Thursday, 22 February 2024

লিস্ট টা রেখে দেন, বিসিএস এ কাজে আসতে পারে।

লিস্ট টা রেখে দেন, বিসিএস এ কাজে আসতে পারে। কিছু প্রতিষ্ঠানের নামের তালিকা দেওয়া হলো। ছোটলোকির একটা সীমা থাকা দরকার। ১) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। ২) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ,ফরিদপুর। ৩) বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ। ৪) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর। ৫) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জ। ৬) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর। ৭) বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,কিশোরগঞ্জ। ৮) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়। ৯) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এভিয়েশন ও এরোস্পেস বিশ্ববিদ্যালয়,লালমনিরহাট। ১০) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়,গাজীপুর। ১১) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়নগঞ্জ (প্রস্তাবিত)। ১২) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নভোথিয়েটার, ঢাকা। ১৩) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নভোথিয়েটার, রাজশাহী (নির্মানাধীন)। ১৪) বঙ্গবন্ধু শেখ মুজিবর নভোথিয়েটার, খুলনা (অনুমোদিত)। ১৫) বঙ্গবন্ধু নভোথিয়েটার, রংপুর ( প্রস্তাবিত)। ১৬) বঙ্গবন্ধু নভোথিয়েটার, বরিশাল (প্রস্তাবিত)। ১৭) বঙ্গবন্ধু নভোথিয়েটার, সিলেট (প্রস্তাবিত)। ১৮) বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজিপুর। ১৯) বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, ডুলহাজরা। ২০) বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, ঢাকা। ২১) বঙ্গবন্ধু সেনানিবাস,টাঙ্গাইল। ২২) বানৌজা বঙ্গবন্ধু,ক্ষেপণাস্ত্র ফ্রিগেট। ২৩) বঙ্গবন্ধু সেতু। ২৪) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম,ঢাকা। ২৫) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র,ঢাকা। ২৬) বঙ্গবন্ধু হাইটেক সিটি,গাজীপুর। ২৭) বঙ্গবন্ধু দ্বীপ। ২৮) বঙ্গবন্ধু এরোন্যাটিক্যাল সেন্টার, কুর্মিটোলা। ২৯)বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, খুলনা। ৩০) বঙ্গবন্ধু উপগ্রহ ৩১) বঙ্গবন্ধু স্কয়ার, ফরিদপুর। ৩২) বঙ্গবন্ধু উদ্যান, বরিশাল। ৩৩) বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন প্রদর্শনী কেন্দ্র, পূর্বাচল। ৩৪) বঙ্গবন্ধু টাওয়ার, ঢাকা। ৩৫) বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, টাঙ্গাইল জেলা। ৩৬) জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ, ঢাকা। ৩৭) জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ, গাজীপুর জেলা। ৩৮) ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ, ফরিদগঞ্জ উপজেলা, চাঁদপুর জেলা। ৩৯) বঙ্গবন্ধু কলেজ, কুমিল্লা জেলা। ৪০) বঙ্গবন্ধু কলেজ, খুলনা। ৪১) বঙ্গবন্ধু হাইটেক পার্ক, (রাজশাহী,সিলেট)। ৪২) বঙ্গবন্ধু কলেজ, ঢাকা। ৪৩) বঙ্গবন্ধু মহিলা কলেজ, কলারোয়া। ৪৪) বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ, রাজশাহী জেলা। ৪৫) শিমুলবাড়ী বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, নীলফামারী জেলা। ৪৬) সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ, বাংলাদেশ। ৪৭) সরকারি বঙ্গবন্ধু কলেজ, জামালপুর। ৪৮) বঙ্গবন্ধু ল কলেজ, মাদারীপুর জেলা। ৪৯) সরকারি শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। ৫০) বঙ্গবন্ধু ডিজিটাল লাইব্রেরি, পটুয়াখালি। ৫১) শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ। ৫২) শেখ হাসিনা মেডিকেল কলেজ,জামালপুর। ৫৩) শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল। ৫৪) শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা ৫৫) শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, ঢাকা। ৫৬) শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়,নেত্রকোনা। ৫৭) শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,জামালপুর। ৫৮) শেখ হাসিনা সেনানিবাস, বরিশাল। ৫৯)বানৌজা শেখ হাসিনা,কক্সবাজার (নৌঘাঁটি) ৬০)শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম, পূর্বাচল। ৬১) শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মানিকগঞ্জ (প্রস্তাবিত)। ৬২) গংগাচড়া শেখ হাসিনা সেতু,রংপুর। ----------------- ৬৩) শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতাল,ঢাকা। ৬৪) সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম। ৬৫) শেখ রাসেল মিনি স্টেডিয়াম, সিলেট। ৬৬) শেখ রাসেল মিনি স্টেডিয়াম, প্রতি উপজেলায় (অনুমোদিত)। ৬৭) শেখ রাসেল সেনানিবাস, শরীয়তপুর (নির্মানাধীন)। ৬৮) ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের নাম পরিবর্তন করে হচ্ছে শেখ রাসেল স্কুল এন্ড কলেজ। ৬৯) শেখ রাসেল পার্ক, নারায়নগঞ্জ। ৭০) ফরিদপুর পৌর শেখ রাসেল শিশু পার্ক। ৭১) শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকো পার্ক, রাঙ্গুনিয়া। ৭২) শেখ রাসেল শিশু জাদুগর, ঢাকা। ৭৩) শেখ রাসেল শিশু গ্রন্থাগার, ঢাকা। ৭৪) শেখ রাসেল ইকোপার্ক, খুলনা। ------------------------ ৭৫) শেখ জামাল আন্তর্জাতিক স্টেডিয়াম,কক্সবাজার। ৭৬) শেখ জামাল স্টেডিয়াম, ফরিদপুর। ৭৭) শেখ কামাল স্টেডিয়াম, নীলফামারী। ৭৮) শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স,ঢাকা। ৭৯) শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ। ৮০) শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, গোপালগঞ্জ। ৮১) শেখ রেহানা মেডিকেল কলেজ, নারায়নগঞ্জ (অনুমোদিত)। ৮২) শেখ শায়েরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ। ৮৩) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর। ৮৪) বঙ্গবন্ধু টানেল। ৮৫) বঙ্গবন্ধু রেল সেতু। ৮৬) বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ ৮৭) শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়,শরীয়তপুর। ৮৮) ড.এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়,নাটোর। ৮৯). বঙ্গবন্ধু সরকারী কলেজ, সরিষাবাড়ী। বিঃদ্রঃ এখানে স্কুল,রাস্তা, বিশ্ববিদ্যালয়ের হল, যুদ্ধজাহাজ,পদক, ছোট সরকারী প্রতিষ্ঠান (যেমনঃ- প্রতি স্কুলে প্রতিষ্ঠিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব), বেসরকারী প্রতিষ্ঠান এসব অন্তর্ভূক্ত করা হয়নি। এছাড়াও কিছু বড় প্রতিষ্ঠানও স্মৃতিভ্রমের কারণে বাদ পড়ে যেতে পারে।

No comments:

Post a Comment