লভ। বিচারকদের মুখস্ত রায়, কার্বন কপি। একটা রায়কেও পার্থক্য করা যায় না। এখন আবার পূর্ণাঙ্গ রায়ের আগেই ফাঁসি কার্যকর। আইনমন্ত্রীর মিথ্যাচার ধরা পড়ে গেছে। “প্রাণভিক্ষার আবেদন দেখানো যাবে না।” ভিকটিম পরিবারের কঠিন অবস্থান, প্রাণভিক্ষা চাননি তাদের পিতা। বিগত দুই ফাঁসির সময়েও একই চেষ্টা করে বিফল, এইবার আন্তর্জাতিক চাপের কাছে মরিয়া। প্রাণভিক্ষা দেখিয়ে বলতে চাইছে, অপরাধ তারা স্বীকার করেছে। যারা নিজেরাই কলংকিত, তারা কি করে বিচার করবে? যাদের মন্ত্রীসভায় যুদ্ধাপরাধী, কোন ছলচাতুরিই রক্ষা করবে না। প্রাণভিক্ষার আবেদন কেন ভূয়া, আইনমন্ত্রী নিজে ফাঁস করে দিলো।

সকালে মাহিয়া মাহি, বিকালে বিদ্যা সিনহা। বাংলা চলচ্চিত্রে রাজ-রাণীদের অন্যতম ববিতা, নাসিমা খান, শাবানা। কিন্তু বুড়ি নাসিমা খান আর রওশন জামিল মুখে যতোই স্নো-পাউডার মাখুক, আর ১ লক্ষ টাকার জামদানি শাড়ি পড়ে, মেকাপ খুললে তারা যে বুড়ি, কিছুতেই লুকানো যাবে না। আমাদের দেশেও হঠাৎ করেই নাসিমা খানদের মধ্যে মাহিয়া মাহি হওয়ার প্রবণতা লক্ষণীয়। এতো সাজকাজ দিয়ে এই খসে পড়া জাতি কি করবে!

এখন আমাদের হাগতে দিবস, মুততে দিবস, হাঁচি দিতে দিবস। ফাঁসি দিবস করলে কেমন হয়?

ইমরান সরকার আর শাহারিয়ার কবিরদের মতো জল্লাদ সৃষ্টি করে লঙ্কাকান্ড বাধিয়ে ফেলেছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় পার হয়ে যাচ্ছে। ব্যক্তিগত নিরাপত্তার নামে কোষাগারের কোটি কোটি টাকা খর্চ করে ইমরান্তশাহারিয়ারদের মতো হারামজাদাদেরকে রাস্তায় নামিয়েছে আজরাইল লীগ। সাকা-মুজাহিদের জান কবচ করার পর, তাদের সম্পত্তি খাওয়ার মতলব করছে হারামাজাদা ঘাদানি। হিটলার মরেনি, পুরুত্থান হয়েছে। খেয়াল করুন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর একরকম গোফ, যা হিটলারেরও। খেয়াল করুন, গডমাদারের বড় ফ্রেমের চশমা এবং ইমেলদা মার্কোসের মতো সাজকাজ। এগুলো স্বৈরাচারদের পোশাক। 
আগেও বলেছি, আওয়ামী লীগকে জন্ম দিয়েছে কংগ্রেস, পাকিস্তানকে দুইখন্ড করেছে কংগ্রেস। আবারো বলছি, অবৈধ সরকারকে সৃষ্টি করেছে দিল্লি, ক্ষমতায় রেখেছে দিল্লি। বাংলাদেশ বিক্রি হয়ে গেছে। বাজার এবং সংস্কৃতি দুটোই দাদাবাবুদের পকেটে।

কিভাবে গাধা এবং বানরের জাত সৃষ্টি হলো! বানর কিংবা গরু অথবা মুরগি, খেয়াল করুন, প্রত্যেকেরই জীবন আছে, কিন্তু মানুষের মতো নিজস্ব চেহারা নেই। আরো খেয়াল করুন, একমাত্র পশুরাই দলে দলে হাঁটে। কিন্তু মানুষ হাঁটে নিজের চাহিদা অনুযায়ী । প্রতিটি গরুর চেহারা একরকম, হাম্বা ডাকে একই শব্দে, দুধ এবং মাংস দুটোই হয়, পেটালেও প্রতিবাদ করে না। মানুষের সঙ্গে পশুর পার্থক্য, প্রতিটি মানুষই বুদ্ধি এবং বিবেক তাড়িত প্রাণী। এদের প্রত্যেকেরই নিজস্ব চেহারা এবং প্রতিক্রিয়া থাকে। মারলে চিৎকার করে, ছিনিয়ে নিলে দৌড়ায়, হত্যা করলে প্রতিশোধ নেয়। প্রতিদিনই ১০০ লক্ষ গরু জবাই হয় কিন্তু কেউ কি কোন গরুকে একজন মানুষ খুন করতে দেখেছে? বলছি, প্রাণীজগতের যারাই দেখতে একরকম, যেমন্ত মাছ এবং পশু, মস্তিষ্ক শক্তিহীন। একই প্রক্রিয়ায় যারাই আওয়ামী লীগ, সকলেই গরুর মতো দেখতে একরকম, এক আওয়াজ, দৌড়ায় একরকম, এক শ্লোগান। 
কিভাবে সম্ভব হলো? দেখুন, একমাত্র বাংলাদেশেই নামমাত্র জমিতে সপ্তম বৃহত্তম জনসংখ্যা। বসবাসের অযোগ্য দেশ ত্যাগ করতে প্রতিদিনই হাজার হাজার মানুষ মরিয়া। এদেরই একটি বৃহৎ অংশ যারা বুদ্ধিমান, পালিয়ে যাচ্ছে এবং সঙ্গে যাচ্ছে ২য় এবং ৩য় প্রজন্ম। দুধ থেকে মাখন তুললে, এর নাম ঘোল। বাংলাদেশটাও এখন ঘোল। ঘোলের স্বাদ নেই, পুষ্টি নেই বরং চোরের মাথায় ঢালার জন্য ঘোল। এইজন্যই যা দেখছেন, সত্য। গরুর মতো সবার চেহারা একরকম, তাই এরা সব হাম্বা লীগ।

