Thursday, 20 April 2023
সিনেমার নায়িকা ববি, ডিবি হারুন এবং নৈতিকতা
“ডিবি প্রধান হারুনের আতিথেয়তায় মুগ্ধ ববি” এই শিরোনামে কয়েকদিন থেকে গণমাধ্যমে সংবাদ এসেছে। বাংলা সিনেমার নায়িকা ববি ডিবি পুলিশের প্রধান হারুনের সাথে দেখা করতে গিয়েছে এবং সেই সাক্ষাৎ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে।
হারুন একজন কুখ্যাত চরম দলবাজ, নিপীড়নকারী পুলিশ। ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্গন, বিরোধী দলের নেতা কর্মীদের উপর নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে যে তেলবাজির সংস্কৃতি তৈরী হয়েছে সেখানে বাংলা সিনেমার নায়িকা ববি পিছিয়ে থাকবে কেন !!! সরকারের আজ্ঞাবহ আওয়ামী পুলিশ হারুনের প্রশংসায় পঞ্চমুখ নায়িকা ববি। নাগরিক হিসেবে হারুনের কর্মকান্ড ববি কি জানেনা ? অবশ্যই জানে ।
ববি লিখেছে,” হারুন ভাই আমাদের জন্য বরাবরই বিশেষ একজন মানুষ। তার সততা ও দেশের জন্য ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। বরাবরই তার আতিথেয়তা এবং সহযোগিতায় মুগ্ধ হই।”
একটা কথা আছে “বিউটি উইথ ব্রেইন” অর্থাৎ সুন্দর এবং বুদ্ধিমতী। “বিউটি উইথ ব্রেইন“ সবার থাকেনা, ধারালো শরীর দিয়েই আয়-রোজগার করা যায় তাহলে ব্রেইনের কি দরকার !!!
পৃথীবির দেশে দেশে শিল্পী, বুদ্ধিজীবীরা গণ মানুষের পক্ষে দাঁড়ায়, গণতন্ত্রের জন্য কথা বলে। শেখ হাসিনার এই ফ্যাসিবাদের সময়ে শিল্পী-বুদ্ধিজীবীরা সব শুয়ে পড়ে শয়তানের পদতলে। শয়তানের ঔরসে জন্ম হয় নিপীড়নকারী হাজারো জারজের !!!!
প্যারিস
২১ এপ্রিল ২০২৩
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment