Friday, 1 May 2020

আংগো হেনীর(ফেনীর) ভাষা।

ফেনীতে আমরা যা যা বলতে শুনি (আঞ্চলিকতা)
সতীনকে - হতীন,
শুটকিকে - হুনি,
রসুনকে - রোন,
পেঁয়াজকে - হেয়াইজ,
সরিষার তেল - বালাতেল,
প্লেটকে - বত্তন,
আখকে - কুঁইউর,
নারিকেলকে - নাইঁঅল,
শশুরকে - হোর,
শ্বাশুড়িকে - হই,
পেপেকে - কইয়্যা,,
চিংড়িকে - ইঁচা মাছ,
টেলিভিশনকে - টিবি,
কাঁঠালকে - কাডল,
ডিমকে - ডিমা,
ইফতারকে - ইসতার,
ঝোলকে - সুরবা,
কলাকে - কেলা,
সুপারিকে - সুয়ারি,
লবনকে - নুন,
চৌকিদারকে - চৈদার,
মেম্বারকে - মেম্বর,
শোল মাছকে - হইল মাছ,
কুকুরকে - কুত্তা,
বিড়ালকে - বিলাই,
সুতাকে - হুতা,
নারিকেল খেজুরের ডালকে - ডোগা,
ফুফু জামাই - হুয়া,
কাঁথাকে - খেতা,
লাল শাক - দুল্লা হাগ,
পুঁইশাক - হলই হাগ,
লাউ - কদু,
কুমড়া - কোম্বা,
পোনা মাছকে - হোনা মাছ,
শরীরের ময়লাকে - ছাতা,
পাকের ঘরকে - হাকঘর
সাপকে - হাপ ,
দেখি - চাই,
টাকাকে - টেয়া ,
পয়সাকে - হইসা ,
হলুদকে - অলইদ ,
বারান্দাকে - বারিন্দা ,
উত্তরদিকে - উতুরমুই,
দক্ষিনদিকে - দইন ,
পশ্চিমকে - হচিমমুই,
পূর্বদিকে - হুগমুই
কাজের লোককে - বদইল্লা,
কাজের মেয়েকে- কামের মাইয়া,
পাতিলকে - হাইল্যা/ডেক্সি
পাখির বাচ্চাকে - হাকিরছা,
ইঁদুরকে - উন্দুর,
পানিকে - হানি,
পাঠা ছাগলকে - হাডা।
ভালো - বালা,
ইত্যাদি ।
চলমান.........
প্রত্যেকটা অঞ্চলেই ভাষার নিজস্ব আঞ্চলিকতার টান থাকে এটা হাসির কিছুনা এটাই ঐতিহ্য । আপনারাও কিছু যোগ করতে পারেন।

No comments:

Post a Comment