Sunday, 30 August 2015

দেশের ক্রান্তিকাল চলছে।

দেশের ক্রান্তিকাল চলছে। রাষ্ট্র ব্যবস্থার এমন একটি অঙ্গ নেই যেখানে দুর্নীতি বাসা বাঁধেনি। দেশপ্রেম আজ এক অলিক শব্দের নাম। কারো কোন কাজেই দেশপ্রেমের এতটুকু নিশানা খুঁজে পেতে দিশেহারা হতে হয়। সবাই কেবলমাত্র নিজের বা পরিবারের বা গোষ্ঠিগত স্বার্থে দেশপ্রেমকে বিসর্জন দিয়েছে। যেকারণে দেশ আজ অন্যদেশের করতলগত। আজ দেশের হারানো রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বাধীনতা পুনরুদ্ধারে আমাদের পুনরুজ্জীবিত করতে হবে জাতীয় নৈতিকতা ও দেশপ্রেম। এরই প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে আহবান জানিয়েছেন রাজনৈতিক, আইন ও সমাজকর্মী শেখ মহিউদ্দিন আহমেদ।

No comments:

Post a Comment