বহু বছর বিদেশে থেকে বহু মৃত্যুদন্ড কার্যকর করার সংবাদ শুনেছি। সান্ধ্যকালীন সংবাদে দু-এক লাইন বলে। উল্লেখযোগ্য পত্রিকায় চাঞ্চল্যকর খুনিদের মৃত্যুদন্ড কার্যকরের খবর দু-চার লাইন লেখে। ট্রাবুন্যালের ফাঁসিকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ এখন ফাঁসির জাত। সর্বত্রই ফাঁসির উল্লাসে ফেটে পড়া অজগরের বিষাক্ত এক উম্মাদ জাতি। মানুষের জান নিতে এতো উল্লাস আমি জীবনে দেখিনি। 
বহু যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে গেলো ২০ বছরে। কম্বোডিয়া, সুদান, বসনিয়া, লিবিয়ার মতো দেশগুলোর যুদ্ধাপরাধীদের বিচার অনেকেই জানেন। কিন্তু এসব কি হচ্ছে বাংলাদেশে? টেলিভিশন খুললেই ফাঁসির দড়ি, যমটুপি, তওবা পড়ানো, শেষ খাবারের মেন্যু, পরিবারের সঙ্গে শেষ কথা, মৃত্যুপরোয়ানা, ফাঁসির মঞ্চে ওঠানো, মৃত্যুকূপের ছবি, টেবিল-চেয়ারের বর্ণনা, ফাঁসির মহড়া, জল্লাদের উইকিপিডিয়া, এম্বুলেন্সের আগমন, সিভিল সার্জনের ঘড়ি, কেন্দ্রীয় কারাগারের সামনে হাজার হাজার মৃত্যু প্রত্যাশি মানুষের গানবাজনা। এর মধ্যেই জাতীয় পতাকা, জাতীয় সংগীত, অপ্রাপ্ত বয়স্ক সাংবাদিক লীগের মুখে ইঁদুর মারার খবর। অদূরেই মিষ্টি এবং ফুলসহ গণজাগরণ মঞ্চের পাগলাগারদ। উম্মাদগুলো, বাদরের মতো চিৎকার করে যা বলছে, আমার কোনই সন্দেহ নেই, মাখন চলে যাওয়ায় এই দেশ এখন ঘোল। 
টেলিভিশন খুললেই ফাঁসির দড়ি দেখতে দেখতে প্রশ্ন করি, পাইকারী লাইসেন্স দেয়ার কারণ কি এটাই? সারা বছর জুড়েই ফাঁসির খবর প্রচার করতে হবে? মনে হচ্ছে, আজরাইল লীগ, হাম্বা লীগ, আফ্রিকান মাগুর লীগের সঙ্গে জল্লাদ লীগ, ফাঁসি লীগ, গোরখাদক লীগ, চিৎকার লীগ, সাংবাদিক লীগ, টেলিভিশন লীগও থাকবে। আমার কথা মিথ্যা হলে, টেলিভিশনে এইগুলো কি? টেলিভিশন একটি বহু মাত্রিক প্রচার মাধ্যম কিন্তু বাংলা টিভি খুললেই ফাঁসি নিয়ে যে উম্মাদনা, ৪র্থ পর্যায়ে ক্যান্সারও এদের চেয়ে অধিক নিরাপদ। এমনকি পারমাণবিক বোমার বিস্ফোরণও কম মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ফাঁসি লীগ সমপ্রদায়কে সৃষ্টি করে দিল্লি-ঢাকা-চীন্তরাশিয়া-ভারত দেশটাকে এক হাড়ি ঘোল বানিয়ে ফেলেছে।

একটি ফাঁসির খবর কতো ঘণ্টা দেখালে যথেষ্ট? ফাঁসির সংবাদগুলো কতোটা গভীরে গিয়ে প্রকাশ করতে হয়? যমটুপি পড়ানো অবস্থায় ফাঁসির দড়িতে লটকানো মানুষগুলোর পায়ের তলে মৃত্যুকূপের যে ছবি দেখাচ্ছে, মানুষ নাকি পশু! এরা আফ্রিকানদের চেয়ে বজ্জাত। নাৎসীদের চেয়ে হারামজাদা। আগে জানতাম, ঈশ্বর নাকি মানুষের জান কবচ করে এখন দেখছি আজরাইল লীগ আদেশ দেয় কখন কার জান কবচ করতে হবে, সেই অনুযায়ী বিচারক লীগ রায় লেখে। রায় পাওয়ার পরেই আইনজীবি লীগ মিথ্যা প্রচারণা শুরু করে। মিথ্যা প্রচারণা শুরু হতেই টেলিভিশন লীগের কর্মচারি ফাঁসি লীগ সাংবাদিক সমপ্রদায় ২৪ ঘন্টাই ইমরান সরকারদের হাম্বা হাম্বা প্রচার করতে থাকে। গণজাগরণ মঞ্চের হাম্বা লীগকে দিয়ে শাহবাগে উত্তেজনা ছড়াতে থাকে, আইনজীবি লীগ। জল্লাদ লীগের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফাঁসি লীগ ব্যস্ত হয়ে পড়ে। এরপর জেলগেট থেকে এম্বুলেন্স লীগ বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কবর খুড়তে শুরু করে গোরখাদক লীগ। এবার বলুন, ঈশ্বরের মধ্যেও কি আওয়ামী লীগ আর বিএনপি আছে? যদি নাই থাকে, তাহলে একতরফা কিভাবে বিএনপির জান কবচ করেই চলেছে আওয়ামী লীগ।

