ছবিটি ১৯৩৬ সালে তোলা। স্থান রেঙ্গুন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন, বার্মা।
ছবিটিতে পা তুলে মাঝখানে বসা রোহিঙ্গা মুসলিম মানুষটির নাম, আব্দুর রশিদ। ছিলেন অল বার্মা স্টুডেন্ট ইউনিয়ন এর সভাপতি। তার ডান পাশে বসা লোকটির নাম অং সান (অং সান সুচির বাবা) ছিলেন ঐ সংগঠনের সাধারণ সম্পাদক। বাম পাশে বসা লোকটির নাম আব্দুল রাজ্জাক। ছিলেন বার্মা মুসলিম লীগ এর সভাপতি। আর এদের হাত ধরেই এসেছিল বার্মার স্বাধীনতা। ঐ রোহিঙ্গা সভাপতি আব্দুর রশিদ ছিলেন আজকের মিয়ানমারের সংবিধানের খসড়া প্রণয়নকারী।
কাজেই রোহিঙ্গা মুসলমানরা বার্মার কেউ না এটা বলা ইতিহাসে চরম মিথ্যাচার ই না অমার্জনীয় ধৃষ্টতা।
সূত্র: দৈনিক প্রথম আলো
ছবিটিতে পা তুলে মাঝখানে বসা রোহিঙ্গা মুসলিম মানুষটির নাম, আব্দুর রশিদ। ছিলেন অল বার্মা স্টুডেন্ট ইউনিয়ন এর সভাপতি। তার ডান পাশে বসা লোকটির নাম অং সান (অং সান সুচির বাবা) ছিলেন ঐ সংগঠনের সাধারণ সম্পাদক। বাম পাশে বসা লোকটির নাম আব্দুল রাজ্জাক। ছিলেন বার্মা মুসলিম লীগ এর সভাপতি। আর এদের হাত ধরেই এসেছিল বার্মার স্বাধীনতা। ঐ রোহিঙ্গা সভাপতি আব্দুর রশিদ ছিলেন আজকের মিয়ানমারের সংবিধানের খসড়া প্রণয়নকারী।
কাজেই রোহিঙ্গা মুসলমানরা বার্মার কেউ না এটা বলা ইতিহাসে চরম মিথ্যাচার ই না অমার্জনীয় ধৃষ্টতা।
সূত্র: দৈনিক প্রথম আলো
No comments:
Post a Comment