Thursday, 18 July 2024

বারুদের তীব্র ঝাঁজালো গন্ধে যদি মুক্তি আসে

বারুদের তীব্র ঝাঁজালো গন্ধে যদি মুক্তি আসে তবে তাই হোক আগুনের ফুলকিতে জ্বলে যদি মুক্তি আসে তবে তাই হোক গগনবিধারী চিৎকারে যদি মুক্তি আসে তবে তাই হোক সব পুড়ে ছাই-ভস্ম হয়ে যাক তবু যদি মুক্তি আসে। আজিমুল হক খাঁন প্যারিস ১৮ জুলাই ২০২৪

No comments:

Post a Comment