কে বলে জামায়েত-শিবির সন্ত্রাসী? যে বলে, সে একটা আস্ত গাধা। আমি বহুবার বলেছি, যে দেশে আজরাইল লীগ আছে সেই দেশে সন্ত্রাসীর প্রয়োজন নেই। দেশজুড়ে আজ যে ত্রাসের রাজত্ব, জনে জনে নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রাখছে যারা গুরুত্বপূর্ণ তাদেরকে। লালকেল্লা সঙ্গে ছাড়া কোথাও বের হয় না মর্ত্যের ঈশ্বর। রাষ্ট্রদূত, বিদেশি কর্মচারি, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, জনে জনে নিরাপত্তা কিন্তু আমজনতার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। বাংলাদেশ এখন মৃত্যুপুরি। সন্ত্রাসীদের আক্রমণে ছাড়খার হয়ে যাচ্ছে প্রাচ্যের আফ্রিকা। এমন আগুন জ্বালিয়েছে, দোযখ পর্যন্ত হাম্বা লীগকে দেখলে হাতজোড় করে ক্ষমা চাইবে। আজকের বাংলাদেশ দোযখকেও ছাড়িয়েছে।

বহু আগেই বলেছিলাম, কি ঘটতে যাচ্ছে। হারামজাদা নাজমুল হুদার কি দোষ! এক পা কবরে, তারপরেও মাথা ভর্তি শয়তান। আজরাইল লীগের সভানেত্রী কি না পারে? সাকা-মুজাহিদের ফাঁসির রচনা কি মানুষ দেখেনি! কয়টার সময় জীবন নেবে, কিভাবে নেবে, সবকিছুই ফাঁসির রচনাতে ছিলো। অর্থাৎ আজরাইলের চাকরি গেছে, আজরাইল এখন বেকার। অর্থাৎ নাজমুল হুদার ১০০০ বছরের আয়ু প্রণোদনা দিলো একনেক সভানেত্রী। সেই মাফিক নাজমুল হুদা বিকল্প বিএনপি খুলেছে। বহু আগেই বলেছিলাম, কার দাপটে নৃত্য করছে আওয়ামী লীগ।
আমরা এর প্রমাণ পেলাম, ফাঁসি নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সাফাই বক্তব্যে। রাশিয়ানরা ফাঁসির সঙ্গে যুক্ত হয়ে গেলো। বললো, বিচার মানসম্মত হয়েছে। অর্থাৎ পয়সা দিলে কাঠের ঘোড়াও কথা বলে। শুধুই কি রাশিয়া! যুদ্ধাপরাধী সরকারের বিরুদ্ধে একশনে যেতে হলে আন্তর্জাতিক মহলকে প্রথমে জাতিসংঘের অনুমতি নিতে হবে। তখনই প্রশ্ন ভেটো পাওয়ারের। হাসিনার পক্ষে ভেটো দেবে রাশিয়া এবং চীন। সুতরাং কারো চেষ্টাই হাসিনাকে ক্ষমতা থেকে নড়াতে পারবে না। এটাই আসল কথা। বাংলাদেশে হামলে পড়েছে চীন্তভারত-রাশিয়া-জাপানের শকুনেরা। এরা বাংলাদেশের রক্ত-মাংস্তহাড়-মজ্জা সব খেয়ে ফেলবে। কিছুদিন পর আমাদের দেশের সিনেমাহল এবং বিনোদন কেন্দ্রগুলো দখল করবে ভারতীয়রা। সেইসব আলামত এখন পথেঘাটে। বাংলাদেশ এখন আরেকটা সিকিম, চুক্তির পর চুক্তি হচ্ছে, টু-শব্দটি নেই। 
টেলিভিশন লীগের টকশোতে শিক্ষক লীগের ইতিহাস নিয়ে মিথ্যা কথা বলে, অবাক হয়ে যাই এই ভেবে, কতো দ্রুত আমার আশংকাগুলো সত্য হলো! রাশিয়া এবং চীনের ভেটো শক্তি যার হাতে, তাকে সরায় কে? সুতরাং ২০ দল এখন ছাড়পোকা।

