Sunday, 5 January 2014

বিএনপির অতি আগ্রহি উৎসাহি !!!

1. বিএনপির কিছু অতি আগ্রহি,উৎসাহিত নেতাদের আগামি নির্বাচনে অংশ গ্রহন করার জন্য খুব পুলকিত মনে হয়।
2. সুযোগ থাকা শর্তেও দেশের বিভিন্ন জেলার অঙ্গ সংগঠনের বিভিন্ন কমিটি গুলা পুর্ন না করে কালাতিপাত করছে যারা তাদের কি নেতা থাকা ও ভবিষ্যতে নেতৃত্ব এনাদের হাতে থাকা উচিত?
3. আমি মনে করি যারা সাংগঠনিক কাঠামো মজবুত না করে হাসিনার অধীনে নির্বাচন করার জন্য তৈরি হচ্ছে এরা বিশ্বাস ঘাতক,চাটুকার, স্বার্থবাজ।
4. হাসিনার অধীনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন না এটাই সত্য।
5. সে ক্ষেত্রে হাসিনার অধীনে নির্বাচন করার স্বপ্ন না দেখে তত্বাবধায়ক সরকারে দাবি আদায়ের লক্ষে আন্দলনের জন্য তৈরি হওয়াটাই উচিত নয় কি?
6. মুলত,দরকার ঢাকার সমস্ত থানার বিএনপি ও অঙ্গ সংগঠন গুলার কমিটি সম্পূর্ণ করা।সাথে দেশের সব কয়টি জেলার সমস্ত অঙ্গ সংগঠন গুলার কমিটি করে সাংগঠনিক ভাবে আন্দলনের জন্য তৈরী হওয়া।ইদানীং কিছু নেতাকে আত্ব প্রচারের কাজে খুব ব্যস্ত দেখা যায়।উদেশ্যহীন পাগলা গোড়ার সংখ্যা বাড়লে যা হয়।
7. কমিটি পুর্নাঙঘ করতে গেলে অমুকের মন,তমুকের মতামতের দোহাই দেয়াটাই রাজনৈতিক নিয়মে পরিনত হয়েছে।
8. শেখ হাসিনা— যার ক্ষমতার মসনদটি দেশের হাজার হাজার বিএনপির সাধারন নেতা কর্মি ও মানুষের রক্তে রাঙ্গানো,যার ক্ষমতার মসনদ পিলখানা হত্যায় শহীদ সেনাদের রক্তে লাল,দেশের হাজার হাজার কোটি টাকা যার হাত দিয়ে বিদেশে প্রাচার করা হয়েছে , দেশের মানুষের জীবন যার কাছে রাস্তার কুকুর বিড়ালের চাইতে মুল্যহীন তার সাথে সন্দ্বী নয় যুদ্ধ করার প্রস্তুতি নেয়াই হবে দেশপ্রেম। নেতাদের নীতির মধ্যে স্বচ্ছতার অভাব আগে দুর করা দরকার তবেই গনতন্ত্র,ভেটাধীকার নিয়ে কথা বলা উচিত।