Thursday, 7 January 2016

শেখ মজিব এবং ''বঙ্গবন্ধু''

শেখ মজিব এবং ''বঙ্গবন্ধু''
শেখ মজিব একটি ''মিথ'' MYTH এবং ''বদ্ধমূল ধারণা'' গোছের মানুষ বলেই প্রতীয়মান হয়। শৈশব থেকে দেখে আসছি গৎবাধা জীবনাচারণ, ''বিশাল ব্যাক্তিত্ব'' ''জাতির জনক'' আরো কত উপাধী !!!!! ১৬ ডিসেম্বর, ২৬শে মার্চ, ১৫ই অগাস্ট সব জায়গায় একই 'রেকর্ড' বেজে চলেছে। স্বভাবতই আমার বালক মনে কখনই সন্দেহ জাগেনি শেখ মজিব সম্পর্কে। তখন মনে করতাম তিনিই একমাত্র অবিসংবাদিত নেতা, তিনিই নেতৃত্ব দিয়েছেন, তিনিই পাকিস্তান থেকে এই দেশ মুক্ত করেছেন। ধীরে ধীরে আমার শৈশবের বিশ্বাস ভাঙ্গতে শুরু করলো, আমি পড়লাম অনেক বই, দেখলাম অনেকের সাক্ষাত্কার যারা শেখ মজিবের সহচর্যে ছিলেন। ''তাজ উদ্দিন আমি প্রধানমন্ত্রী হতে চাই'' ''কোথায় আজ সিরাজ সিকদার'' ''জহিরের নিখোঁজের বিষয়ে ঘাটাঘটি করলে তুমিও নিখোজ হয়ে যাবে'' ''আমি স্বাধীনতা ঘোষণা করলে পাকিস্তানিরা রাষ্ট্রদ্রোহ মামলায় আমার বিচার করবে '' এই কয়েকটি উক্তি আমার বিশ্বাসে প্রচন্ড আঘাত করে। শেখ মজিবের নেতৃত্ব, মুক্তিযুদ্ধে অবদান সম্পর্কে মিথ ভাঙ্গতে শুরু করেছে, মানুষ জানছে। আমি অনেক মানুষকে দেখেছি ''বঙ্গবন্ধু'' শব্দটি শ্রদ্ধার জায়গা থেকে বলে আবার কেউ কেউ ''মানুষ বলে সেই জন্য বলেন''। দুর্ভাগ্যজনকভাবে আমি কোনো জায়গায় থাকতে পারলামনা।

No comments:

Post a Comment