ভাগ্যের কি পরিহাস। ঢাকা এখন ওয়াশিংটনে। ওবামার প্রতিটি কথাই এখন হাসিনার মতো গালিগালাজ। কি আশ্চর্য! তেনি বাজারি মেয়েদের মতো খালেদাকে গালিগালাজ, ওবামার গালিগালজ ভদ্র ভাষায়। একজন পরীক্ষার খাতা ইঞ্জিনিয়ারিং করে বিএ পাশ, আরেকজন কলম্বিয়া থেকে ওকালতি পাশ। হলে কি হবে? দুইজনের মুখ একই রকম খারাপ। দুইজনের উদ্দেশ্যও একইরকম কুরুচিপূর্ণ। হাসিনা যদি বাংলাদেশকে ৫০০ বছর পিছিয়ে দিয়ে থাকে, আমেরিকাকে ১০০০ বছর পিছিয়ে নিয়েছে ওবামা। তার একগুয়েমি বিরোধিদলের বিরুদ্ধে কটাক্ষ, নির্বাহী ক্ষমতা প্রয়োগের রেকর্ড, ফকির-মিসকিনদেরকে সাহায্য দিয়ে ভিক্ষুকের জাত বানানো, চোর-গুন্ডা দিয়ে আমেরিকা ভরে ফেলা, ভিক্ষুকদের সংখ্যা বাড়ানো, শিক্ষাঙ্গনগুলোকে ধ্বংস করার পায়তারা, রায়ট বাধানোর জন্য উত্তেজক বক্তব্য, সাদাদেরকে উদ্দেশ্য করে ঘৃণা ছড়ানো এবং একটি বিশেষ ধর্মকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে খৃস্টানদেরকে হেয় করা। ৩৫ বছরে বহু প্রেসিডেন্ট দেখেছি কিন্তু ওবামার মতো কাউকে দেখিনি। শুধু অযোগ্যই নয়, বড় বেশি বৈষম্যবাদি। তার ভেগাবন্ড পররাষ্ট্র নীতির কারণেই বিশ্বজুড়ে আজ আমেরিকার মতো সুপার পাওয়ার ধিকৃত। তার কারণেই ঋণের পাহাড়। তবে এখন আমেরিকার সামনে সুদিন। টার্মলিমিটের আশির্বাদে আর ১১ মাস পরেই এই ভূত ঘাড় থেকে নামবে। পৃথিবীতে যদি একটি দেশও থাকে যেখানে টার্মলিমিট প্রয়োজন, সেটা বাংলাদেশ। টার্মলিমিট অর্জনের বিপ্লবে যদি বহু জীবন উৎসর্গ প্রয়োজন হয়, সেটাই ইতিহাসের দৃষ্টান্ত। টার্মলিমিট ছাড়া পৃথিবীতে কোন শক্তিই নেই, যে নাকি হাসিনাকে নামায়। 
এই মুহূর্তে ওবামার চেয়ে অধিক ক্ষমতাসম্পন্ন হাসিনা। জাতিসংঘে তার পক্ষে ২টা বড় ভেটো পাওয়ার। তাকে সরাতে চাইলে, পক্ষে লড়বে ৫টি বড় শক্তি। সে যেখানে যায়, সঙ্গে যায় দিল্লির লালকেল্লা। দেশে-বিদেশে তার বহরে গোলাবারুদের দূর্গ। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য আজীবন পারিবারিক নিরাপত্তা দিতে, দেশে এবং বিদেশে, বাচ্চাকাচ্চা, নানা-নানী, চাচা-চাচীর নিরাপত্তার ব্যবস্থা নেই। চাচা-চাচীদের জন্য হোয়াইট হাউজে আজীবন এম্বুলেন্স, ফায়ারব্রিগেড, হাসপাতালের সুযোগ নেই। নানা-নানীদের জন্য দেশে-বিদেশে আজীবন নিরাপত্তা, আবাসন এবং চিকিৎসার সুযোগ নেই। এইসব অবাস্তব এবং স্বপ্নদোষের রোগে রোগাক্রান্ত একমাত্র হাম্বা লীগ। বিশ্বের সবচে’ ক্ষমতাধর ব্যক্তি এখন হাসিনা। আমি ভুল হলে প্রমাণ করুন। তার হাতে যে পরিমাণ ক্ষমতা এবং সুযোগ সুবিধা... আমেরিকার ইতিহাস ভঙ্গ করলো।

Sunday, 22 November 2015

সশস্ত্র বাহিনী দিবস পার করেই সাবেক দুই মন্ত্রীর হত্যা সম্পন্নঃ মিডিয়ার কুৎসিত চরিত্র

সশস্ত্র বাহিনী দিবস পার করেই সাবেক দুই মন্ত্রীর হত্যা সম্পন্নঃ মিডিয়ার কুৎসিত চরিত্র
----------------------------------------------------------------------
শেখনিউজ রিপোর্টঃ অবশেষে সশস্ত্র বাহিনী দিবসকে পার করেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দুইজন সাবেক মন্ত্রীর রাষ্ট্রীয় হত্যাকাণ্ড সম্পন্ন করা হলো। আর এই হত্যাকাণ্ডে মুল নিয়ামক দায়িত্ব পালন করেছে বাংলাদেশের বিচারবিভাগের অবৈধ সরকার দলীয় বিচারপতিগণ। উল্লেখ্য সশস্ত্র বাহিনী দিবসে এক ঢিলে অনেক পাখি হত্যা করার মত ফাঁসি দেয়ার চেষ্টা করেও সশস্ত্র বাহিনীর ভয়ে গোয়েন্দাদের পরামর্শে এই দিবসকে পার করে দেয়া হয় সাক্ষাতের নামে। উল্লেখ্য বিচারিক এই হত্যাকাণ্ডের শিকার হলেন জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ। কেবলমাত্র ভারতের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোকে উপেক্ষা করেই এই ফাঁসি দেয়া হয় বলে সুত্র নিশ্চিত করেছে।
শনিবারে ফাঁসি দেয়ার চেষ্টা বিফলে গেলেও দালাল মিডিয়াগুলোর গয়েবলসিয় প্রচারনায় প্রান ভিক্ষার নামে এক প্রচারনা চালিয়ে এই দুই সম্মানিত নাগরিকের সম্মানহানির চূড়ান্ত প্রচেষ্টা চালায়। এমনকি ভুয়া বিচারের কোথায়ও তাদের যুদ্ধাপরাধী বলা না হলেও ভারতীয় ব্রাহ্মন্যবাদের দালাল হিসেবে চিহ্নিত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া অতি কৌশলে জনগনের ও নতুন প্রজন্মের মন বিষিয়ে তুলতে এবং বিচারিক এই হত্যাকে জাস্টিফাই করার চেষ্টা চালায়। উল্লেখ্য সালাহউদ্দিন কাদের চৌধুরী বা আলী আহসান মুজাহিদ কেউই প্রান ভিক্ষার কোন আবেদন করেন নাই।
সশস্ত্র বাহিনী দিবসে এই দুই সাবেক মন্ত্রিকে ফাসিতে হত্যার চেষ্টা চালানো হয় যাতে আগে থেকেই হাসিনা গংদের থাকা সশস্ত্র বাহিনীর সাথে দেশপ্রেমিক শক্তির এক দ্বন্দ্ব শুরু হয় দিবস পালন নিয়ে। কিন্তু সরকারের কাছে বিরুপ বার্তা পৌঁছে গেলে সরকার পিছু হটে। তারা দেখা সাক্ষাতের বাহানায় পেছাতে থাকে সময়। তবে বিএনপির একটি কৌশলগত সাংবাদিক সম্মেলন করা ছাড়া শীর্ষ নেতৃত্বের অদৃশ্য কারনে চুপ থাকায় জাতীয়তাবাদী, ইসলামী ও দেশপ্রেমিক শক্তি বিস্মিত ও বিক্ষুব্ধ হয়ে পড়ে।
রাত ১২টা ৪৫ মিনিটে তাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে এই হত্যাকাণ্ড সম্পন্ন হয়। রাত ৮টার কিছুক্ষণ আগে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল ফজলুল কবির ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢোকার পরই তৎপরতা বেড়ে যায়।এরপর কারা কর্তৃপক্ষ সালাউদ্দিন কাদের ও মুজাহিদের পরিবারকে দেখা করতে ডেকে পাঠালে কারা অভ্যন্তরের দৃশ্যপট পাল্টে যায়। কারাগারের ভেতরে উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক বাতিগুলো জ্বলে উঠে, কারারক্ষীদের ছোটাছুটিও শুরু হয়। কারাগারসহ আশেপাশের এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর বেষ্টনীর মধ্যে নেওয়া হয়। কারাগারের সামনের সড়কে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়।পুলিশ, র‍্যাব ও বিজিবি অবস্থান নেয় কারাগারের আশেপাশের উঁচু ভবনে। বিভিন্ন বাহিনীর পোশাকধারী ও সাদা পোশাকের সদস্য এবং দালাল মিডিয়াগুলোর সংবাদকর্মী ছাড়া কারাগারের আশেপাশে আর কাউকে অবস্থান করতে দেওয়া হয়নি সে সময়।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদকে যেভাবে হত্যা করা হল, তা ভারতের ইচ্ছাকে প্রাধান্য দিতেই হয়েছে বলে সুত্র নিশ্চিত করেছে। এমনকি অবৈধ সরকারের কেউ কেউ এই হত্যাকাণ্ডে তারা নিজেরা অনিরাপদ হয়ে পড়বে এবং দেশে মানুষ জঙ্গিবাদের দিকে ঝুকে পড়বে বলে আশংকা প্রকাশ করলেও ভারতের ইচ্ছার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিপ্রায় থাকা সত্বেও কোন পদক্ষেপ নিয়ে বিচারিক হত্যাকে ঠেকাতে ব্যর্থ হয়।
ইতিমধ্যেই নিরাপত্তা বিশ্লেষকগণ আশংকা প্রকাশ করেছেন যে যেভাবে দেশপ্রেমিক শক্তিকে ভারতীয় নীলনকশা মোতাবেক হত্যা করা হল ধারাবাহিকভাবে এতে বিক্ষুব্ধ জাতির একটি অংশ নিজেদের মুক্তির জন্য জঙ্গিবাদের দিকে ঝুকে পড়তে পারে। সেটি হলে তা হবে উপমহাদেশের জন্য ভয়ংকর এক ভবিষ্যৎ। এতে পুরো জাতি অনিরাপদ হয়ে পড়বে এবং হাজার হাজার ভারতীয় পক্ষের মানুষ আচমকাই টার্গেটে পরিনত হতে পারেন বলে আশংকা করা হচ্ছে।

