Thursday, 26 September 2024
হাসিনার পতন হয়েছে তাহলে দেশে ফিরে যেতে ভয় কি ?
হাসিনার পতন হয়েছে তাহলে দেশে ফিরে যেতে ভয় কি ?
০৫ আগস্ট ২০২৪ হাসিনার পতনের আগে যারা ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় বা এসাইলাম আবেদন করেছেন তাদের অনেকে দ্বিধাদ্বন্ধে আছেন। আওয়ামীলীগ তথা শেখ হাসিনার সরকার দ্বারা নির্যাতিত হয়ে অনেকে দেশ ছেড়েছেন এবং এজাইল/ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। তাদের কয়েকজনের সাথে কথা বলে জেনেছি, OFPRA/CNDA তে জিজ্ঞেস করা হয়েছে ''হাসিনার পতন হয়েছে তাহলে দেশে ফিরে যেতে ভয় কি ?
এই প্রশ্নের উত্তর অনেকেই দিতে পারেননি !!! অনেকে ঘুরিয়ে-পেঁচিয়ে উত্তর দিয়েছেন কিন্তু যৌক্তিক উত্তর দিতে পারেননি। ০৫ আগস্ট ২০২৪'য়ের পর থেকে অনেককেই এই প্রশ্ন করা হচ্ছে।
জেনেভা কনভেনশনের আওতায় আশ্রয় পাওয়ার অন্যতম দুটি শর্ত হচ্ছে মৃত্যু ভয় এবং মিথ্যা মামলায় হয়য়রানির হুমকি থাকা। বাস্তবতা হচ্ছে হাসিনার পতন হওয়ার পর এই হুমকিগুলো দুর্বল হয়ে গেছে এবং প্রমান করা কঠিন হয়ে পড়েছে।
এই প্রশ্নের যৌক্তিক উত্তর দিতে না পারলে আসলেই সমস্যা। আওয়ামীগ সরকারের নির্যাতনে যারা দেশ ছেড়ে আশ্রয় আবেদন করেছেন এবং কেস চলমান তাদের জন্য এটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারপরও যৌক্তিক উত্তর দেয়ার চেষ্টা করতে হবে। কেস পাওয়া/রিফুজি স্ট্যাটাস পাওয়ার জন্য অবশ্যই প্রমান করতে হবে বিশ্বাসযোগ্য হুমকি রয়েছে। ধন্যবাদ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment