Sunday, 22 November 2015

পুনশ্চ: সভ্য হতে আর কত দেরী পাঞ্জেরী ?

রাত ৮.৩০, স্থান: সেন্ট্রাল প্যারিসের এক বাঙালি রেস্তোরা। কন কনে শীতের রাতে বন্ধুর সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। কফিতে চুমুক দিয়ে আলোচনা এগোয়। বৈশ্বিক রাজনীতি, অভিবাসন, বাংলাদেশ, সন্ত্রাসবাদ, প্রেম-ভালবাসা আরো কত কি আলোচনা। হঠাৎ কানে এলো বক্তৃতা-বিবৃতি আর স্লোগানের শব্দ। ওয়েটারকে জিজ্ঞাসা করতেই বলল ''সাকা-মুজাহিদের ফাঁসির খুশিতে মিষ্টি খাওয়া চলছে ''। নিরুত্তাপ কন্ঠে আবার জিজ্ঞাসা করলাম কারা মিষ্টি খাচ্ছে, ''ফ্রান্স আওয়ামিলিগ ফাঁসি উদযাপন করার জন্য সভা ডেকেছে এবং মিষ্টি খাচ্ছে '' । মানুষ গুলোকে দেখার জন্য উপরতলায় গেলাম। জনা বিশেক হবে, চা আর মিষ্টি খাচ্ছে সাথে সিগারেটের সুখটান। ''সাকা-মুজাহিদের ফাঁসি বাংলাদেশকে আরো উন্নত করবে'' বক্তৃতাকারীদের একজন বলছে। গভীর আগ্রহে শুনতে লাগলাম তাদের বক্তৃতা। আরেকজন বলল ''সাকা-মুজাহিদের দাম্ভিকতার অবসান হলো'' । সর্বশেষ, উপস্থাপক একজনকে অনুরোধ করলেন 'মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ' বক্তৃতা দেয়ার জন্য। লোকটি ইতস্তত বোধ করতেই উপস্থাপক তাকে অভয় দিয়ে বলল '' মনে করেন আপনি মুক্তিযোদ্ধার সন্তান, সাকা-মুজাহিদের ফাঁসিতে শুধু আপনার প্রতিক্রিয়া বলেন'' । লোকটি বিরদর্পে শুরু করলো ''সাকা বেয়াদব, সাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, তার ফাঁসিতে আমি আনন্দিত...হ য র ল '' । ২০ সেকেন্ড বলার পর আর কোনো শব্দ খুঁজে না পেয়ে তিনি রনে ভঙ্গ দিলেন। আমার বন্ধু বলে, সাকা-মুজাহিদের চেয়ে এই মানুষগুলোকে বেশি নৃশংস মনে হচ্ছে। আমি বললাম ''তাদের পিতা শেখ মজিব আরো বেশি নৃশংস ছিলেন।''
পুনশ্চ: সভ্য হতে আর কত দেরী পাঞ্জেরী ?

No comments:

Post a Comment