ইরাকের মতোই দখল হয়ে গেলো বাংলাদেশ।

ইরাকের মতোই দখল হয়ে গেলো বাংলাদেশ। আছে কয়েকজন খয়ের খাঁ, মিরজাফর, রায়বল্লভ। বিচারকদের মুখস্ত রায়, কার্বন কপি। একটা রায়কেও পার্থক্য করা যায় না। এখন আবার পূর্ণাঙ্গ রায়ের আগেই ফাঁসি কার্যকর। আইনমন্ত্রীর মিথ্যাচার ধরা পড়ে গেছে। “প্রাণভিক্ষার আবেদন দেখানো যাবে না।” ভিকটিম পরিবারের কঠিন অবস্থান, প্রাণভিক্ষা চাননি তাদের পিতা। বিগত দুই ফাঁসির সময়েও একই চেষ্টা করে বিফল, এইবার আন্তর্জাতিক চাপের কাছে মরিয়া। প্রাণভিক্ষা দেখিয়ে বলতে চাইছে, অপরাধ তারা স্বীকার করেছে। যারা নিজেরাই কলংকিত, তারা কি করে বিচার করবে? যাদের মন্ত্রীসভায় যুদ্ধাপরাধী, কোন ছলচাতুরিই রক্ষা করবে না। প্রাণভিক্ষার আবেদন কেন ভূয়া, আইনমন্ত্রী নিজে ফাঁস করে দিলো।

সকালে মাহিয়া মাহি, বিকালে বিদ্যা সিনহা। বাংলা চলচ্চিত্রে রাজ-রাণীদের অন্যতম ববিতা, নাসিমা খান, শাবানা। কিন্তু বুড়ি নাসিমা খান আর রওশন জামিল মুখে যতোই স্নো-পাউডার মাখুক, আর ১ লক্ষ টাকার জামদানি শাড়ি পড়ে, মেকাপ খুললে তারা যে বুড়ি, কিছুতেই লুকানো যাবে না। আমাদের দেশেও হঠাৎ করেই নাসিমা খানদের মধ্যে মাহিয়া মাহি হওয়ার প্রবণতা লক্ষণীয়। এতো সাজকাজ দিয়ে এই খসে পড়া জাতি কি করবে!

এখন আমাদের হাগতে দিবস, মুততে দিবস, হাঁচি দিতে দিবস। ফাঁসি দিবস করলে কেমন হয়?

