Sunday, 23 July 2023
এই উদ্ভট তত্ত্ব শেখ হাসিনা কোথায় পেলেন?
২০২০ সালের ৪ ফেব্রুয়ারি ইতালির রাজধানী রোমে এক সংবর্ধনায় যোগ দিয়ে প্রবাসীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছিলেনঃ
‘’জিয়াউর রহমানের জন্ম বিহারে, এরশাদের জন্ম কুচবিহারে, খালেদা জিয়ার জন্ম শিলিগুড়িতে। তাদের একজনও এই মাটির সন্তান না। এখন পর্যন্ত যতজন ক্ষমতায় এসেছে, একমাত্র আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু এবং আমি শেখ হাসিনা বাংলাদেশের মাটির সন্তান। যেহেতু আমাদের মাটির টান আছে, এইজন্য আমাদের একটা কর্তব্যবোধ আছে।‘’
শেখ হাসিনার বক্তব্য শুনেছেন শত শত প্রবাসী, যাদের সন্তানদের জন্ম ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে। কেউ শেখ হাসিনার এই বক্তব্যের প্রতিবাদ করেনি। বিদেশে জন্ম হলে বাংলাদেশকে ভালবাসা সম্ভব নয়- এই উদ্ভট তত্ত্ব শেখ হাসিনা কোথায় পেলেন?
একই বক্তব্য শেখ হাসিনা বাংলাদেশে একাধিকবার দিয়েছেন। কেউ কোনো প্রতিবাদ করেনি, সমালোচনাও করেনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা শেখ হাসিনার এই দৃষ্টিভঙ্গী নিয়ে বিতর্ক করেনি; টক শো’তে বিশ্লেষণ হয়নি; সংবাদপত্রে কলাম লেখেনি কেউ।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ধর্ষিতা নারীদের সন্তানদের ‘দুষিত রক্ত’ হিসেবে বর্ণনা করেছিলেন শেখ মুজিবুর রহমান। এই উদ্ভট তত্ত্ব শেখ মুজিব কোথায় পেয়েছিলেন?
রাষ্ট্র এবং সরকার পরিচালনায় নিযুক্ত সর্বোচ্চ ব্যাক্তির মস্তিষ্কে এরকম অসুস্থ চিন্তা এবং দর্শনের অস্তিত্ব থাকা জাতির জন্য দুর্ভাগ্যজনক।
Courtesy: abdul hye shanju
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment