Saturday, 11 January 2020

French Lesson in Bangla

আসুন আজে বাজে সময় না কাটিয়ে কয়েকটি ফরাসি বাক্য শিখি।
তো চলুন শুরু করা যাক

১। Bonjour (বু জু খ) শুভ সকাল /

শুধু সকাল নয় দিনের যেকোনো সময় ও বলা যায়। পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত আলাপ হবে আপাতত বুজুখ শব্দটা শিখে নিন। যাকে দেখবেন তাকে বুজুখ বললে তারা আপনাকে অত্যন্ত ভদ্রলোক মনে করবে।

২। Ça va (ছা বা) কেমন আছেন?

৩। Je vais bien.
( জ-বে বিয়া)  =আমি ভাল আছি

৪। comment va votre famille
( ক-ম বা- ভত-খ- ফামি)
=আপনার পরিবার কেমন আছে?

৫। ma famille aussi bien
মা-ফামি উছি বিয়া
আমার পরিবার ভাল আছে।

৬। comment se passe votre travail
(ক-ম-ছ পাছ ভত-খ ত্রাখাবাই)
আপনার কাম কাজ কেমন যাচ্ছে?

৭। Tout est bien Alhamdulillah
(তুত এ বিয়া  আলহামদু লিল্লাহ )

সবকিছু ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ

৮। Merci ( মেখছি) ধন্যবাদ

৯। de rien ( দ-গিয়া)  স্বাগতম

যেখানে আলাদা আলাদা করে অক্ষর দিয়েছি সেগুলোকে পুরুপুরি উচ্চারণ করবেন যেমন " ক ম বা ভত খ ফামি
একসাথে কম্বা ভতখ ফামি বলবেননা।

১০।  je t'aime (জু তেম)
আই লাভ ইউ



Day 3
=====


১। প্রতিদিন =Tous les jours (তু-লে জুখ)
উদাহরণ: je vais travailler tous les jours ( জবে ত্রাখাবাইয়ে তুলে জুখ)

অর্থ: আমি প্রতিদিন কাজে যাই

২। মাঝে মধ্যে=  Parfois (পাখফোয়া)
j'écoute la radio parfois

জে'কুত লা রাডিও পাখফোয়া
আমি মাঝে মধ্যে রেডিও শুনি।

৩। এখন= Maintenant (মেথনো)
Appelle-moi maintenant
(আপেলe মোয়া মেথনো)
আমাকে এখন কল করো।

৪। একটু পরে = Plus tard (প্লু তাখ)
Appelle moi plus tard
আপেলe মুয়া প্লু তাখ
একটু পরে কল করুন।


৫। যথেষ্ট = Assez
je n'ai pas assez d'argent
(জ'নেপা আসে দাখজো)
আমার কাছে যথেষ্ট টাকা নেই

৫। চিন্তার কারন নেই /টেনশন করনা
-ne t'inquiète pas
(ন তানকেত পা)

৬। অসম্ভব - Impossible( আমপছিব'ল)
উদাহরণ:  c'est impossible
ছেত আমপছিব'ল
এটা অসম্ভব!

৭। দেখ/লক্ষ্য করো  Regardez (রিগার্দ.)
উদাহরন: regarde la télé
( রিগার্দে লা তেলে)
(টিভির দিকে তাকাও)

৮ এটা খুব ভাল  C’est bien ! (ছে-বিয়া)

৯। চমৎকার - Excellent (একছিলন্ট)
Excellente idée (এক্সিলন্ট ইদে)
চমৎকার আইডিয়া।

১০। আপনার সন্ধাটি শুভ হোক

bonne soirée
( বন ছুয়া-খে)

Day 4
-------------------------
সহজ পদ্ধতিতে ফরাসি ভাষা শিখুন।

 j'aime bien parler avec toi
(জেম বিয়া পাগলে আবেক তুয়া)
আমি তোমার সাথে কথা বলতে খুব পছন্দ করি)

Je dois y alle.
(জ দুয়া ইয়ালে)
আমাকে যেতেই হবে।

Restez en contact !
খেস্তে অ কনটাকট
(কাছে থাকুন)

Au revoir
উ খিবওয়াখ
শুভ বিদায়।

কারও কাছ থেকে বিদায় নিলে উ গিবওয়াখ অথবা আখবওয়াখ বলতে ভুলবেননা। কারণ এগুলো বলা ভদ্রতার লক্ষণ।

Je reviens tout de suit
জ গুবিয়া টুত দু ছুইট

মনে করুন কারও কাছ থেকে অল্প কিছুক্ষণের জন্য বিদায় নিতে চান এবং দ্রুত ফিরে আসবেন তার কাছে তখন বলবেন "জ গুবিয়া টুত দু ছুইত "
আমি দ্রুত ফিরে আসছি।

j'adore votre leçon
জাদগ ভত খ লুছুন
আমি আপনার লেসন খুব পছন্দ করি।


..............................................
Day-5  এসো ফরাসী ভাষা শিখি।
========================
Qu’est-ce que tu veux faire aujourd’hui?

(কেস ক চু ভু ফেখ উ-জুখদি?)
আজ তুমি কি করতে চাও?

Tu veux aller au tour eiffel ou au Gare du Nord ?
চু-বু আলে উ টুখ ইফেল ও উ গার্দে নর্খদ

তুমি আইফেল টাওয়ার যাবে নাকি গার্দে নর্দে যাবে?

je voudrais aller à la tour eiffel
(জ-ভুদখে আলে আ লা টুখ ইফেল)
আমি আইফেল টাওয়ারে যাব।

À quelle heure?
আ কেল অখ /অগ
কয়টার দিকে (যাবে)?

À treize heures. ( আ ত্রেখে জখ)
১৩টার দিকে ( মানে দুপুর ১টা)

est-ce que je peux aller avec toi
এস-ক, জ পু আলে আভেক তোয়া?
আমি কি তোমার সাথে যেতে পারি?

Oui, bien sûr, avec plaisir
(উই, বিয়া সুখ, আভেক প্লেজিখ)
হ্যাঁ, অবশ্যই, এটা আমার জন্য খুবই আনন্দের ব্যাপার।
tu es trop gentille (তু এ ত্রুখু জনতি)
তুমি খুব দয়ালু /খুব ভাল মানুষ।

Merci beaucoup, ( মেখছি বকু)
অনেক অনেক ধন্যবাদ।



Day 6
=====
আসুন ফরাসি কিছু শব্দ শিখি।
বুঝার সুবিধার্থে ফরাসি, ইংলিশ, বাংলা তিন ভাষায় লেসন দেওয়া হল।

je-জ I, আমি ,
avec-আভেক with-আমি
tout-থো  All, very সব
faire-ফেখ - to do, make কিছু করা, বা বানানো।
nous-নো we, আমাদের
mettre-মেথখ - to put, রাখা
autre -উত,খ other অন্যান্য।
on ঊন (নাক দিয়ে উচ্চারণ করতে হবে।  one,- we এক, বা আমরা।
mais-মে  but কিন্তু
leur-লখ - them, তাদের
comme-কম, like, as যেমন।
ou -উ or অথবা
si- সি if, whether যদি, কি না
avant-আ ব-ন (ন এর উচ্চারণ নাকে হালকা থাকবে) - before আগে

dire-দিখ -to say বলা।
elle-এল she, সে
devoir-দুবওয়াখ  to have to, দায়িত্ব, কর্তব্য।
donner-দনে to give দেওয়া।



                            

No comments:

Post a Comment