ইমরান সরকার আর শাহারিয়ার কবিরদের মতো জল্লাদ সৃষ্টি করে লঙ্কাকান্ড বাধিয়ে ফেলেছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় পার হয়ে যাচ্ছে। ব্যক্তিগত নিরাপত্তার নামে কোষাগারের কোটি কোটি টাকা খর্চ করে ইমরান্তশাহারিয়ারদের মতো হারামজাদাদেরকে রাস্তায় নামিয়েছে আজরাইল লীগ। সাকা-মুজাহিদের জান কবচ করার পর, তাদের সম্পত্তি খাওয়ার মতলব করছে হারামাজাদা ঘাদানি। হিটলার মরেনি, পুরুত্থান হয়েছে। খেয়াল করুন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর একরকম গোফ, যা হিটলারেরও। খেয়াল করুন, গডমাদারের বড় ফ্রেমের চশমা এবং ইমেলদা মার্কোসের মতো সাজকাজ। এগুলো স্বৈরাচারদের পোশাক।
আগেও বলেছি, আওয়ামী লীগকে জন্ম দিয়েছে কংগ্রেস, পাকিস্তানকে দুইখন্ড করেছে কংগ্রেস। আবারো বলছি, অবৈধ সরকারকে সৃষ্টি করেছে দিল্লি, ক্ষমতায় রেখেছে দিল্লি। বাংলাদেশ বিক্রি হয়ে গেছে। বাজার এবং সংস্কৃতি দুটোই দাদাবাবুদের পকেটে।

কিভাবে গাধা এবং বানরের জাত সৃষ্টি হলো! বানর কিংবা গরু অথবা মুরগি, খেয়াল করুন, প্রত্যেকেরই জীবন আছে, কিন্তু মানুষের মতো নিজস্ব চেহারা নেই। আরো খেয়াল করুন, একমাত্র পশুরাই দলে দলে হাঁটে। কিন্তু মানুষ হাঁটে নিজের চাহিদা অনুযায়ী । প্রতিটি গরুর চেহারা একরকম, হাম্বা ডাকে একই শব্দে, দুধ এবং মাংস দুটোই হয়, পেটালেও প্রতিবাদ করে না। মানুষের সঙ্গে পশুর পার্থক্য, প্রতিটি মানুষই বুদ্ধি এবং বিবেক তাড়িত প্রাণী। এদের প্রত্যেকেরই নিজস্ব চেহারা এবং প্রতিক্রিয়া থাকে। মারলে চিৎকার করে, ছিনিয়ে নিলে দৌড়ায়, হত্যা করলে প্রতিশোধ নেয়। প্রতিদিনই ১০০ লক্ষ গরু জবাই হয় কিন্তু কেউ কি কোন গরুকে একজন মানুষ খুন করতে দেখেছে? বলছি, প্রাণীজগতের যারাই দেখতে একরকম, যেমন্ত মাছ এবং পশু, মস্তিষ্ক শক্তিহীন। একই প্রক্রিয়ায় যারাই আওয়ামী লীগ, সকলেই গরুর মতো দেখতে একরকম, এক আওয়াজ, দৌড়ায় একরকম, এক শ্লোগান।
কিভাবে সম্ভব হলো? দেখুন, একমাত্র বাংলাদেশেই নামমাত্র জমিতে সপ্তম বৃহত্তম জনসংখ্যা। বসবাসের অযোগ্য দেশ ত্যাগ করতে প্রতিদিনই হাজার হাজার মানুষ মরিয়া। এদেরই একটি বৃহৎ অংশ যারা বুদ্ধিমান, পালিয়ে যাচ্ছে এবং সঙ্গে যাচ্ছে ২য় এবং ৩য় প্রজন্ম। দুধ থেকে মাখন তুললে, এর নাম ঘোল। বাংলাদেশটাও এখন ঘোল। ঘোলের স্বাদ নেই, পুষ্টি নেই বরং চোরের মাথায় ঢালার জন্য ঘোল। এইজন্যই যা দেখছেন, সত্য। গরুর মতো সবার চেহারা একরকম, তাই এরা সব হাম্বা লীগ।

বহু বছর বিদেশে থেকে বহু মৃত্যুদন্ড কার্যকর করার সংবাদ শুনেছি। সান্ধ্যকালীন সংবাদে দু-এক লাইন বলে। উল্লেখযোগ্য পত্রিকায় চাঞ্চল্যকর খুনিদের মৃত্যুদন্ড কার্যকরের খবর দু-চার লাইন লেখে। ট্রাবুন্যালের ফাঁসিকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ এখন ফাঁসির জাত। সর্বত্রই ফাঁসির উল্লাসে ফেটে পড়া অজগরের বিষাক্ত এক উম্মাদ জাতি। মানুষের জান নিতে এতো উল্লাস আমি জীবনে দেখিনি।
বহু যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে গেলো ২০ বছরে। কম্বোডিয়া, সুদান, বসনিয়া, লিবিয়ার মতো দেশগুলোর যুদ্ধাপরাধীদের বিচার অনেকেই জানেন। কিন্তু এসব কি হচ্ছে বাংলাদেশে? টেলিভিশন খুললেই ফাঁসির দড়ি, যমটুপি, তওবা পড়ানো, শেষ খাবারের মেন্যু, পরিবারের সঙ্গে শেষ কথা, মৃত্যুপরোয়ানা, ফাঁসির মঞ্চে ওঠানো, মৃত্যুকূপের ছবি, টেবিল-চেয়ারের বর্ণনা, ফাঁসির মহড়া, জল্লাদের উইকিপিডিয়া, এম্বুলেন্সের আগমন, সিভিল সার্জনের ঘড়ি, কেন্দ্রীয় কারাগারের সামনে হাজার হাজার মৃত্যু প্রত্যাশি মানুষের গানবাজনা। এর মধ্যেই জাতীয় পতাকা, জাতীয় সংগীত, অপ্রাপ্ত বয়স্ক সাংবাদিক লীগের মুখে ইঁদুর মারার খবর। অদূরেই মিষ্টি এবং ফুলসহ গণজাগরণ মঞ্চের পাগলাগারদ। উম্মাদগুলো, বাদরের মতো চিৎকার করে যা বলছে, আমার কোনই সন্দেহ নেই, মাখন চলে যাওয়ায় এই দেশ এখন ঘোল।
টেলিভিশন খুললেই ফাঁসির দড়ি দেখতে দেখতে প্রশ্ন করি, পাইকারী লাইসেন্স দেয়ার কারণ কি এটাই? সারা বছর জুড়েই ফাঁসির খবর প্রচার করতে হবে? মনে হচ্ছে, আজরাইল লীগ, হাম্বা লীগ, আফ্রিকান মাগুর লীগের সঙ্গে জল্লাদ লীগ, ফাঁসি লীগ, গোরখাদক লীগ, চিৎকার লীগ, সাংবাদিক লীগ, টেলিভিশন লীগও থাকবে। আমার কথা মিথ্যা হলে, টেলিভিশনে এইগুলো কি? টেলিভিশন একটি বহু মাত্রিক প্রচার মাধ্যম কিন্তু বাংলা টিভি খুললেই ফাঁসি নিয়ে যে উম্মাদনা, ৪র্থ পর্যায়ে ক্যান্সারও এদের চেয়ে অধিক নিরাপদ। এমনকি পারমাণবিক বোমার বিস্ফোরণও কম মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ফাঁসি লীগ সমপ্রদায়কে সৃষ্টি করে দিল্লি-ঢাকা-চীন্তরাশিয়া-ভারত দেশটাকে এক হাড়ি ঘোল বানিয়ে ফেলেছে।

