Saturday, 7 October 2023

ফ্রান্সে শহীদ মিনার স্থাপন এবং পরনে নেংটি না থাকার গল্প !!!

ফ্রান্সে শহীদ মিনার স্থাপন এবং পরনে নেংটি না থাকার গল্প !!! ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠে আজ ০৮ অক্টোবর ২০২৩ উদ্বোধন হতে যাচ্ছে শহীদ মিনার। এই শহীদ মিনার স্থাপন নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে "নির্লজ্জ এবং হাস্যকর ক্যাচাল" বেশ কয়েকটি গ্রুপ সৃষ্টি হয়েছে এটি নিয়ে। একপক্ষ দাবি করছে স্থায়ী শহীদ মিনারের "প্রথম প্রস্তাবক" তারা কিন্তু টাকার অভাবে তারা করতে পারেননি। বর্তমানে যারা বাস্তবায়ন করেছেন তাদের প্রতি "প্রথম প্রস্তাবকরা" মারাত্মক ক্ষেপা কারণ কথিত "প্রথম প্রস্তাবকদের" ডাকা হয়নি শহীদ মিনার তৈরির সময়। দ্বিতীয় পক্ষ হলো, ফ্রান্স আওয়ামীলীগ এবং ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস। তাদের গোস্বা হলো স্থায়ী শহীদ মিনারের বাস্তবায়ন কারীদের প্রতি !!! ফ্রান্স আওয়ামীলীগ এবং ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের ক্ষোভের কারণ হলো আনুষ্ঠানিকভাবে তাদেরকে এই প্রকল্পে সংযুক্ত করা হয়নি। দূতাবাসের কেউ একজন আবার সংবাদ সম্মেলন করে কথিত "ইতিহাস বিকৃতির" অভিযোগ এনেছে !!! তৃতীয় পক্ষ হলো, স্থায়ী শহীদ মিনার বাস্তবায়নকারী পক্ষ যারা এই প্রকল্পে অর্থায়ন করেছে। যতদূর জানা যায়, ব্যবসায়ী কাজী এনায়েতুল্লাহ ইনু এই প্রকল্পে সিংহভাগ অর্থ দান করেছেন। কাজী এনায়েতুল্লাহ ইনু "আয়েবা" নামক একটি সংগঠনের মহাসচিব, উক্ত সংগঠনটি প্রবাসীদের নিয়ে কাজ করে বলে জানা যায়। চতুর্থ আরেকটি পক্ষ হলো, আয়েবা বিরোধী এবং কাজী এনায়েতুল্লাহ বিরোধী পক্ষ !!! তাদের অভিযোগ হলো, কেনো কাজী এনায়েতুল্লাহ ইনু এককভাবে এই প্রকল্পে এতো অর্থ দান করেছেন। শহীদ মিনারের উদ্বোধন নিয়ে আয়েবার ব্যানারে কেনো সাংবাদিক সম্মেলন করেছেন কাজী এনায়েতুল্লাহ ইনু ? কাজী এনায়েতুল্লাহ ইনু সিংহভাগ অর্থায়ন করাতে চতুর্থ পক্ষ এই প্রকল্পে সংশ্লিষ্ট হতে পারেনি/হ্যাডম জাহির করতে পারেনি !!! এটা তাদের অন্যতম মনোবেদনার কারণ !!! শহীদ মিনার নাকি অনেকের কাছে আবেগের জায়গা !!! ২১ ফেব্রুয়ারীতে শহীদ মিনারের বেদীতে ফুল না দিলে "চেতনা" জাগেনা, মুখ রক্ষা হয়না । ভাষা আন্দোলন মুক্তি যুদ্ধের অন্যতম স্পিরিট, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। যে বাংলাদেশ রাষ্ট্রে গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, ভোটের অধিকার নেই সেই রাষ্ট্রের ভাষা আন্দোলনের প্রতীক নির্মাণ নিয়ে এসব আদিখ্যেতা হাস্যকর। এ যেনো পরনে লুঙ্গী নাই কিন্তু গায়ে জামা পরার তাড়না !!! আজিমুল হক খান প্যারিস ০৮ অক্টোবর ২০২৩

No comments:

Post a Comment