Saturday, 25 May 2019

শেখ কামাল ব্যালট বাক্স ছিনতাই

 পড়ুন তাহলে: ১/  ৭ই  মারচ ১৯৭৩ সালের  সাধারন  নির্বাচনের দিন সকালের ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা ইনস্টিউটের ভোট কেন্দ্রে ভোট দিয়ে জাসদ ছাএলীগের নেতা মহাবুবুল হক ও গনকন্ঠ পএিকার সম্পাদক আফতাব উদ্দিন কলাভবনের একতলায় রেলিংয়ের উপর বসে ছিলেন। বেলা ১১ টার দিকে হটাৎ শেখ কামাল তার কয়েকজন সহযোগীসহ তাদের দুইজনকে ধরে চোখ বেঁধে গাড়ীতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং শারিরীকভাবে নির্যাতন করে। পরে রাত ৯ টায় তাদের ছেড়ে দেওয়া হয়। আফতাব উদ্দিন পরে বলেছিলেন তাদের আবাহনী ক্লাবে নিয়ে যাওয়া হয়েছিল। [তথ্যসুএ জাসদের উথথান পতন-অস্থির সময়ের রাজনীতি বইয়ের পৃষ্ঠা নং ৯৮ লেখক মহিউদ্দিন আহমেদ]
২/   ১৯৭৩ আগষ্টের ডাকসু নির্বাচন। সন্ধায় দেখা গেল জাসদ সমর্থিত প্যানেল বিপুল ভোটে এগিয়ে। হল সংসদেও একিই অবস্থা। রাত ৮ টার দিকে মুজিব পন্থী পরিষদের নিশ্চিত পরাজয় হতে চলেছে জানতে পেরে শেখ কামাল ব্যালট বাক্স ছিনতাই করে। শেখ কামাল ও তার সহযোগীরা গুলি ছুড়তে ছুড়তে এক হল থেকে অন্য হলে যায়। প্রতিপক্ষ দলের ছাত্ররা এবং ভোট গণনার কাজে সংশ্লিষ্ট শিক্ষকরা আতংকিত হয়ে যে যেদিকে পারেন পালিয়ে যান। এ প্রসংগে মুজিববাদী ছাএলীগের একজন কর্মীর দেখা ও ব্যক্তিগত অভিজ্ঞতা উদ্ধৃত করা যেতে পারে। সন্ধার পর আমরা মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় দেখি শেখ কামাল বন্দুক হাতে দাঁড়িয়ে আছে, মুখে কালো কাপড় বাঁধা, তার পায়ের কাছে কয়কটি ব্যালট বাক্স, আরো কয়েকজন বন্দুকধারী তার চারপাশে। মিছিল বের করার আগে আমরা ধারনা করতেও পারিনি যে শেখ কামাল ইতিমধ্যেই ডাকসু নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করে ফেলেছে। [তথ্যসুএ জাসদের উথথান পতন-অস্থির সময়ের রাজনীতি বইয়ের পৃষ্ঠা নং ১০৫- ১০৬ লেখক মহিউদ্দিন আহমেদ] [ বিটু, ইজাজ আহমেদ (২০১৩), হতভাগা জনগন-পেক্ষাপট বাংলাদেশ, রাঢ়বংগ, রাজশাহী, পৃষ্টা ৪৬]

No comments:

Post a Comment