একটি ফাঁসির খবর কতো ঘণ্টা দেখালে যথেষ্ট? ফাঁসির সংবাদগুলো কতোটা গভীরে গিয়ে প্রকাশ করতে হয়? যমটুপি পড়ানো অবস্থায় ফাঁসির দড়িতে লটকানো মানুষগুলোর পায়ের তলে মৃত্যুকূপের যে ছবি দেখাচ্ছে, মানুষ নাকি পশু! এরা আফ্রিকানদের চেয়ে বজ্জাত। নাৎসীদের চেয়ে হারামজাদা। আগে জানতাম, ঈশ্বর নাকি মানুষের জান কবচ করে এখন দেখছি আজরাইল লীগ আদেশ দেয় কখন কার জান কবচ করতে হবে, সেই অনুযায়ী বিচারক লীগ রায় লেখে। রায় পাওয়ার পরেই আইনজীবি লীগ মিথ্যা প্রচারণা শুরু করে। মিথ্যা প্রচারণা শুরু হতেই টেলিভিশন লীগের কর্মচারি ফাঁসি লীগ সাংবাদিক সমপ্রদায় ২৪ ঘন্টাই ইমরান সরকারদের হাম্বা হাম্বা প্রচার করতে থাকে। গণজাগরণ মঞ্চের হাম্বা লীগকে দিয়ে শাহবাগে উত্তেজনা ছড়াতে থাকে, আইনজীবি লীগ। জল্লাদ লীগের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফাঁসি লীগ ব্যস্ত হয়ে পড়ে। এরপর জেলগেট থেকে এম্বুলেন্স লীগ বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কবর খুড়তে শুরু করে গোরখাদক লীগ। এবার বলুন, ঈশ্বরের মধ্যেও কি আওয়ামী লীগ আর বিএনপি আছে? যদি নাই থাকে, তাহলে একতরফা কিভাবে বিএনপির জান কবচ করেই চলেছে আওয়ামী লীগ।

কে বলে জামায়েত-শিবির সন্ত্রাসী? যে বলে, সে একটা আস্ত গাধা। আমি বহুবার বলেছি, যে দেশে আজরাইল লীগ আছে সেই দেশে সন্ত্রাসীর প্রয়োজন নেই। দেশজুড়ে আজ যে ত্রাসের রাজত্ব, জনে জনে নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রাখছে যারা গুরুত্বপূর্ণ তাদেরকে। লালকেল্লা সঙ্গে ছাড়া কোথাও বের হয় না মর্ত্যের ঈশ্বর। রাষ্ট্রদূত, বিদেশি কর্মচারি, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, জনে জনে নিরাপত্তা কিন্তু আমজনতার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। বাংলাদেশ এখন মৃত্যুপুরি। সন্ত্রাসীদের আক্রমণে ছাড়খার হয়ে যাচ্ছে প্রাচ্যের আফ্রিকা। এমন আগুন জ্বালিয়েছে, দোযখ পর্যন্ত হাম্বা লীগকে দেখলে হাতজোড় করে ক্ষমা চাইবে। আজকের বাংলাদেশ দোযখকেও ছাড়িয়েছে।

