বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশে সবচেয়ে ভয়াল মাদকের নাম ইয়াবা। 'বাবা' নামে এটি ছড়িয়ে পড়েছে সমাজের বিভিন্ন স্তরে বিশেষ করে তরুণদের মাঝে। সারা দেশে ইয়াবার মূল যোগান আসে মুলত মায়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের সর্বদক্ষিণের এলাকা টেকনাফ থেকে। আর ইয়াবার সাথে জড়িয়ে সবচেয়ে বেশি যে নামটা শোনা যায়, তিনি কক্সবাজার-৪ আসন থেকে ২০০৮ এবং ২০১৪ দুই মেয়াদে সাংসদ হিসেবে দায়িত্ব পালন করা সাংসদ আবদুর রহমান বদি। নিঃসন্দেহে টেকনাফ-উখিয়া এলাকার সবচেয়ে আলোচিত ও সমালোচিত মানুষ তিনি। একাধিকবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের একাধিক মাদক ব্যবসায়ীর তালিকার শীর্ষে এসেছে আবদুর রহমান বদির নাম।
# সাংসদ বদির ওপর নাখোশ ট্রাকমালিকরা
# নির্বাচনী কর্মকর্তাকে মারধর সাংসদ বদির বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত
# উখিয়া-টেকনাফের সাংসদ বদির বিরুদ্ধে মামলা
# দুর্নীতি প্রমাণ হলে পদ ছেড়ে দেব: বদি
# ইয়াবা ব্যবসায়ী তালিকার শীর্ষে বদি
# আয়কর বিভাগ থেকে সাংসদ বদি ও ইয়াবা ব্যবসায়ীকে সম্মাননা
# সম্পদের তথ্য গোপন মামলায় সাংসদ বদি কারাগারে
No comments:
Post a Comment