Friday, 16 June 2023

DALO application

ফ্রান্সে Logement social বা সরকারি ঘরের আবেদনে অনেক খুঁটিনাটি বিষয়ে সতর্ক থাকতে হয়, নতুবা আবেদন মজবুত তো হয়-ই না বরং রিজেক্ট কিংবা বছরের পর বছর ধরেই সেই আবেদনটাকে ঝুলে থাকতে দেখা যায়। যেমন কেউ RSA তে আছে, তার নিজস্ব কোনো আয় নেই। সে যা পাচ্ছে তা Prestation sociale, আবার অন্যদিকে সে ঘরের আবেদন ফর্মে লিখে দিলো যে, সে ঘর চায় প্যারিস ৮ কিংবা ১৬ তে। আবার অন্য কোনো এলাকায় ঘর প্রপোজ করলে তা এক্সেপট করবে কিনা এমন প্রশ্নের উত্তরে সে লিখে দিলো একদমই না, সাথে আবার লিখলো পার্কিং ও চাই-ই চাই। তাইলে তো বছরের পর বছর যাবেই, আর ঘরও যে আসবেনা সেটাই তো খুব স্বাভাবিক। আবেদন মজবুত ও সুন্দর করতে নিম্নে কিছু টিপ্স দিলাম আশাকরি অনেকেরই উপকারে আসবে: •কত টাকার মধ্যে ঘর চান এমন প্রশ্নে লিখবেন আপনার মাসিক আয়ের তিন ভাগের এক ভাগ। যেমন আপনার মাসিক আয় ১৫০০ ইউরো, আপনি ঘর চাইবেন ৫০০ ইউরোর মধ্যে। আপনার মাসিক আয় ১৮০০ ইউরো, আপনি চাইবেন ৬০০ ইউরোর মধ্যেই। •ঘর চাইবেন আপনার কর্মস্থল কিংবা আপনার বর্তমান ঠিকানা এই দুই এলাকার মধ্যেই। আশপাশের একাধিক এলাকা ও উল্লেখ করবেন, এবং নিচে যে দুইটি টিক চিন্থ থাকে যেখানে অন্য এলাকায় ঘর প্রপোজ করলে এক্সেপট করবেন কিনা? এমন প্রশ্নে সেখানে অবশ্যই হ্যা লিখে দিবেন। •সরকারি ঘরগুলা বেশীরভাগই Dalo থেকেই দিয়ে থাকে। তাই ইউনিক নাম্বারটি হাতে পাওয়ার কিছুদিন পরই Dalo তে যুক্তিগত একটি কারণ দেখিয়ে ঘরের আবেদন করে নিবেন। ফর্মের শেষ পৃষ্টায় যেখানে Argumentaire libre নামক একটি জায়গা থাকে (নিম্নের পিকচারে দেখুন) সেখানে অবশ্যই স্বাধীন ও শক্ত মনে কিছু লিখবেন। আপনার সমস্যা ও প্রয়োজনীয়তা সুন্দর করেই সেখানে বর্ণনা করবেন। প্রয়োজনে অপ্ফখার দেয়া রাজনৈতিক আবেদনের ফর্মে যেমন এই প্রশ্নের উত্তরে আমরা এক্সটা ৩/৪ পৃষ্টা লাগাই, ঠিক এখানেও তেমনিই লাগাবেন।

No comments:

Post a Comment