বহু আগেই বলেছিলাম, কি ঘটতে যাচ্ছে। হারামজাদা নাজমুল হুদার কি দোষ! এক পা কবরে, তারপরেও মাথা ভর্তি শয়তান। আজরাইল লীগের সভানেত্রী কি না পারে? সাকা-মুজাহিদের ফাঁসির রচনা কি মানুষ দেখেনি! কয়টার সময় জীবন নেবে, কিভাবে নেবে, সবকিছুই ফাঁসির রচনাতে ছিলো। অর্থাৎ আজরাইলের চাকরি গেছে, আজরাইল এখন বেকার। অর্থাৎ নাজমুল হুদার ১০০০ বছরের আয়ু প্রণোদনা দিলো একনেক সভানেত্রী। সেই মাফিক নাজমুল হুদা বিকল্প বিএনপি খুলেছে। বহু আগেই বলেছিলাম, কার দাপটে নৃত্য করছে আওয়ামী লীগ।
আমরা এর প্রমাণ পেলাম, ফাঁসি নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সাফাই বক্তব্যে। রাশিয়ানরা ফাঁসির সঙ্গে যুক্ত হয়ে গেলো। বললো, বিচার মানসম্মত হয়েছে। অর্থাৎ পয়সা দিলে কাঠের ঘোড়াও কথা বলে। শুধুই কি রাশিয়া! যুদ্ধাপরাধী সরকারের বিরুদ্ধে একশনে যেতে হলে আন্তর্জাতিক মহলকে প্রথমে জাতিসংঘের অনুমতি নিতে হবে। তখনই প্রশ্ন ভেটো পাওয়ারের। হাসিনার পক্ষে ভেটো দেবে রাশিয়া এবং চীন। সুতরাং কারো চেষ্টাই হাসিনাকে ক্ষমতা থেকে নড়াতে পারবে না। এটাই আসল কথা। বাংলাদেশে হামলে পড়েছে চীন্তভারত-রাশিয়া-জাপানের শকুনেরা। এরা বাংলাদেশের রক্ত-মাংস্তহাড়-মজ্জা সব খেয়ে ফেলবে। কিছুদিন পর আমাদের দেশের সিনেমাহল এবং বিনোদন কেন্দ্রগুলো দখল করবে ভারতীয়রা। সেইসব আলামত এখন পথেঘাটে। বাংলাদেশ এখন আরেকটা সিকিম, চুক্তির পর চুক্তি হচ্ছে, টু-শব্দটি নেই।
টেলিভিশন লীগের টকশোতে শিক্ষক লীগের ইতিহাস নিয়ে মিথ্যা কথা বলে, অবাক হয়ে যাই এই ভেবে, কতো দ্রুত আমার আশংকাগুলো সত্য হলো! রাশিয়া এবং চীনের ভেটো শক্তি যার হাতে, তাকে সরায় কে? সুতরাং ২০ দল এখন ছাড়পোকা।

ভাগ্যের কি পরিহাস। ঢাকা এখন ওয়াশিংটনে। ওবামার প্রতিটি কথাই এখন হাসিনার মতো গালিগালাজ। কি আশ্চর্য! তেনি বাজারি মেয়েদের মতো খালেদাকে গালিগালাজ, ওবামার গালিগালজ ভদ্র ভাষায়। একজন পরীক্ষার খাতা ইঞ্জিনিয়ারিং করে বিএ পাশ, আরেকজন কলম্বিয়া থেকে ওকালতি পাশ। হলে কি হবে? দুইজনের মুখ একই রকম খারাপ। দুইজনের উদ্দেশ্যও একইরকম কুরুচিপূর্ণ। হাসিনা যদি বাংলাদেশকে ৫০০ বছর পিছিয়ে দিয়ে থাকে, আমেরিকাকে ১০০০ বছর পিছিয়ে নিয়েছে ওবামা। তার একগুয়েমি বিরোধিদলের বিরুদ্ধে কটাক্ষ, নির্বাহী ক্ষমতা প্রয়োগের রেকর্ড, ফকির-মিসকিনদেরকে সাহায্য দিয়ে ভিক্ষুকের জাত বানানো, চোর-গুন্ডা দিয়ে আমেরিকা ভরে ফেলা, ভিক্ষুকদের সংখ্যা বাড়ানো, শিক্ষাঙ্গনগুলোকে ধ্বংস করার পায়তারা, রায়ট বাধানোর জন্য উত্তেজক বক্তব্য, সাদাদেরকে উদ্দেশ্য করে ঘৃণা ছড়ানো এবং একটি বিশেষ ধর্মকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে খৃস্টানদেরকে হেয় করা। ৩৫ বছরে বহু প্রেসিডেন্ট দেখেছি কিন্তু ওবামার মতো কাউকে দেখিনি। শুধু অযোগ্যই নয়, বড় বেশি বৈষম্যবাদি। তার ভেগাবন্ড পররাষ্ট্র নীতির কারণেই বিশ্বজুড়ে আজ আমেরিকার মতো সুপার পাওয়ার ধিকৃত। তার কারণেই ঋণের পাহাড়। তবে এখন আমেরিকার সামনে সুদিন। টার্মলিমিটের আশির্বাদে আর ১১ মাস পরেই এই ভূত ঘাড় থেকে নামবে। পৃথিবীতে যদি একটি দেশও থাকে যেখানে টার্মলিমিট প্রয়োজন, সেটা বাংলাদেশ। টার্মলিমিট অর্জনের বিপ্লবে যদি বহু জীবন উৎসর্গ প্রয়োজন হয়, সেটাই ইতিহাসের দৃষ্টান্ত। টার্মলিমিট ছাড়া পৃথিবীতে কোন শক্তিই নেই, যে নাকি হাসিনাকে নামায়।
এই মুহূর্তে ওবামার চেয়ে অধিক ক্ষমতাসম্পন্ন হাসিনা। জাতিসংঘে তার পক্ষে ২টা বড় ভেটো পাওয়ার। তাকে সরাতে চাইলে, পক্ষে লড়বে ৫টি বড় শক্তি। সে যেখানে যায়, সঙ্গে যায় দিল্লির লালকেল্লা। দেশে-বিদেশে তার বহরে গোলাবারুদের দূর্গ। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য আজীবন পারিবারিক নিরাপত্তা দিতে, দেশে এবং বিদেশে, বাচ্চাকাচ্চা, নানা-নানী, চাচা-চাচীর নিরাপত্তার ব্যবস্থা নেই। চাচা-চাচীদের জন্য হোয়াইট হাউজে আজীবন এম্বুলেন্স, ফায়ারব্রিগেড, হাসপাতালের সুযোগ নেই। নানা-নানীদের জন্য দেশে-বিদেশে আজীবন নিরাপত্তা, আবাসন এবং চিকিৎসার সুযোগ নেই। এইসব অবাস্তব এবং স্বপ্নদোষের রোগে রোগাক্রান্ত একমাত্র হাম্বা লীগ। বিশ্বের সবচে’ ক্ষমতাধর ব্যক্তি এখন হাসিনা। আমি ভুল হলে প্রমাণ করুন। তার হাতে যে পরিমাণ ক্ষমতা এবং সুযোগ সুবিধা... আমেরিকার ইতিহাস ভঙ্গ করলো।